Dhaka City Live 24

Dhaka City Live 24 সাহসিকতা • সততা • সাংবাদিকতা

24/07/2025

সার্টিফিকেট নেই অথচ তিনি মেডিসিন বিশেষজ্ঞ। ৫শ টাকা বিজিটে দীর্ঘদিন দেখছেন রুগী, অবশেষে ধরা।

#কেরানীগঞ্জ #ভুয়া #ডাক্তার #মোবাইল #কোর্ট

24/07/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

এভাবে মিথ্যে ইনফরমেশন ছড়াবেন না। তার বোন জানিয়েছে,আমার ছোটো ভাই আইদ আরহাম রাইম।  তার ক্লাস বেলা ১২ টায় শেষ হয়ে যায়। সে এ...
23/07/2025

এভাবে মিথ্যে ইনফরমেশন ছড়াবেন না। তার বোন জানিয়েছে,আমার ছোটো ভাই আইদ আরহাম রাইম। তার ক্লাস বেলা ১২ টায় শেষ হয়ে যায়। সে এই ট্রাজেডির অল্প কিছুক্ষণ আগেই বাসায় চলে এসেছিলো। আলহামদুলিল্লাহ সে সুস্থ রয়েছে।এভাবে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করবেন না ।💔

সর্বশেষ বিকেল ৪টা ৫০ মিনিটের আপডেট
23/07/2025

সর্বশেষ বিকেল ৪টা ৫০ মিনিটের আপডেট

23/07/2025

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মাইলস্টোন স্কুলের একজন শহীদের পিতাকে সান্ত্বনা দিতে যান। এসময় শহীদের পিতাকে সান্ত্বনা দিতে তিনি একটি সুন্দর হাদিস শুনান।।

মূলত এই সব অবস্থায় দুনিয়াবি কোনো বিষয় মানুষকে সান্ত্বনা দিতে সক্ষম না। কেবল আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য্যতেই মানুষ সান্ত্বনা খুঁজে পায়। আল্লাহ শহীদ পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিক।

#মাইলস্টোন

22/07/2025

মাইলস্টোন স্কুলের যারা নিখোঁজ আছেন আর যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য মালিবাগ সিআইডি ভবনে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কল...
22/07/2025

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি-

আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা।অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।

তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এখানে। পুরো জায়গাটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে অনুসন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে বিমানবাহিনীর সদস্যরা।

এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।

শিক্ষার্থীদের দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

22/07/2025

আজ থেকে রিক্সার নির্ধারিত ভাড়া থেকে কেউ ১ টাকা বেশি দিবেন না।

22/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবী মেনে নিয়েছে সরকার।

22/07/2025

৬ দফা দাবিতে উত্তাল মাইলস্টোন কলেজ

22/07/2025

মাইলস্টোনের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে। অথচ তারাও মানুষ!

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ  গ্রামের বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের মৌচাক এসে গাড়িটা রাস্তার ...
22/07/2025

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ গ্রামের বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের মৌচাক এসে গাড়িটা রাস্তার সাইডে আইল্যান্ডের সাথে মেরে দিয়ে উল্টে যায়। আহা জীবন

Address

Keraniganj
Dhaka
1312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka City Live 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka City Live 24:

Share