আয়াত প্রকাশন

আয়াত প্রকাশন সৃজনশীল ইসলামী বই প্রকাশক

কুষ্টিয়া ইসলামিক বই মেলায় আয়াত প্রকাশনীর বই পাওয়া যাবে Penfield Publication এ।
07/01/2025

কুষ্টিয়া ইসলামিক বই মেলায় আয়াত প্রকাশনীর বই পাওয়া যাবে Penfield Publication এ।

আগে বিয়ে না কি ক্যারিয়ার?আমাদের সমাজে বাবা-মায়ের অন্যতম বড় ভু্ল ধারণা হচ্ছে, বিয়ে করলে সন্তান আর ক্যারিয়ার গড়তে পারবে না...
26/12/2024

আগে বিয়ে না কি ক্যারিয়ার?
আমাদের সমাজে বাবা-মায়ের অন্যতম বড় ভু্ল ধারণা হচ্ছে, বিয়ে করলে সন্তান আর ক্যারিয়ার গড়তে পারবে না। তাই ক্যারিয়ারের আশায় বিয়েকে বিলম্বিত করে ফেলে। অথচ বিয়ে ক্যারিয়ারের পথে অন্তরায় নয়, বরং পাথেয়।
‘বিয়ে ও রিযক’ বইটি বিয়ে নিয়ে মানুষের মনে জন্ম নেওয়া ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে সঠিক সময়ে বিয়ে করতে উৎসাহী করবে।
বিয়ের লক্ষ্য, উদ্দেশ্য, প্রকারভেদ, কখন বিয়ে ফরজ, সুন্নাহ ও মাকরুহ হয়, বিয়ের উপকারিতা, প্রয়োজনীয়তা, বিয়ে নিয়ে কুরআন-সুন্নাহ ও ফকিহরা কী বলেছেন, সঠিক সময়ে বিয়ে না করার পরিণতি ও বিভিন্ন শিক্ষণীয় ঘটনা রয়েছে বইতে।
সমাজে বিয়ে সহজ করার জন্য এই একটি বই যথেষ্ট। যারা মনে করে আগে বিয়ে পরে ক্যারিয়ার, তাদের জন্য মাস্ট রিড বই।
লিংক কমেন্টে।

বায়তুল মুকাররম ইসলামি বইমেলায় আয়াত প্রকাশনীর সকল বই পাবেন হাসানাহ পাবলিকেশন এর স্টলে। স্টল নম্বর : ৬৮
30/10/2024

বায়তুল মুকাররম ইসলামি বইমেলায় আয়াত প্রকাশনীর সকল বই পাবেন হাসানাহ পাবলিকেশন এর স্টলে।
স্টল নম্বর : ৬৮

মানুষ হিসেবে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনায় আমরা জড়িয়ে পড়ি গুনাহে। মনের আলস্য অথবা...
15/05/2024

মানুষ হিসেবে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনায় আমরা জড়িয়ে পড়ি গুনাহে। মনের আলস্য অথবা অসৎসঙ্গের কুফলে অবাধ্য হই আল্লাহর। এই গুনাহ ও অবাধ্যতা মহান স্রষ্টার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করে। তারপর ধীরে ধীরে জান্নাতের পথ ছেড়ে আমরা চলতে থাকি জাহান্নামের পথে। পরকালে এর শাস্তি তো আছেই, এমনকি দুনিয়াতেও লাঞ্ছনা ও অপদস্থতার শিকার হই। ব্যক্তি ও পরিবারজীবনে গ্রাস করে হতাশা। তখন মনের কোনে ভাবনার উদয় হয় এবং গুনাহের অন্ধকারাচ্ছন্ন পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে ইচ্ছা করে। এ বইগুলোতে সে আলোর পথেরই সন্ধান দেওয়া হয়েছে।

১। তাজকিয়াতুন নফস (আত্মশুদ্ধি)
২। তাওবা ও তাকওয়া (পাপমুক্ত আদর্শ জীবন গঠনের নসিহা)
৩। ইস্তেগফার (রবের নিকট আত্মসমর্পণ)

🛒বইগুলো অর্ডার করতে মেসেজ করুন 📩

বাচ্চাদেরকে আপনি সালাম দেন কি?বাচ্চাদেরকে সালাম? এ আবার কেমন কথা? বাচ্চারা না বড়দেরকে সালাম দেবে। বড়রা কেন বাচ্চাদের সাল...
05/05/2024

