Brand Music - Collection

Brand Music - Collection Brand Music | Official Page

This page will help you get a taste of all kinds of Pure Entertainment.

⛅ ১০০% প্রাকৃতিক সৌন্দর্য!💥 কোন ফিল্টার নাই, কেবল আত্মবিশ্বাসের ঝলকানিতেই মঞ্চ থরথর!বাংলাদেশের "মিস অ্যান্ড মিস্টার গ্যা...
30/07/2025

⛅ ১০০% প্রাকৃতিক সৌন্দর্য!
💥 কোন ফিল্টার নাই, কেবল আত্মবিশ্বাসের ঝলকানিতেই মঞ্চ থরথর!

বাংলাদেশের "মিস অ্যান্ড মিস্টার গ্যালাক্সি 2040" ঘোষণা করা হলো!👑

💬 কমেন্ট বক্সে বলো –
এই লুক দেখেই কি তোমার WiFi ১ বার ডিসকানেক্ট হয়ে গেলো? 😆

📢 ট্যাগ করো সেই বন্ধুটারে,
যার "স্টাইল" মানে হইলো —
নানা-দাদার টাই, মামার চেইন আর ফুফার সানগ্লাস একসাথে পরা! 😎

অটোফ্যাজি’ — হাজার বছর আগে যা বলে গেছেন প্রিয়নবী (সা.)!আজকের আধুনিক বিজ্ঞান বলছে —অটোফ্যাজি এমন এক প্রক্রিয়া, যা আমাদে...
29/07/2025

অটোফ্যাজি’ — হাজার বছর আগে যা বলে গেছেন প্রিয়নবী (সা.)!

আজকের আধুনিক বিজ্ঞান বলছে —
অটোফ্যাজি এমন এক প্রক্রিয়া, যা আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর কোষ ও টক্সিন ধ্বংস করে,
🦠 বার্ধক্য প্রতিরোধ করে,
💪 যৌবন ধরে রাখে এবং
🛡️ বিভিন্ন রোগ থেকে রক্ষা করে।

👨‍🔬 ২০১৬ সালে এই আবিষ্কারের জন্য জাপানি বিজ্ঞানী Yoshinori Ohsumi Nobel Prize পেয়েছেন।
কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো —
এই স্বাস্থ্যকর জীবনপদ্ধতির কথা হাজার বছর আগেই বলেছেন প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)।

🥣 তিনি বলেছিলেন:

"রোজা রাখো, সুস্থ থাকবে।"
(হাদিস — সাহিহ ইবনে মাজাহ)

⏳ আধুনিক বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে,
ইসলাম তা বহু আগেই জানিয়ে দিয়েছে…!

Source Link Comments -এ!!!!

"এই চোখগুলো কথা বলতে জানে না, তবু কাঁদছে..." 💔মায়ের স্নেহ হারিয়ে যাওয়া এই ছোট প্রাণটাশুধু ক্ষুধার জন্য নয়, ভালোবাসার অভা...
28/07/2025

"এই চোখগুলো কথা বলতে জানে না, তবু কাঁদছে..." 💔

মায়ের স্নেহ হারিয়ে যাওয়া এই ছোট প্রাণটা
শুধু ক্ষুধার জন্য নয়, ভালোবাসার অভাবে কাঁদছে।
একটু মমতা, এক মুঠো দয়া – কারো জীবনের অন্ধকারে আলো হয়ে উঠতে পারে।
তুমি কি তার এক চিলতে হাসির কারণ হতে পারবে?

🌊 "মানবতার সবচেয়ে সুন্দর রূপ..." 🌊বিশ্ব যখন নীরব, তখন কিছু মানুষ নীরবে ইতিহাস লিখছে।ইসরায়েলের অবরোধে আটকে থাকা গাজার মা...
27/07/2025

🌊 "মানবতার সবচেয়ে সুন্দর রূপ..." 🌊

বিশ্ব যখন নীরব, তখন কিছু মানুষ নীরবে ইতিহাস লিখছে।
ইসরায়েলের অবরোধে আটকে থাকা গাজার মানুষদের কাছে খাদ্য ও খেজুর পৌঁছানোর জন্য সমুদ্রের ঢেউ ব্যবহার করা হচ্ছে।
খালি বোতলে খেজুর, বিস্কুট ও একটি আশার চিঠি ভরে ছুঁড়ে দেওয়া হচ্ছে সমুদ্রে।
প্রার্থনা করা হচ্ছে— ঢেউ যেন এই ক্ষুদ্র উপহার পৌঁছে দেয় ক্ষুধার্তদের কাছে।

