Sahittolipi

Sahittolipi নতুন প্রজন্ম, লেখক ও লেখনী

"সাহিত্যলিপি" একটি অ্যাপ ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে নতুন প্রজন্মের লেখকদের সৃজনশীল লেখনী প্রকাশ করা হয়ে থাকে। একজন পাঠক প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস সহ নতুন লেখকদের প্রকাশিত বইগুলো খুব সহজেই পেয়ে যাবেন।

নতুন প্রজন্মের পাঠক এবং নবীন প্রতিভাবান লেখকদের জন্য আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র।

অনিবার্য কারণবশত সাহিত্যলিপি'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে। সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথে এ...
06/02/2024

অনিবার্য কারণবশত সাহিত্যলিপি'র সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে। সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমাদের সাথে এতদিনের পথ চলার সঙ্গী হওয়াতে আপনাদের অসংখ্য ধন্যবাদ।

01/03/2023

একটি জীবনমুখী গল্প,
নীল ফানুস
লেখক- তরিকুল ইসলাম বাপ্পি
পাঠে- শেখ আঃ সামাদ



ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠলো। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে। কিন্তু না, আমার সেই ধারনা ছিলো পুরোপুরি ভুল। মাস পেরোতে না পেরোতেই বাড়ির পরিস্থিতি বদলে যেতে লাগলো। মার সাথে ইতির প্রায়ই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতে লাগলো।
একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছের চায়, পাশে চায়। এই চাওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা। মা কেনো যেনো দিনকে দিন ওকে আর সহ্যই করতে পারছিলো না। রোজই কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচারণে ইতির চেয়ে বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেতো, কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একবারেই অপ্রত্যাশিত।
ইতি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদে। আমার সব ভাইবোনের মধ্যে এই বোনটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। এইজন্য আমার সবকিছুই করতো ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড়ো হয়েছি। মার আদর- স্নেহ, ভালোবাসা সবকিছু ওর কাছ থেকেই পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেমন আমি বেশি সুখী হই, তেমনিভাবে ওর দুঃখগুলোও আমাকেই বেশি ছুঁয়ে যায়। ...........................

সম্পূর্ণ পড়তে অ্যাপ ইন্সটল করুন।

লেখক প্রোফাইল-
https://sahittolipi.com/tarikul-islam-bappy

🔰সাহিত্যলিপি'তে আপনার লেখক প্রোফাইল আছে তো?▶️ না থাকলে, এখনি Google Play Store থেকে  অ্যাপ ইন্সটল করে প্রোফাইল তৈরি করে ...
24/02/2023

🔰সাহিত্যলিপি'তে
আপনার লেখক প্রোফাইল আছে তো?

▶️ না থাকলে, এখনি Google Play Store থেকে অ্যাপ ইন্সটল করে প্রোফাইল তৈরি করে ফেলুন খুব সহজেই।

✅ অ্যাপ লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=com.lamidaz.sahitto

বিস্তারিত জানতে ভিজিট করুন- https://sahittolipi.com

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাহিত্যলিপি পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।
21/02/2023

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাহিত্যলিপি পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।