বাচ্চাদেরকে আপনি সালাম দেন কি?
বাচ্চাদেরকে সালাম? এ আবার কেমন কথা? বাচ্চারা না বড়দেরকে সালাম দেবে। বড়রা কেন বাচ্চাদের সালাম দেবে? সালাম নিয়ে অনেকটা এরকমই আমাদের আন্ডারস্ট্যান্ডিং। অথচ সুন্নাহ হলো বাচ্চাদের সালাম দেওয়া। সালাম দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করা। এক্ষেত্রে কাকে দিচ্ছি সেটা না দেখা। কিন্তু আমরা করি উল্টোটা। “দৈনন্দিন জীবনে অবহেলিত সুন্নাহ” বইটি থেকে এই বিষয়ে সুন্দর একটি আলাপ তুলে দিচ্ছি আমরা, পড়ে দেখুন প্লিজ।
“শিশুদের সালাম দেওয়া বিনয়ীর একটি নিদর্শন। আমরা বড়োদের সালাম দিলেও শিশুদের সালাম দিতে পারি না। শিশুদের সালাম দেওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিশুদের দেখলেই সালাম দিতেন। আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত যে, একবার তিনি একদল শিশুর পাশ দিয়ে অতিক্রম করা কালে তিনি তাদের সালাম করে বললেন যে, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তা করতেন।”
এই হলো দ্বীন আল ইসলামের সৌন্দর্য। অথচ এতো সুন্দর একটি সুন্নাহ আজ অবহেলিত। এরকম ১১১টি অবহেলিত সুন্নাহর উল্লেখ আছে এই বইটিতে, যেগুলো জেনে আমল করা আমাদের জন্য জরুরি।
লিংক কমেন্টে।

যত দিন যাচ্ছে ততই আমাদের জীবন থেকে সুন্নাহ আমল হারিয়ে যাচ্ছে। আর সুন্নাহ হারিয়ে যাওয়ার সাথে সাথে বিদআতের প্রসার ঘটছে।আমর...
31/03/2024

যত দিন যাচ্ছে ততই আমাদের জীবন থেকে সুন্নাহ আমল হারিয়ে যাচ্ছে। আর সুন্নাহ হারিয়ে যাওয়ার সাথে সাথে বিদআতের প্রসার ঘটছে।
আমরা যেন দৈনন্দিন জীবনের জন্য কিছু অবহেলিত সুন্নাহ সম্পর্কে জানতে পারি এবং আমল করতে পারি সেজন্য এই বইটিকে সাজানো হয়েছে।
আল্লাহ তায়ালা বলেন—
لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰهَ وَ الۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰهَ کَثِیۡرًا
অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। (সুরা আল আহযাব : ২১)

বই: দৈনন্দিন জীবনে অবহেলিত সুন্নাহ
লেখক: এহসান উল্লাহ আরাফাত
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা
প্রি অর্ডার মূল্য: ১৫০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ১৪৪
ধরন: পেপারব্যাক

খুব শীঘ্রই প্রকাশিত হবে ইনশাআল্লাহ
29/03/2024

খুব শীঘ্রই প্রকাশিত হবে ইনশাআল্লাহ

আয়াত প্রকাশনীর সকল বই ও মূল্যতালিকা[কমেন্টে প্রতিটা বইয়ের শর্ট পিডিএফ ও অন্যান্য ডিটেইলস দেওয়া আছে]১। বই : বিয়ে ও রিযিকল...
28/03/2024

আয়াত প্রকাশনীর সকল বই ও মূল্যতালিকা
[কমেন্টে প্রতিটা বইয়ের শর্ট পিডিএফ ও অন্যান্য ডিটেইলস দেওয়া আছে]

১। বই : বিয়ে ও রিযিক
লেখক : মুফতি তারেক মাসউদ, মাওলানা আবু দারদা ইরাকি
পৃষ্ঠা : ২০৮
মুদ্রিত মূল্য : ৪০০৳
২। বই : তাওবা ও তাকওয়া
লেখক : শাইখ আবু শুরাহবিল আদ-দারাবি
পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৩৬০৳
৩। বই : তাজকিয়াতুন নফস
লেখক : জামাল আহমাদ সাইদু
পৃষ্ঠা : ২৩২
মুদ্রিত মূল্য : ৪৬০৳
৪। বই : এসো জীবনকে পরিবর্তন করি
লেখক : এহসান উল্লাহ আরাফাত
পৃষ্ঠা : ৮৮
মুদ্রিত মূল্য : ২০০৳

