17/06/2023
গতকাল সকাল শুরু হয়েছে ভূমিকম্প দিয়ে আর রাত শেষ হয়েছে তীব্র বজ্রপাতের মধ্য দিয়ে।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
গতকালের সন্ধ্যা থেকে শুরু করে রাত আটটা পার্যন্ত আমাদের জন্য এক ভয়ংকরতম সময় ছিলো,,,,
সন্ধ্যা থেকে শুরু হয় তীব্র বজ্রপাত আর বৃষ্টি,, আমার ছাব্বিশ বছরের জীবনে এমনটা দিখিনি,, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বজ্রপাত হচ্ছিল।
একসময় মনে হলো আমাদের বিল্ডিংয়ের ছাদে পড়েছে,,,এতো তীব্র শব্দ ছিলো আর প্রচন্ড আলোক ছটা,,,, ইলেকট্রিসিটি চলে যায়,,,, আর আমাদের নয় মাসের বাচ্চাটাকে আমরা দুজন পাখির ছানার মতো আগলে রাখি কিন্তু ও এতোটাই ভয় পায় ওর বাবা ভাবছিলো বুঝি সেন্সলেস হয়ে গেছে,,,,সমস্ত শরীর ঘেমে গোসল হয়ে গেছিলো ভয়ে আমার বাবুটার।
রাত দশটার দিকে বিদ্যুৎ মেকানিক আসে লাইন ঠিক করার পরে দেখা যায় আমাদের একটা ফ্যান, দুইটা বাল্ব, কম্পিউটার, রাউটার সব নষ্ট হয়ে গেছে,,,, একটা বাল্ব তো সুইচ অন করার সাথে সাথে বাস্ট হয়ে আমার মাথায় ও মুখে এসে পড়ে।
একটা ফ্যান চলছিলো কিন্তু রাত এগারোটার দিকে সেটার সুইচ বোর্ড জ্বলে যায়,, ফলে সারাটারাত বাচ্চা নিয়ে গরমে অতিষ্ঠ,,,,
পুরা বিল্ডিং এ সবারই প্রচুর ক্ষতি হয়েছে,,,,।
তারপরও আল্লাহর অশেষ শুকরিয়া ক্ষতিটা জিনিসের উপর দিয়ে গেছে,,,,,জানের কোনো ক্ষতি হয়নি।।
ছবিতে বাস্ট হওয়া বাল্বের ধ্বংসাবশেষ,,,,,