Enara & ইনারা

Enara & ইনারা ▫️Brand Promoter▫️Henna Artist ▫️Content Creator ▫Entrepreneur ▫️Social Worker

Enara Dream Lounge
Magical Touch In Enara
(1)

১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়...
03/08/2025

১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!

দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।
শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ...

শিক্ষার্থীদের চোখে জল—কিন্তু হৃদয়ে সাহস।
সবার মুখে একটাই কথা:
"আমরা হার মানিনি, আমরা ফিরে এসেছি!"
"মাইলস্টোন আবার দাঁড়াবে মাথা উঁচু করে!"

এই ক্যাম্পাস এখন শুধু একটি ভবন নয় —
এটা একতা, সাহস আর বেঁচে থাকার গল্প!
ভাঙা দেয়ালের ভেতরেও জেগে আছে অটুট মনোবল!

🤲 সবাই দোয়া করবেন—
যারা অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন,
আর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করেন।
আমিন।🤲

Mymensingh Medical College 🤍Just Amazing Night ❤️         ©️🤍©️
29/07/2025

Mymensingh Medical College 🤍
Just Amazing Night ❤️



©️🤍©️

আমিও পেয়ে গেলাম Shidur Flagship Store By Shethi আপুর থেকে grand opening এর  invitation🥰as a content Creator😅❤️❤️Shidur ...
28/07/2025

আমিও পেয়ে গেলাম
Shidur Flagship Store By Shethi আপুর থেকে grand opening এর  invitation🥰
as a content Creator😅❤️❤️

Shidur এর 1 যুগ এর যাত্রা যা আজ একটা স্বপ্নের ফ্লাগশিপ স্টোরে রুপান্তরিত ,,,আলহামদুলিল্লাহ🤲

1000 স্কয়ার ফিটের বিশাল এই শোরুমে এক ছাদের নিচে আমরা পেয়ে যাবো-
জামা
জুতা
ব্যাগ
কসমেটিক

Afsana Mir Sethi আপুর জন্য অনেক দোয়া রইলো 💜💜💜

সবার জন্য শুভ কামনা

showroom address....
LA Plaza , level three ( right opposite Mirpur Stadium,gate ni.4)
see you there ! let’s celebrate fashion, elegance, and a new beginning together!!!!
thanks a lot, everyone 💜💜💜

Shidur

Last Latter💔🥺
22/07/2025

Last Latter💔🥺

নুপুর - মাত্র ১২ বছরের এক আদরের নাতনি।নিখোঁজ হবার খবরটা যেন আকাশ ভেঙে পড়লো নানাভাইয়ের মাথায় 😭চোখের সামনে ভেসে উঠলো নুপুর...
22/07/2025

নুপুর - মাত্র ১২ বছরের এক আদরের নাতনি।
নিখোঁজ হবার খবরটা যেন আকাশ ভেঙে পড়লো নানাভাইয়ের মাথায় 😭
চোখের সামনে ভেসে উঠলো নুপুরের হাসি, স্কুলের ব্যাগ, আর হাত ধরা সেই ছোট ছোট পথচলা…

শুনেই হার্ট অ্যাটাক 💔
আজ তিনি আইসিইউতে, লাইফ সাপোর্টে — চুপচাপ, নিঃশব্দ।

আলহামদুলিল্লাহ, নুপুরকে পাওয়া গেছে…
কিন্তু সে ফিরে এলেও, তার প্রিয় নানাভাইয়ের মুখে নেই সেই চেনা হাসি, চোখে নেই সাড়া।
ডাক্তাররা বলেন, আল্লাহকে ডাকুন,
কিন্তু আমরা জানি — আশা যেখানে ফুরায়, সেখানেই আল্লাহর রহমত শুরু হয়।

হে আল্লাহ, তুমি নানাভাইকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও।
নুপুরের ছোট্ট হাত যেন আবার শক্ত করে ধরতে পারেন তিনি।
আমিন ইয়া রব©️

All Finished 💔🤍
22/07/2025

All Finished 💔🤍

Respect ❤️Rest in Peace 🤲
22/07/2025

Respect ❤️Rest in Peace 🤲

হায়রে মানুষ..... 💔
22/07/2025

হায়রে মানুষ..... 💔

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
22/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Enara & ইনারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share