
03/08/2025
১২ দিন পর আবার কেঁদেছে মাইলস্টোন!
দিয়াবাড়ি ক্যাম্পাস আজ খুলেছে, কিন্তু ক্লাস হয়নি।
শুধু দোয়া, কান্না আর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে স্মৃতিচারণ...
শিক্ষার্থীদের চোখে জল—কিন্তু হৃদয়ে সাহস।
সবার মুখে একটাই কথা:
"আমরা হার মানিনি, আমরা ফিরে এসেছি!"
"মাইলস্টোন আবার দাঁড়াবে মাথা উঁচু করে!"
এই ক্যাম্পাস এখন শুধু একটি ভবন নয় —
এটা একতা, সাহস আর বেঁচে থাকার গল্প!
ভাঙা দেয়ালের ভেতরেও জেগে আছে অটুট মনোবল!
🤲 সবাই দোয়া করবেন—
যারা অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন,
আর যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাঁদের জান্নাতবাসী করেন।
আমিন।🤲