20/02/2023

আজ ফাগুনের দিনে
রঞ্জিত দে

এই ফাগুনে লাল আগুনে
জ্বলছে পলাশ বন,
জানান দিচ্ছে ঋতু সম্রাট
বসন্তের আগমন।

দখিনা বাতাস দোলা দেয়
আজ উদাস মনে,
প্রকৃতির এই মাতাল রূপে
হারাই ক্ষণে ক্ষণে।

লাল ফাগুনে বসন্ত আজি
জাগ্ৰত মম দ্বারে,
চঞ্চল মন ব্যাকুল চাওয়া
তাকে বারে বারে।

অন্তরে মম বিচলিত করে
রূপসী নীলাম্বরী,
আসবে কবে সমুখে মোর
প্রতীক্ষা যে তারি।

পলাশের বন ভরে উঠেছে
লাল ফুলে ফুলে,
বসন্তের এই ফাগুন বেলা
আপন মনে খেলে।

রাঙাবে মন অপেক্ষা তার
রঙ খেলারই দিনে,
রঙের ছোঁয়ায় রঙীন হবে
মনটা ক্ষণে ক্ষণে।

#কবিতা

19/02/2023

মর্মান্তিক
রঞ্জিত দে

একমাত্র মেয়েকে বাবার
কষ্টে মানুষ করা,
ছোট থেকে বাবার কাছে
শেখা লেখাপড়া।

বাবা সারাদিন জন খাটে
প্রিয় মেয়ের তরে,
আনন্দে সে থাকে যেনো
সারাজীবন ধরে।

মেয়ের বিয়ের বয়স হলে
পাত্র দেখা চলে,
খুঁজে খুঁজে মেয়ের জন্যে
পাত্র শেষে মেলে।

অনেক কষ্টে গরীব বাবা
দেয় মেয়ের বিয়ে,
জমিয়ে রাখা সম্বল যাই
আছে সেটা দিয়ে।

বাবার চাঁদের কনা যখন
শ্বশুরের ঘর যায়,
মেয়ে বিদায় নেবার পথে
চেয়ে থাকে ঠায়।

কয়েকদিন পর শুরু হয়
ভয়াল অত্যাচার,
পনের দাবি নিয়ে ওদের
চলে প্রচুর মার।

বাবার শুনে বুকে ভীষণ
লাগে বড় ফাঁকা,
শেষে কিডনিখানা বেচে
আনে লক্ষ টাকা।

সেথায় গিয়ে দেখে বাবা
অত্যাচারের ফলে,
মেয়ে ঘরে সিলিংফ্যানে
দড়ি গলায় ঝুলে।

শরীর হঠাৎ কেঁপে বাবা
হয়ে যায় অজ্ঞান,
পড়ে গিয়ে আর ওঠেনা
হারায় বাবা প্রাণ।

#কবিতা

18/02/2023

তবু যদি থেমে যায়
মোঃমনির সরদার

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে জীবন কাঁটা
তবেই আমি দগ্ধ হবো প্রেমের আগুনে পুড়ে।

ইচ্ছে হলেই তোমাকে ছুঁয়ে দেখি না অনুভবের নীড়ে
তবেই আমি দগ্ধ হবো কাব্য রচনার ফাঁকে।

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে মনের আনন্দ হাসি
তবেই আমি দগ্ধ হবো অন্তরের আগুনে পুড়ে।

ইচ্ছে হলেই তোমাকে ভালোবাসতে পারি না অপমানের ভয়ে
তবেই আমি ইতিহাস রাখবো তোমাকে নিয়ে কাব্য রচনায়।

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে জীবন কাঁটার কন্ঠ
তবেই আমি দগ্ধ হবো তোমার চোখের আগুনে পুড়ে।

ইচ্ছে হলেই তোমাকে বলতে পারি না ভালোবাসি
তবেই আমি দগ্ধ হবো তোমার রূপের আগুনে পুড়ে।

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে মনের মাধুর্য
তবেই আমি দগ্ধ হবো চড় থাপ্পরের লজ্জায়।

তবু যদি থেমে যায় সময়ের আয়নায় তোমার সাজানো রূপ
তবেই আমি দগ্ধ হবো তোমার ব্যথায়।

তুমি কতোটুকু জানো তৃপ্তির ঢেঁকুরে পাবলিক অর্থাৎ
তবেই আমি দগ্ধ হবো মায়াজালের আগুনে পুড়ে।

আমি সময়ের সঙ্গে তোমার গোলাপি ঠোঁটের স্মিত হাসি
তবেই ইতিহাসের আগুনে পুড়ে দগ্ধ হলো তোমার সুন্দর এই রূপ।

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে জীবন কাঁটার সুর
তবেই আমি তোমাকে বলবো চলো যাই বহুদূর।

কখনো প্রেমিকার শরীর স্পর্শে আগুনে পুড়ে দগ্ধ হয়
কখনো একাই দূর দিগন্ত থেকে হাত বাড়িয়ে ভালোবাসার দৃঢ়তা জোড়ায়।

তবু যদি থেমে যায় সময়ের সঙ্গে তোমার ওই কপালের চাকা
তবেই শান্তি আশ্রয় পাবে আমার হৃদয় ডায়েরি পাতায়।

ইচ্ছে হলেই তোমাকে বলতে পারি না আমি কতটা ভালোবাসি
তবে তোমার রিনঝিন চুড়ির শব্দ হাসির পাত্রে।

আমি জীবন আগুনে পুড়ে দগ্ধ হবো কারণে অকারণে তোমার হাসিতেই
তবে সব থেমে যাবে আমার শব্দ সময়ের শেষ কাঁটায়!!!

#গদ্য কবিতা

17/02/2023

আমি আঠারো তুমি উনিশ
মোঃমনির সরদার

আমি কাব্যের আঠারো. তুমি গল্পের উনিশ
আমি ভালোবাসায় বিশ তুমি প্রেমের একুশ আঠাশ।

আমি কাব্যের সাজানো অক্ষর তুমি কলমের আকৃতি
আমি মনের ভাষা তুমি শব্দের অর্থ।

আমি কাব্যের আঠারো. তুমি গল্পের উনিশ
আমার-তোমার মিলে দুজনেরই বয়স হলো বিশ।

আমি কাব্যের হাসি তুমি গল্পের আবির্ভাব
আমি মন বদলে হাওয়া তুমি সাঁজের রামায়ণ অনুভূতি।

আমি কাব্যের আঠারো তুমি গল্পের উনিশ
আমি অমর একুশে গ্রন্থমেলার ভীড় তুমি অমর একুশে গ্রন্থমেলার শত পাঠক সংখ্যা।

আমি চায়ের আড্ডা উনিশ তুমি গল্পের ধাপে হয়েছো বিশ
আমি প্রেমের বস্তু তুমি আবেগের তৃপ্তি।

