
29/11/2024
১৪ নভেম্বর মিসরের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে দর্শকের চোখে ফুটে ওঠে মালতীর বেদনা। যেন ‘প্রিয় মালতী’র মালতী রানীর কষ্টগুলো ছুয়ে গেছে তাদেরও। মেহজাবীন চৌধুরীর অভিনয়ের ভূয়সী প্রশংসাও করেন অনেকে। ভিনদেশি দর্শক থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি-মালতী যেন সবার পরিচিত!
এবার কায়রোর পর 'প্রিয় মালতী' নিয়ে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে যোগ দিলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত