By Sanju

By Sanju ------যেখানে বইয়ের গন্ধ মিশে যায় হৃদয়ের ভালোবাসায়📚🦋🖤 What!

24/09/2025

এত কাম কইরা হইবোটা কি??😒🤷‍♀️

16/09/2025

এই মুহুর্তটা......😭💔

১/ তোমাকে পাবার জন্য যা করেছি, তার অর্ধেক করলেও বোধ হয় বিধাতাকে এতদিনে পেতাম। কিন্তু তোমাকে পেলুম না।__শরৎচন্দ্র চট্টোপা...
15/09/2025

১/ তোমাকে পাবার জন্য যা করেছি, তার অর্ধেক করলেও বোধ হয় বিধাতাকে এতদিনে পেতাম। কিন্তু তোমাকে পেলুম না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২/ কপালে যেখানটায় বসন্তের দাগ ছিল; সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায়! সেখানটায় চুমো খেয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি। __শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৩/ আমি ঠকিনি, কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে, যে ভালোবাসতে পারেনি।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৪/ আমি যাকে কেন্দ্র করে ঘুরি, না পেলাম তার কাছে আসার অধিকার না পেলাম তার থেকে দূরে যাবার অনুমতি!
__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫/ যে তোমায় অন্ধের মত বিশ্বাস করে , তাকে "অন্ধ" প্রমাণ করো না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬/ বলতে পারি নে, তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলব না। তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭/ চন্দ্রমুখী, তোমার নামটা মস্ত বড়, সর্বদা ডাকতে অসুবিধা হয়, একটু ছোট করে নিতে চাই। আজ থেকে তোমাকে বউ বলে ডাকব।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৮/ যখন তুমি কাউকে ভালবাসবে তখন, বুঝবে ব্যথা কী!
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৯/ মনের মিলনই সত্যিকারের বিবাহ।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১০/রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমনো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মত শাস্তি আর নেই।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১১/ আমি ঠকিনি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম। কিন্তু ঠকেছে সে, সে ভালবাসতে পারেনি...।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১২/যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, তাহা কিছুই সে জানিতে পারিল না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৩/ যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া, মানুষ নয়। সেদিনই কেবল সত্যিকারের ভালোবাসার সন্ধান পাবে। __ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৪/এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মত। যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, না পাইলাম দুরে যাইবার অনুমতি। __শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৫/ ক্ষমার ফল কি শুধু অপরাধীই পায়, যে ক্ষমা করে, সে কি কিছুই পায় না?
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৬/বড় দুঃখ ছাড়া কোনদিন কোনো বড় জিনিস লাভ করা যায় না। আমার বাড়িও আবার হবে, রোগও একদিন সারবে ; কিন্তু এর থেকেও যে অমূল্য বস্তুটি লাভ করলুম, সে তুমি। আজকাল আমার মনে হয়, তুমি ছাড়া আর বোধ হয় আমার একটা দিনও কাটবে না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৭/ অর্থের বিনিময়ে যাহারা একটি নারীকে বিবাহ করিতে সম্মত হয়।সে পুরুষ কোনোদিন তার স্ত্রীকে ভালোবাসিবে না।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৮/ আমি ঠকিনি, কারণ আমি ভালবাসতে পেরেছিলাম, কিন্তু ঠকেছে সে, সে ভালবাসতে পারেনি। __ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১৯/ একটা লোককে আজন্ম কাছে পেয়েও একতিল বিশ্বাস হয়না, আর একটা মানুষকে হয়ত মাত্র দু ঘন্টা কাছে পেয়েই মনে হয়, এর কাছে নিজের প্রাণটা পর্যন্ত সঁপে দিতে পারি মনে হয়, যেন জন্মজন্মান্তরের আলাপ, দু ঘন্টার নয়। এই যেমন তুমি।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২০/ জন্মিলে মরিতে হয়, আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে, তাহাকে ভূমিতে পড়িতে হয়, খুন করিলে ফাঁসিতে যাইতে হয়, চুরি করিলে কারাগারে যাইতে হয়, তেমন ভালোবাসিলে কাঁদিতে হয়— অপরাপরের মতো ইহাও একটি জগতের নিয়ম।
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২১/ তুমি আমাকে উ'পে'ক্ষা করিলে আমিও উ'পে'ক্ষা করিতে জানি। আর এতো তোমাকে ভালোবাসি না যে তুমি মা'রা'ইয়া যাইবে আর আমি ধুলার মত তোমার চরণতলে জড়াইয়া থাকিব..
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২২/ বড় প্রেম শুধু কাছেই টানে না,দূরেও ঠেলে দেয়। ভালোবাসার মানুষ কে শুধু পাশে পেলেই ভালোবাসা হয়না, একাকিত্বের সময় কারোর স্মৃতি বয়ে বেড়ানোও ভালোবাসা ।
__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৩/ জীবনের পথে কেউ কাউকে টেনে নিতে পারেনা, শুধু পথ দেখিয়ে দিতে পারে।
__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৪/ আজ সে-ই তাহার সকলের বড় অবলম্বন।কাল রাত্রে যাহাকে অভিমানের স্পর্ধায় বলিয়াছিল
তুমি আমার কে!
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৫/ যে সমাজ দুঃখীর দুঃখ বোঝে না,বিপদে সাহস দেয় না,শুধু চোখ রাঙায় আর গলা চে'পে ধরে, সে আমার সমাজ নয়,আমার মতো গরীবেরও নয়–এ সমাজ বড়োলোকের জন্যে!
__ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শুভ জন্মদিন প্রিয় লেখক। আপনার এই ক্ষুদে পাঠকের তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা নিবেন।🖤

