Dainik Desh Patrika

Dainik Desh Patrika The Deily Desh Patrika
দৈনিক দেশ পত্রিকা
সত্যের সন্ধানে নিরপেক্ষ
+8802223380814
+8802223356307

দৈনিক দেশ পত্রিকা | ব্রেকিং নিউজ, রাজনীতি, মফস্বল, জাতীয়, আন্তর্জাতিক, স্পোর্টস, বিনোদন, প্রযুক্তি, নিউজ পেতে আমাদের সাথেই থাকুন |

নিজে নিজে ব্রুনাই ভিসা করুন🇧🇳🇧🇳ভিসা ফাইল জমা থেকে শুরু করে ডেলিভারি পুরো অভিজ্ঞতা শেয়ার করছি।ভিসা ফাইল সাবমিট করতে গিয়ে ...
25/11/2024

নিজে নিজে ব্রুনাই ভিসা করুন🇧🇳🇧🇳
ভিসা ফাইল জমা থেকে শুরু করে ডেলিভারি পুরো অভিজ্ঞতা শেয়ার করছি।
ভিসা ফাইল সাবমিট করতে গিয়ে বেশ ভালোই অভিজ্ঞতা হয়েছে। প্রতিটা ডকুমেন্টস খুটিয়ে খুটিয়ে দেখেছে। ভ্রমন রিলেটেড নানা প্রশ্ন ও পাসপোর্ট এর প্রতি পাতা উল্টিয়ে দেখেছে। মোটামুটি ২ ঘন্টা সময় নিয়েছে এবং ফাইনালি আরো ১ঘন্টা পর টাকা জমা নিয়ে ডেলিভারি স্লিপ দিয়েছে। ফ্রেশ পাসপোর্ট এ ভিসা দেয় কিনা কনফিউজড কেননা ইন্টারভিউ এর মর্মার্থ অনেক কঠিন।

ভিসা ফাইল প্রসেসিং:
ব্রুনাই ভিসা একেবারেই সহজ। কিছু দেশ ট্র‍্যাভেল থাকলে ভালো। ফ্রেশ পাসপোর্ট এ ভিসা দেয় কিনা কনফিউজড। যেভাবে ফাইল স্টেপ বাই স্টেপ দেখে সেখেত্রে সব গুছানো অনেক জরুরি।

১। ভিসা ফর্ম কম্পিউটারে ফিলাপ করলে ভালো কেননা হাতে ফিলাপ করার পর কয়েকজনের সাথে ঝামেলা করেছে।
(ভিসা ফর্ম ব্রুনাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়)
২। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (রিসেন্ট তোলা)
৩। জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ
৪। সকল পাসপোর্ট কপি এবং অন্যান্য দেশের এন্ট্রি/এক্সিট সিলের কপি (অন্যান্য দেশের ভিসা কপি ও ইভিসা কপিও জমা দিলে ভালো)
৫। রিসেন্ট পাসপোর্ট অবশ্যই ৬ মাসের ভ্যালিডিটি থাকা লাগবে এবং ৪টা ব্ল্যাংক পেইজ থাকা লাগবে।
৬। ফাইনানসিয়াল প্রুফ: ব্যাবসায়ী হলে কারেন্ট একাউন্ট এর স্ট্যাটমেন্ট ও ব্যাংক সলভেন্সী এবং সেভিংস একাউন্ট এর স্ট্যাটমেন্ট ও ব্যাংক সলভেন্সী। ব্যাংক সলভেন্সী ডলার এ কনভার্ট করে নিলে ভালো, এটা ব্যাংক এ বললেই করে দিবে। মনে রাখবেন স্ট্যাটমেন্ট যেনো ট্রাঞ্জেকশান থাকে এবং অবশ্যই সাথে করে অরিজিনাল চেকবই নিয়ে আসতে হবে। চেকবই মিলিয়ে দেখে।
৭। কনফার্ম ফ্লাইট টিকেট কপি ২টা লাগবে (PNR Active থাকা লাগবে)। এটার জন্য কয়েকজনকে রিটার্ন করে দিয়েছে। এখানে টিপ্স হচ্ছে যাওয়ার ১ ঘন্টা আগে ফ্লাইট বুক করবেন এবং মোটামুটি অনেকটা সময় PNR এক্টিভ থাকে। এটা নাকি উনাদের পলিসি।
৮। কনফার্ম হোটেল বুকিং লাগবে। এগুলো উনারা বসে বসে চেক করে। ফ্রি ক্যান্সেলেশান এ বুকিং ডট কম থেকে হোটেল বুকিং করলেই হবে।
৯। চাকুরীজীবিদের NOC, Job Certificate, ID Card, Visiting Card, Salary Certificate লাগবে।
১০। একটা সুন্দর কাভার লেটার
১১। টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন আপডেট
১২। ১৪০০ টাকা খুচরা নিয়ে যেতে হবে কেননা ভাংতির জন্য আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে।

এছাড়া অন্যান্য কোন ডকুমেন্টস লাইক এসোশিয়েশান মেম্বারশীপ ইত্যাদি।কোন এপয়েন্টমেন্ট লাগেনা। সরাসরি এম্বাসী গিয়েই জমা দেওয়া যায়।

প্রসেসিং টাইম ১ সপ্তাহ সময় নেয়। এছাড়া ছোটখাট ভাবগাম্ভীর্যপূর্ন ইন্টারভিউ দিতে হয়।

সিল ভিসা না দিয়ে স্টিকার ভিসা দিলে ভালো লাগতো। ফাইল জমা নেওয়া মানে মোটামুটি ১০০% ভিসা নিশ্চিত। সকাল ৯:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত জমা।

এম্বাসী ঠিকানা: রোড-৬, বাড়ী-২৬, বারিধারা, ঢাকা-১২১২

05/10/2022

সত্যের সন্ধানে ও প্রকাশে নিরপেক্ষ, নির্ভীক দৈনিক দেশ পত্রিকা। দৈনিক দেশ পত্রিকার নিউজ পেতে এই পেজে লাইক দিয়ে দৈনিক দেশ পত্রিকার সাথেই থাকুন।

দৈনিক দেশ পত্রিকা
সত্যের সন্ধানে নিরপেক্ষ।
www.facebook.com/DainikDeshPatrika

The Deily Desh Patrika
দৈনিক দেশ পত্রিকা
সত্যের সন্ধানে নিরপেক্ষ
+8802223380814
+8802223356307

Address

BCIC Bhaban (2nd Floor), 30-31 Dilkhusha C/A, Motijheel
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Desh Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Desh Patrika:

Share