Ahmed Robi

Ahmed Robi ভ্রমণের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য, জীবন-জীবিকাসহ চারপাশের সবকিছু তুলে আনার চেষ্টা করি মাত্র। 📷

07/11/2025

Shopping-এ গিয়ে একটা না, দুই দুইটা ছ্যাকা 😭
Daily Vlog - Mini Vlog - Ahmed Robi Vlogs

03/11/2025

এক সেকেন্ডের ভুল… এক জীবনের শেষ! 💔| এই ভিডিওটা দেখলে বুঝবেন, জীবন কতটা অনিশ্চিত | Ahmed Robi Vlogs

31/10/2025

ট্রিট খাইতে গিয়া আমরাই কট খাইছি 😂
Mini Vlog - Daily Vlog - Ahmed Robi Vlogs

30/10/2025

Now a days AI is so much powerful 🙃🙃

30/10/2025

কিসের এত অহংকার। আপনি মারা গেলে অনেকে আপনার মুখটাও দেখতে আসবে না, রাতে ভয় পাবে বলে।

29/10/2025

নিজে বিপদে পড়লে উপর ওয়ালার পরিক্ষা, আর আরেকজন বিপদে পড়লে পাপের ফল
🙄🙄

মামা মানেই ভালোবাসার আরেক নাম 💕তিন ভাগিনা আর এক মামা — হাসিতে ভরা এক ফ্রেম 😄
28/10/2025

মামা মানেই ভালোবাসার আরেক নাম 💕
তিন ভাগিনা আর এক মামা — হাসিতে ভরা এক ফ্রেম 😄

26/10/2025

Welcome to Ahmed Robi Vlogs

এই দেশে কি এখন স্বাভাবিকভাবে মরে যাওয়াও একটা বিলাসিতা হয়ে গেছে?ভাবুন তো—একজন মানুষ নিজের মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ...
26/10/2025

এই দেশে কি এখন স্বাভাবিকভাবে মরে যাওয়াও একটা বিলাসিতা হয়ে গেছে?
ভাবুন তো—একজন মানুষ নিজের মতো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হয়তো বাসায় ফিরছে, হয়তো অফিসের পথে… হঠাৎ আকাশ থেকে একটা বিয়ারিং প্যাড সোজা মাথায় পড়ে—এক নিমিষে সব শেষ! 💔

ঘটনাটা ফার্মগেটের, একদম কিছুক্ষণ আগেই ঘটেছে। ছবিতে যেটা কালো লোহার মতো দেখতে পাচ্ছেন, ওটাই সেই বিয়ারিং প্যাড—ট্রেনের স্প্রিং সিস্টেমের অংশ। কম্পনে খুলে পড়ে যায় এই লোহার টুকরো, যার ওজন ৪০ থেকে ১৪০ কেজির মধ্যে! ভাবা যায়?

এর আগেও রেললাইনের এই ত্রুটি নিয়ে খবর হয়েছে, প্রতিবাদ উঠেছে—কিন্তু ফল? নীরবতা। কেউ কিছু ঠিক করার প্রয়োজন বোধ করেনি।

এখন প্রশ্ন একটাই—এই দেশে একজন সাধারণ মানুষ কি নিরাপদে হাঁটার অধিকারও হারিয়ে ফেলেছে? 💔
মানুষের প্রাণের দাম এত সস্তা হয়ে গেছে যে, খবর হয়—তারপর ভুলে যাই, যেন কিছুই ঘটেনি।

এই শহরে জীবন এখন একটা লটারির মতো—কখন, কার পালা এসে যাবে, কেউ জানে না...😭😭

🍃 যেখানে চায়ের সুবাসে মিশে আছে স্বপ্ন — সেই সিলেটসবুজ পাহাড়, কুয়াশায় মোড়া সকাল, আর দিগন্তজোড়া চা বাগান— মনে হয় প্রকৃতি এ...
25/10/2025

🍃 যেখানে চায়ের সুবাসে মিশে আছে স্বপ্ন — সেই সিলেট

সবুজ পাহাড়, কুয়াশায় মোড়া সকাল, আর দিগন্তজোড়া চা বাগান— মনে হয় প্রকৃতি এখানে কবিতা হয়ে নেমেছে।
পাতায় পাতায় পরিশ্রমের গল্প, আর প্রতিটি চায়ের কাপে লুকিয়ে আছে ভালোবাসার স্বাদ।

সিলেট শুধু দেখা নয়, অনুভব করার জায়গা।
এখানে বাতাসে চায়ের গন্ধ, আর হৃদয়ে ছুঁয়ে যায় এক শান্ত মুগ্ধতা 🍃

📍লোকেশন: চা বাগান, সিলেট 😍

কৈশোর…এই সেই বয়স, যখন চোখ ভরা স্বপ্ন থাকে, মাঠে গড়িয়ে বেড়ায় হাসি, মুখে লেগে থাকে দুধভাতের মতো মিষ্টি সরলতা। অথচ, ঠিক এই ...
25/10/2025

কৈশোর…
এই সেই বয়স, যখন চোখ ভরা স্বপ্ন থাকে, মাঠে গড়িয়ে বেড়ায় হাসি, মুখে লেগে থাকে দুধভাতের মতো মিষ্টি সরলতা। অথচ, ঠিক এই বয়সেই তিনটি ছোট্ট প্রাণ বসে আছে এক কোণে — সামনে শুধু পান্তা আর একটুখানি শুকনা মরিচ।
না, এটা কোনো কল্পকাহিনি নয় — এটাই তাদের নির্মম বাস্তবতা।

চোখে লুকানো ভয়, মুখে নিঃশব্দ ক্লান্তি। তবুও খাচ্ছে তারা — কারণ ক্ষুধা তো থামতে জানে না।
বাবা ছিলেন দিনমজুর, এখন দুটি কিডনি নষ্ট হয়ে শয্যাশায়ী। সংসারের চাকা থেমে আছে, জীবনও থমকে গেছে।

আহা, শৈশব! যে বয়সে বইয়ের পাতায় রঙিন স্বপ্ন আঁকা থাকার কথা, সেখানে আজ দরিদ্রতার কালো ছায়া।
তবু তাদের চোখে এখনো এক চিলতে আলো — মানবতার, আশার আর ভালোবাসার আলো।

25/10/2025

জীবন আরো ভালো হতো যদি সময়ের আগে মানুষ চেনা যেত!

Address

Fulbaria
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Robi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Robi:

Share