03/01/2024
ট্রেন
#পর্ব_২_ও_শেষ_পার্ট
বাইরে বিকট শব্দ হচ্ছে অনেক গুলো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। বাইরের দিকে ঘাড় ঘুরাতে চাঁদের হালকা আলোতে দেখি অনেক গুলো বিড়াল আমার দিকে এগিয়ে আসছে সে গুলো। মুখ দিয়ে চিৎকার বের হয় না বড় একটা বিড়াল আমার সামনে এসে চিৎকার করছে।
আমি উঠে দাঁড়াত চাচ্ছি কিন্তুু পারছি না। অনুভব করি আমার গায়ে লোমশ হাতের ছোয়া। আমার ঘাড় সোজা করতেই দেখি শুধু দাঁতের পাটি আর চুল ছাড়া কিছুই নেই। এমন একটি সাদা কালো ছায়ার মতো।
আর মনে হয় সেই হাত আমি ধরে ফেলি সাথে সাথে প্রচন্ড জোরে একটা চড় আমার গালে অনুভব করি আমি সেন্স হারাই এর পর আমার কিছু মনে নেই।
যখন সেন্স ফিরে তখন দেখি নোয়াপাড়ার স্টেশনের লোকেরা আমার মাথায় পানি ঢালছে। আমার বাম কানে এখনো আমি কম শুনি। আর রেডিও, মোবাইল,লাইট কিছুই খুঁজে পাইনি। এর পর থেকে রাতে একা ডিউটি করি নি। তবে সেই জায়গা দিয়ে ট্রেনে গেলে এখনো ভয় লাগে।
সমাপ্ত।