৫। বই : নবিজির মুজিজা
লেখক : শাইখ আহমাদ নাজি
পৃষ্ঠা : ১৬০
মুদ্রিত মূল্য : ৩৫০৳

৬। বই : ইস্তেগফার
লেখক : শাইখ মুস্তফা আল-আদাবি
পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৩৮০৳

৭। বই : অনুসরণীয় তারা
লেখক : ড. ইয়াদ কুনাইবী হাফিজাহুল্লাহ
পৃষ্ঠা : ৭২
মুদ্রিত মূল্য : ১৬০৳

৮। বই : রমাদানের ডায়েরি
লেখক : মাদিহা আলইয়ান
পৃষ্ঠা : ১০৪
মুদ্রিত মূল্য : ২০০৳

৯। বই : সূরা কাহাফের আলোকে মুক্তির পথ ও পাথেয়
লেখক : ড. খালিদ আবু শাদি
পৃষ্ঠা : ১৭৬
মুদ্রিত মূল্য : ৩৮০৳

🎁"হাদিয়া পোস্ট "🎁🎀পোস্ট শেয়ার করে বই জিতুন।যারা পোস্টটি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে দুইজনকে ইস্তেগফার রবের নিকট আত্মসমর...
18/03/2024

🎁"হাদিয়া পোস্ট "🎁

🎀পোস্ট শেয়ার করে বই জিতুন।

যারা পোস্টটি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে দুইজনকে ইস্তেগফার রবের নিকট আত্মসমর্পণ বইটি হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ।

মানুষ হিসেবে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনায় আমরা জড়িয়ে পড়ি গুনাহে। মনের আলস্য অথবা অসৎসঙ্গের কুফলে অবাধ্য হই আল্লাহর। এই গুনাহ ও অবাধ্যতা মহান স্রষ্টার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করে। তারপর ধীরে ধীরে জান্নাতের পথ ছেড়ে আমরা চলতে থাকি জাহান্নামের পথে। পরকালে এর শাস্তি তো আছেই, এমনকি দুনিয়াতেও লাঞ্ছনা ও অপদস্থতার শিকার হই। ব্যক্তি ও পরিবারজীবনে গ্রাস করে হতাশা। তখন মনের কোনে ভাবনার উদয় হয় এবং গুনাহের অন্ধকারাচ্ছন্ন পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে ইচ্ছা করে। এ বইটিতে সে আলোর পথেরই সন্ধান দেওয়া হয়েছে। পুরো বইজুড়ে আলোচনা করা হয়েছে, কীভাবে অতীতের পাপে ভরা জীবনকে পরিশুদ্ধ করে পুণ্যময় করা যাবে।

লেখক : শাইখ মুস্তফা আল-আদাবি
অনুবাদক : জুবায়ের রশীদ
মুদ্রিত মূল্য : ৩৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
ধরন : হার্ডকভার

মানুষ হিসেবে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনায় আমরা জড়িয়ে পড়ি গুনাহে। মনের আলস্য অথবা...
15/03/2024

মানুষ হিসেবে আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। শয়তানের কুমন্ত্রণা এবং নফসের প্ররোচনায় আমরা জড়িয়ে পড়ি গুনাহে। মনের আলস্য অথবা অসৎসঙ্গের কুফলে অবাধ্য হই আল্লাহর। এই গুনাহ ও অবাধ্যতা মহান স্রষ্টার সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করে। তারপর ধীরে ধীরে জান্নাতের পথ ছেড়ে আমরা চলতে থাকি জাহান্নামের পথে। পরকালে এর শাস্তি তো আছেই, এমনকি দুনিয়াতেও লাঞ্ছনা ও অপদস্থতার শিকার হই। ব্যক্তি ও পরিবারজীবনে গ্রাস করে হতাশা। তখন মনের কোনে ভাবনার উদয় হয় এবং গুনাহের অন্ধকারাচ্ছন্ন পথ ছেড়ে আলোর পথে ফিরে আসতে ইচ্ছা করে। এ বইটিতে সে আলোর পথেরই সন্ধান দেওয়া হয়েছে। পুরো বইজুড়ে আলোচনা করা হয়েছে, কীভাবে অতীতের পাপে ভরা জীবনকে পরিশুদ্ধ করে পুণ্যময় করা যাবে।

লেখক : শাইখ মুস্তফা আল-আদাবি
অনুবাদক : জুবায়ের রশীদ
পৃষ্ঠা সংখ্যা : 176
ধরন : হার্ডকভার

বিয়ে মানবজীবনের একটি অত্যন্ত জরুরি ও ফিতরি (স্বভাবজাত) প্রয়োজন। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষের মাঝে বিয়ের প্রয়োজনীয়তা সৃষ্ট...
15/08/2023

