Dream Tv Banla

Dream Tv Banla সবখানে সব সময় ড্রিম টিভি বাংলা ২৪ ঘন্টায় খবর।

ড্রিম টিভির পক্ষ থেকে সকল  শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা । ঈদ মোবারক।
28/06/2023

ড্রিম টিভির পক্ষ থেকে সকল শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা । ঈদ মোবারক।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...
18/05/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?" বিল গেটস বলেছিলেন, "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি।" আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়।

Collected

ড্রিম টিভির পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক।
21/04/2023

ড্রিম টিভির পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভাকাঙ্খীদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা । ঈদ মোবারক।

 #আলহামদুলিল্লাহ🥰দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের"সালেহ আহমাদ তাকরীম...
07/04/2023

#আলহামদুলিল্লাহ🥰
দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ এ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের
"সালেহ আহমাদ তাকরীম" ❤️

07/04/2023

পুরান ঢাকার চকবাজারে ইফতারের শরবতের নামে কি খাচ্ছি?
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযানঃ পুরান ঢাকার চকবাজারে ইফতারের শরবতের নামে কি খাচ্ছি? কত টা মান সম্মত, কত টা স্বাস্থ্যসম্মত ?

গতকাল যে মানুষটা টাকার বান্ডিল গুনে রেখে দোকান বন্ধ করেছিল আজ সে নি:স্ব।গতরাতের সেহরি খেতে খেতেও যে মানুষ টা ভেবেছিল এবা...
06/04/2023

গতকাল যে মানুষটা টাকার বান্ডিল গুনে রেখে দোকান বন্ধ করেছিল আজ সে নি:স্ব।
গতরাতের সেহরি খেতে খেতেও যে মানুষ টা ভেবেছিল এবারের ঈদে ব্যবসা ভাল হবে বাচ্চাটাকে একখানা সুন্দর ড্রেস কিনে দিবে ভোরের আলো না ফুটতেই সে রাস্তায় বসে আছে গায়ের কাপড় টা চোখের পানিতে চুপচুপে ভেজা। আল্লাহ সকলের বিপদ থেকে রক্ষা করুন আমিন।

05/04/2023

বঙ্গবাজারে ছাই থেকে অক্ষত কোরআন পেলেন এক ব্যবসায়ী.."আল্লাহু আকবার”

Address

Mohammadpur Dhaka
Dhaka
1209

Telephone

+8801628757067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Tv Banla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share