অত:পর, পিতার অসমাপ্ত লেখার সমাপ্তি টানতেই বাংলা সাহিত্যে প্রবেশ ঘটে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপা...
13/09/2025

অত:পর, পিতার অসমাপ্ত লেখার সমাপ্তি টানতেই বাংলা সাহিত্যে প্রবেশ ঘটে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র তারাদাশ বন্দ্যোপাধ্যায়ের।

বেশ অনেকদিন আগে তারাদাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'কাজল' বইটা শেষ করেছিলাম। তখন এত খুটিনাটি নিয়ে চিন্তাভাবনা করতাম না। শুধু বইটা পড়লেই হল এই ধারণা নিয়ে বই পড়তাম। কয়েকদিন আগে 'অপুর সংসার' সিনেমার ছোট একটা ক্লিপ দেখেছিলাম, যেখানে ছোট্ট 'কাজল' চরিত্রের দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়ে বইটা আবার পড়তে নিয়েছিলাম। বইয়ের খুটিনাটি দেখতে গিয়েই লেখাটি চোখে পড়েছে। যেখানে উনি স্পষ্ট উল্লেখ করেছেন, এটাই উনার উপর প্রথম লেখা৷ তবে প্রথম বই হলেও বইটা পড়ে একবারও মনে হয়নি এটা 'পথের পাঁচালি', 'অপরাজিত' বইয়ের সিকুয়েল না। বিভূতিভূষণের লেখা আর তার ছেলের লেখা একই হবেনা এটা মাথায় রেখেই পড়া শুরু করেছিলাম। লেখার ধরন, চিন্তাভাবনা, দর্শন প্রায় সবকিছুতেই বাবার লেখার ছাপ রাখতে পেরেছেন বলে মনে হয়েছে। আমার বেশ ভালো লেগেছে বইটা পড়ে। ' তৃতীয় পুরুষ ' বইটা কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে ওটাও গিলে নিতাম। কারণ 'কাজল' বইয়ে পরিণতি নেই। অপুর সংসারের শেষ পরিণতিটা মনে হয় অজানাই রয়ে যাবে!