💔 ভাবুন তো, বিশ্বে যখন যুদ্ধ, বোমা আর রক্ত –
সেই অন্ধকারে সমুদ্রের ঢেউ হয়ে কারো মুখে এক চিলতে খাবার পৌঁছে দিচ্ছে মানবতার এই আলোর প্রদীপ।

এই ছবি কেবল একটি ছবি নয়, এটি পৃথিবীর সবচেয়ে মর্মস্পর্শী বার্তা:
মানবতা কখনো হার মানে না।

“দীর্ঘতম বনাম ক্ষুদ্রতম ফ্লাইট – এক বিমানের আশ্চর্য দুনিয়া!”বিমানের জগতে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন!...
26/07/2025

“দীর্ঘতম বনাম ক্ষুদ্রতম ফ্লাইট – এক বিমানের আশ্চর্য দুনিয়া!”

বিমানের জগতে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন!
🌍 পৃথিবীর দীর্ঘতম একটানা বিমান যাত্রা – নিউইয়র্ক থেকে সিঙ্গাপুর, সময় লাগে প্রায় ১৮ ঘণ্টা ৫০ মিনিট।
✈️ আর সবচেয়ে ছোট বিমান যাত্রা – স্কটল্যান্ডের ওয়েস্ট্রে থেকে পাপা ওয়েস্ট্রে দ্বীপ, সময় লাগে মাত্র ৯০ সেকেন্ড!

ভাবুন তো – একদিকে প্রায় পুরো একদিনের যাত্রা, অন্যদিকে মাত্র এক মিনিটও লাগে না!

“চলিউডের পঞ্চরত্ন”তাঁরা কেবল নায়ক-নায়িকা নন, তাঁরা একেকটি যুগের গল্প, গৌরব আর ইতিহাস।যাঁদের অভিনয়, সংলাপ, হাসি কিংবা চোখ...
25/07/2025

“চলিউডের পঞ্চরত্ন”
তাঁরা কেবল নায়ক-নায়িকা নন, তাঁরা একেকটি যুগের গল্প, গৌরব আর ইতিহাস।
যাঁদের অভিনয়, সংলাপ, হাসি কিংবা চোখের এক চিলতে দৃষ্টি – আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে।

যুগের পর যুগ ধরে তাঁরা শিখিয়েছেন—
সিনেমা কেবল বিনোদন নয়, সিনেমা হলো ভালোবাসা, সংগ্রাম, শিল্প আর অনুভূতির অন্য নাম।
তাঁদের হাত ধরেই বাংলা চলচ্চিত্র পৌঁছেছে সোনালী শিখরে।

আজকের প্রজন্ম হয়তো মোবাইল স্ক্রিনে সিনেমা দেখে, কিন্তু একসময় সিনেমা হল মানেই ছিল স্বপ্নের রাজ্য,
আর সেই স্বপ্নের রাজারা ছিলেন এই পাঁচজন কিংবদন্তি।

তাঁরা বেঁচে থাকবেন প্রতিটি সিনেমাপ্রেমীর স্মৃতিতে, কারণ হিরো আসে-যায়, কিংবদন্তি চিরকাল থাকে।

“মহাভারতে যা নেই, তা ভারতে নেই,” তেমনি ঢাকায় যা নেই, তা ফার্মগেটে খুঁজে পাওয়া সম্ভব।ফুটপাথের ২ টাকার সিংগাড়ার গন্ধ থেকে ...
25/07/2025

“মহাভারতে যা নেই, তা ভারতে নেই,” তেমনি ঢাকায় যা নেই, তা ফার্মগেটে খুঁজে পাওয়া সম্ভব।

ফুটপাথের ২ টাকার সিংগাড়ার গন্ধ থেকে শুরু করে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের অভিজাত ঝলকানি;
৫ টাকার আদা চায়ের টংঘর থেকে শুরু করে কাচ্চির উষ্ণ সুবাস;
রেলগেটের ৬০ টাকার গাঁজা থেকে শুরু করে শহরের বারগুলোর নীল আলো – ফার্মগেট এক আশ্চর্য বৈপরীত্যের প্রতীক।

শুধু খাবার আর রাস্তাঘাট নয়, এখানে আছে জীবনের প্রতিটি রঙের প্রতিচ্ছবি:
ইসলাম মিশনের দোয়াভরা শান্তি যেমন আছে, তেমনি পাশের চার্চের প্রার্থনার মৃদু ধ্বনিও আছে।
রাস্তায় ঘুমানো দিনমজুর যেমন আছে, তেমনি আছে ঝকঝকে গাড়িতে চড়ে যাওয়া উচ্চবিত্ত।
ফুটপাথের ২০ টাকার লন কাপড়ের ভ্যান যেমন আছে, তেমনি কয়েক পা দূরে বসুন্ধরা সিটির বিলাসী ঝলমলে শপিং।