আমিও কাব্যের আঠারো তুমিও গল্পের উনিশ
দুটি পক্ষের মন শিহরিত নাট্য কবিতার উৎস।

আমি আঠারো কাব্যের গল্প কথা তোমাকে শুনাবো
তুমি উনিশ লিখে নিও হৃদয় ডায়েরি পাতায়।

আমি আঠারো কাব্যের বিশ্বাসে প্ররোচিত কাচের বাক্সে
তুমি উনিশ সাঁজে বিয়ের সাজানো অক্ষরে প্রাণের স্পন্দন মায়ার ঘর।

আমি আঠারো কাব্যের সন্ধ্যায় তোমাকে চাই
তুমি জানো হয়তো উনিশ ধাপ পেরিয়ে আমরা হয়ে গেছি বিশ বছর বয়সে প্রেমের বস্তু ঘর।

আমি আঠারো কাব্যের বৃক্ষ রোপণ করি বিশের কোঠায়
তুমি উনিশ লিখে নিও মনের গহীন কোণে শেষের বৃক্ষ ছায়ার মতোই আমিও তোমাকে চাইবো বিশ একুশের প্রেক্ষাপট বন্ধনে!!!

#গদ্য কবিতা

16/02/2023

ভালোবাসার টান
মোঃ আছির আলী আসিফ

আকাশ যখন কষ্ট পায়,
মেঘের প্রতি ভালোবাসা রয় ।

আনন্দ দিয়ে দুঃখের বোঝা নিয়ে,
ঘুরে বেড়ায় চারি দিকে ।

কেউ বা যায় স্বর্গে,
কেউ যায় নরকে ।

কেউ বা থেমে যায়,
ভালোবাসার টানে ।

সামনে দেখে মেঘ ভেঙে,
উঠেছে পূনিমা চাঁদ ।

মাসের আধা রাত দিয়ে,
যুগ যুগ ধরে -
চলে যায় বিদায় দিয়ে ।

#কবিতা

15/02/2023

স্নেহময় মা-বাবা
চন্দন মন্ডল

তুমি মাগো জন্ম দিয়েছো,
দেখিয়েছো পৃথিবী।
বাবার আদরে বড় হয়েছি,
দেখতে পারছি সবই।

মায়ের আচঁলের গন্ধে আছে,
সারা পৃথীবির সুখ।
বাবার ভালবাসায় হারিয়ে যায়,
সকল পৃথিবীর দুঃখ।

শাসন মাখা বাবার হাত-
আমার জীবনের হাসি।
স্নেহে জড়ানো মায়ের মুখ,
জীবনের ভাগ্য রাশি।

ছায়ায় ঘেরা বাবার ছোয়া,
স্বর্গের থেকেও দামি।
মায়ায় ভরা মায়ের শাসন,
ভুলতে চাইনা আমি।

সারা পৃথিবীতে কোথায় পাবো,
এমন সুখের ছায়া।
যাদের সাথে মিশে আছে,
স্বর্গ সুখের মায়া।

#কবিতা

14/02/2023

পুরুষের কান্না
চন্দন মন্ডল

পুরুষ জাতি বড় অদ্ভুত বটে,
যদি না করিও বিবেচনা।
পুরুষ ছাড়া কেউ বুঝবে না,
এই সুমধুর তৃপ্তির যন্ত্রনা।

বাধ ভাঙা কষ্টেও হাসতে থাকবে,
বুঝবে দেবে না কষ্ট।
পরিবারের জন্য গাধা হয়ে,
জীবন করবে নষ্ট।

যদি হয় সে মধ্যবিত্ত কিংবা-
গরীব ঘরের কেউ।
প্রতিবাদ করতেও ভুলে যাবে,
করবে না ঘেউ ঘেউ।

বয়স যখন বিশ পেরোবে-
সংসারের বোঝা কাধে।
বিয়ের পরে নিজের জীবন,
বৌ এর জন্যও বাধে।

পিতা-মাতার শেষ বয়েস দায়িত্ব,
নিতে হবেই মেনে।
আবার বৌয়ের সখের জিনিস,
দিতে হবে সব কিনে।

এরপর একটা সন্তানের পিতা,
দায়িত্বের বোঝা মাথায়।
শুয়ে বসে এখন আর থাক হয় না,
ঘুমটা হারায় চিন্তায়।

তবুও আসে না এক ফোটা জল,
একটা পুরুষের চোখে।
সে একজন সুখি মানুষ সবার মত,
কষ্টগুলো চেপে বুকে।

এই পৃথিবীতে হয় যদি তুফান-
আসে যদি বন্যা।
তার একমাত্র কারন হয়ে থাকবে,
পুরুষের চোখের কান্না।

#কবিতা

14/02/2023

অনলাইন প্রেমের করুণ পরিণতি নিয়ে গল্প- ফেসবুক, লিখেছেন রঞ্জিত দে।
পাঠে - জান্নাতুল আদনিন জিনিয়া

অডিও ষ্টোরিটি YouTube এ শুনতে ক্লিক করুন-
https://youtu.be/yD01cQNMAjM

Address

House 10, Road 6, Kaderabad Housing Society, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sahittolipi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahittolipi:

Share