 #চলতি_পাঠএকটানা অনেকদিন থ্রিলার, ফ্যান্টাসি পড়তে পড়তে হঠাৎ মনে হল কি যেন একটা মিসিং! তারপর মনে পড়ল আমি সমকালীন উপন্যাস ...
09/09/2025

#চলতি_পাঠ
একটানা অনেকদিন থ্রিলার, ফ্যান্টাসি পড়তে পড়তে হঠাৎ মনে হল কি যেন একটা মিসিং! তারপর মনে পড়ল আমি সমকালীন উপন্যাস ছুঁই না বহুদিন।

ইন্সটাগ্রামে রীলস দেখতে গিয়ে "অপুর সংসার" সিনেমার একটা হৃদয়স্পর্শী দৃশ্য সামনে আসে। ওটা দেখেই "কাজল" বইটা আরেকবার পড়তে ইচ্ছে হল। কিন্তু পড়া বই পড়তে তো সময় লাগবে না, তাই হরিশংকর জলদাসের "জলপুত্র" বইটা নিয়ে বসলাম। বইটা বেশ কিছুদিন আগে ছোট ভাইয়ের কাছথেকে উপহার পেয়েছিলাম, কিন্তু নানা ব্যাস্ততায় পড়া হয়ে ওঠে নি। আজ অবশেষে বইটা পড়ার সময় এলো বলে। এটার সুনাম শুনেছি অনেক। এবার পড়ে দেখি কেমন লাগে...

শেষ করলাম, বহুল জনপ্রিয় ট্রিলজির প্রথম দুই খন্ড। বাংলা ভাষায় এই জনরার বই সচরাচর দেখা যায় না বললেই চলে। তাই এই ট্রিলজি সং...
07/09/2025

শেষ করলাম, বহুল জনপ্রিয় ট্রিলজির প্রথম দুই খন্ড। বাংলা ভাষায় এই জনরার বই সচরাচর দেখা যায় না বললেই চলে। তাই এই ট্রিলজি সংগ্রহ করেছিলাম আমি। অতীত, বর্তমান, ইতিহাস, রহস্য, মিথ সব মিলিয়ে লেখক এক অদ্ভুদ অতিপ্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছেন। লেখকের লেখনীও চমৎকার লেগেছে। জায়গায় জায়গায় বিরক্তির ছাপ পড়েনি কোথাও। একটানা পড়ে শেষ করতে পেরেছি দুটো বই। এখন তৃতীয়টা হাতে নিয়ে আগের দুটো নিয়ে লিখছি। ভেবেছিলাম তিনটা বই নিয়ে একসাথেই লিখব। কিন্তু আমি তো আমি! একসাথে তিনটা বই শেষ করে লিখব ওতটুকু ধৈর্য আমার মধ্যে নেই। তাই অল্পবিস্তর যা খুশি এখনই লিখে ফেললাম। এটা কোনো রিভিউ না আসলে, সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া বলা যায়।

এই ট্রিলজিটার আমি এত এত এত এত রিভিউ দেখেছিলাম যে, ট্রিলজি শুরুর আগেই অতিমাত্রার আশা নিয়ে পড়া শুরু করেছিলাম৷ আমার পরিচিত বেশ কিছু ভালো ভালো রিভিয়ারও এই ট্রিলজিকে নির্দ্বিধায় পাঁচ তারকা দিয়েছেন। কেউ কেউ এমনভাবে এই ট্রিলজি নিয়ে লিখেছেন, যেন এটা বাংলা সাহিত্যের একটা মাইলফলক! লেখক যেভাবে দেশীয় প্রেক্ষাপটে আরবান ফ্যান্টাসি লিখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু, যদি সৎ প্রতিক্রিয়া জানাতে যাই তাহলে বলতে হবে আমি নিজে একজন ফ্যান্টাসি লাভার হয়েও এই ট্রিলজি পড়ে আমার মনে হয়নি এটা পাঁচ তারকা পাওয়ার মতো বই। যদিও যার যার ব্যাক্তিগত ব্যাপার ভিন্ন হতেই পারে, তবুও আমার মনে হয়েছে এমনটাই। একেবারে খারাপ লেগেছে তা নয়, তবে বই পাড়ায় এটা যে পরিমাণ হাইপ তুলেছিলো সেই পরিমাণ তৃপ্তি পাইনি আমি। এটা হয়তো আমারই ভুল যে আমি অতিরিক্ত এক্সপেকটেশানস নিয়ে বইটা পড়তে শুরু করেছিলাম। কিছু কিছু জায়গায় বর্ণনা অতিরঞ্জিত লেগেছে, আবার কিছু জায়গায় খুব স্লো হয়ে এসেছে। বইয়ের শুরুতে কিছু সংলাপ দেখে মনে হচ্ছিলো যে আমি আসলে কোনো বাচ্চাদের গল্পের বই পড়ছি যেখানে অতি নাটকীয়ভাবে সংলাপ রচিত করা হয়। সব মিলিয়ে মিশ্র অনুভূতি হয়েছে এ অব্দি। শেষটা জানা এখনো বাকি। দেখা যাক ক হয়....