এখানেই জীবনের স্কুল – রাস্তার ধুলো মেখে গড়ে ওঠা অগণিত মানুষের গল্প।
রাসেল চত্বরের আড্ডা, কলেজ পালিয়ে বসুন্ধরায় সিনেমা, তেজগাঁও কলেজের সামনের বোবা মামার ভেলপুরির স্বাদ, খামারবাড়ির কোণের মিজান মামার গরম রঙ চা – সবই ফার্মগেটের অবিচ্ছেদ্য স্মৃতি।
ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে ব্যস্ত রাস্তার ভিড় দেখে হঠাৎ অচেনা এক হাসি খোঁজা, কিংবা
স্টেশন থেকে ফ্রি লোকাল ট্রেনের ঝুঁকিপূর্ণ রাইড – এ সবই যেন তরুণ জীবনের প্রথম পাঠ।

রাতের ফার্মগেট আরও এক অন্য জগৎ।
দিনের ব্যস্ততা ফুরিয়ে এলে ভ্যানের সারিতে ঘুমন্ত শ্রমজীবী মানুষ, কাওরান বাজারের রাতের হৈচৈ, সুবাসের বিরিয়ানির সুবাস – এক অদ্ভুত বাস্তবতায় ভরে ওঠে চারদিক।

এই জায়গা শুধু খাবার, আড্ডা, বা ট্রাফিক নয় – এটি আন্দোলনের ইতিহাস।
নিরাপদ সড়ক আন্দোলন, হাফ পাসের দাবিতে ছাত্রদের প্রতিবাদ, পুলিশের লাঠির ভীতি আর প্রতিরোধের আগুন – সবই ফার্মগেটকে করেছে ঢাকার পরিবর্তনের প্রতীক।

ফার্মগেটের মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবনের সামনের বকুল গাছ, ক্রিসেন্ট লেকের কৃষ্ণচূড়া – এ সবই স্মৃতির রঙিন অ্যালবাম।
আনন্দ সিনেমা হলের সামনে জমে থাকা ভিড়ে ব্রাজিল-আর্জেন্টিনা খেলার উন্মাদনা, কিংবা ১৫ টাকার প্রাণ খেয়ে বন্ধুদের সাথে হাসি-ঠাট্টার যুদ্ধ – একে কি শুধু জায়গা বলা যায়?

ফার্মগেট মানেই এক জীবন-উপন্যাস।
এখানে শিখেছি সংগ্রাম মানে কী, বন্ধুত্ব কত অমূল্য, ভালোবাসা কত সরল, আর এই শহর – একসাথে যেমন রঙিন, তেমনই ধূসর।

প্রিয় ফার্মগেট, তুমি ১২ বছরে আমাকে দিয়েছো হাজারো গল্প, অগণিত স্মৃতি আর জীবনের শিক্ষা।
তুমি যে শুধু একটি স্থান নও, তুমি ঢাকার এক অন্তহীন অনুভূতি।
যখনই মন খারাপ হয় বা অস্থিরতা গ্রাস করে, তখনই ছুটে যাই তোমার কাছে, কারণ –
ফার্মগেট মানেই নিজের কাছে ফিরে আসা।

ভালোবাসি তোমাকে, ফার্মগেট! 💙

আজ এই মানুষটা কোটি কোটি ডলার দান করেন, প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন, কিন্তু জীবনের কঠিন বাস্তবতাটা তিনিও অস্বীকার করেননি!...
24/07/2025

আজ এই মানুষটা কোটি কোটি ডলার দান করেন, প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন, কিন্তু জীবনের কঠিন বাস্তবতাটা তিনিও অস্বীকার করেননি!

🔥 টাকা না থাকলে শুধু পকেট নয়, মানুষের মনও খালি হয়ে যায়...

💔 সম্পর্ক ভেঙে যায়, আত্মীয়রা দূরে চলে যায়, বন্ধুরাও বদলে যায়…

📌 দয়া করে কখনো কাউকে শুধু তার ব্যর্থতা দিয়ে বিচার কোরো না... হয়তো সে সময়টাই তার শত্রু!

🧠 সফলতা টাকা দিয়ে মাপা যায় না, কিন্তু টাকা না থাকলে সমাজ আপনাকে মাপবেই না…

📢 যদি আপনি এখন সংগ্রাম করছেন, জানবেন — আপনি একা নন! ❤️

💬 "Life changes with time, but people change with situation."

— Bill Gates (Real Talk)

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
24/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

This is a real hero 📸❤️     ❤️
23/07/2025

This is a real hero 📸❤️

❤️

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Brand Music - Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brand Music - Collection:

Share

Category