ফিওতমতোমার তো হাতে লেখা চিঠি বেশি পছন্দ। এদিকে আমার আবার হাতের লেখা এতই সুন্দর যে, তুমি দেখলেই আমাকে ব্লক করে দিবা। তাই ...
01/09/2025

ফিওতম
তোমার তো হাতে লেখা চিঠি বেশি পছন্দ। এদিকে আমার আবার হাতের লেখা এতই সুন্দর যে, তুমি দেখলেই আমাকে ব্লক করে দিবা। তাই আর রিস্ক নিলাম না। সো সরি ফিও:(

চিঠি দিবসের শুভেচ্ছা :')

বই পড়েও যে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় সেটা আমাকে বুঝতে শিখিয়েছেন, বিভূতিবাবু। আরণ্যক পড়ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম গভীর ...
31/08/2025

বই পড়েও যে প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় সেটা আমাকে বুঝতে শিখিয়েছেন, বিভূতিবাবু। আরণ্যক পড়ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম গভীর অরণ্যে। বিভূতিবাবু এত সুন্দর করে প্রতিটি দৃশ্য বর্ণনা করেছেন মনে হচ্ছে যেন, সবকিছুর প্রত্যক্ষদর্শী আমি নিজে। সত্যচরণ তো একটা কাল্পনিক চরিত্র মাত্র। বইয়ে উল্লেখিত জোছনা রাতের বর্ণনা পড়ছিলাম আর ভাবছিলাম, আর মনে হচ্ছিলো সামনে থেকে উপভোগ করছিলাম৷ বাংলা সাহিত্যে এত সুন্দর করে জোছনার বর্ণনা কেউ এর আগে পরে আর দেয়নি। বুনোফুলের, গাছপালার, দরিদ্র মানুষের এত বাস্তব বর্ণনা দুর্লভ বললেও ভুল হবে না। প্রতিটি প্রকৃতিপ্রেমী পাঠক বইটা পড়বে আর হারিয়ে যাবে সেই নাঢ়া বৈহারের জঙ্গলে, সরস্বতীর কুন্ডির ধারের বুনোফুলের বাগানে। আমার সবচেয়ে পছন্দের বইয়ের তালিকায় বইটা স্থান পেয়েছে একেবারে শীর্ষে। এখনো বইটা নিয়ে লিখছি আর আরণ্যকের সৌন্দর্য কল্পনা করছি।

 #বইছবিবই: গৌরিপুর জংশন লেখক: হুমায়ূন আহমেদে'গৌরিপুর জংশন' এই বইটাকে হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি বলে দাবি করলে ভুল ...
27/08/2025

#বইছবি
বই: গৌরিপুর জংশন
লেখক: হুমায়ূন আহমেদে

'গৌরিপুর জংশন' এই বইটাকে হুমায়ূন আহমেদের এক অনবদ্য সৃষ্টি বলে দাবি করলে ভুল হবে কি?

26/08/2025

2026 is in 4 months.
2019 was 7 years ago.....

Address

Dhaka
1214

Telephone

+8801571327536

Website

Alerts

Be the first to know and let us send you an email when By Sanju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share