বিয়ে মানবজীবনের একটি অত্যন্ত জরুরি ও ফিতরি (স্বভাবজাত) প্রয়োজন। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষের মাঝে বিয়ের প্রয়োজনীয়তা সৃষ্টি করেছেন। বিয়ের উদ্দেশ্য হচ্ছে, হৃদয়ের প্রশান্তি অর্জন করা এবং সন্তান জন্মদান। বিয়ের মাধ্যমেই মানুষের ইজ্জত ও আব্রুর হেফাজত হয়।
ছেলে হোক বা মেয়ে, প্রাপ্তবয়সে উপনীত হওয়ার পর সকলের হৃদয়ে বিয়ের আকাক্সক্ষা জাগ্রত হতে শুরু করে। তারপর ক্রমশ বয়স বাড়ার সাথে সাথে সেই আকাক্সক্ষার তেজ বৃদ্ধি পেতে থাকে। তারুণ্যের শুরু (পনেরো বছর বয়স) থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এই মাঝামাঝি সময়ে মানুষের মাঝে বিয়ের আকাক্সক্ষা অধিক পরিমাণে জাগ্রত হয়। এ সময় যদি কেউ অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে আল্লাহ না করুন, তার গুনাহে পতিত হওয়ার জোর আশঙ্কা রয়েছে।
বিয়ে ও রিযিক মোট চারটি পরিচ্ছেদে রচনা করা হয়ছে:
প্রথম পরিচ্ছেদে বিয়ের উপকারিতা, কোন অবস্থায় বিয়ের কী হুকুম কখন বিয়ে করা ফরজ, কখন বিয়ে করা ওয়াজিব, কখন বিয়ে করা সুন্নত, কখন বিয়ে করা মুবাহ এবং কখন বিয়ে করা মাকরুহ ও হারাম ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।
দ্বিতীয় পরিচ্ছেদে বিয়ের আদব, বিয়েতে কোন কোন বিষয়ে লক্ষ রাখোা উচিত, সন্তানের বিয়ে কীভাবে দ্রুত দেওয়া যাবে, বিয়েতে মেয়ের বাড়িতে খানা খাওয়ার কী হুকুম-এসব বিষয় পর্যালোচনা করা হয়েছে।
তৃতীয় পরিচ্ছেদে একাধিক বিয়ে এবং চতুর্থ পরিচ্ছেদে ফ্যামিলি প্ল্যানিংয়ের ওপর আলোচনা করা হয়েছে।

বই: বিয়ে ও রিযিক
লেখক: মাওলানা আবু দারদা ইরাকি, মুফতি তারেক মাসউদ
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
ধরন: হার্ডকভার

নেক আমলের হেফাজতনেক আমল দ্বারা যেমনিভাবে গুনাহের প্রভাব আল্লাহ তায়ালা দূর করে দেন এবং শাস্তি হটিয়ে দেন, তেমনিভাবে গুনাহ ...
20/06/2023

নেক আমলের হেফাজত
নেক আমল দ্বারা যেমনিভাবে গুনাহের প্রভাব আল্লাহ তায়ালা দূর করে দেন এবং শাস্তি হটিয়ে দেন, তেমনিভাবে গুনাহ ও মন্দ কাজ দ্বারা নেক আমলের প্রভাব, সওয়াব ও প্রতিদান নষ্ট করে দেন। আমল করা যেমন জরুরি, তেমনি জরুরি হচ্ছে উক্ত আমল হেফাজত করা। নেক আমল করে মানুষ নেকির পাল্লা ভারী করে। কিন্তু পরে যদি গুনাহ করে, তাহলে নেকির পাল্লা খালি হয়ে যায়। তাই এ ব্যাপারে সচেতন থাকা চাই। বহু কষ্টে অর্জিত আমলের পাল্লা যেন গুনাহের কারণে খালি না হয়ে যায়, সেদিকে বিশেষ লক্ষ রাখতে হবে। আল্লাহ কখনো বান্দার নেক আমল নষ্ট করেন না; বরং মানুষের গুনাহ ও মন্দ কাজ তার আমল নষ্ট করে থাকে। ইরশাদ হয়েছে-
‘আল্লাহ এমন নন যে, তোমাদের ইমান নষ্ট করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুনাময়।’ (সুরা বাকারা : ১৪৩)
মানুষের উচিত নেক আমল করার পর সে সকল কাজ থেকে বিরত থাকা—যা নেক আমল ও তার প্রতিদান নষ্ট করে ফেলে। সতর্কতার জন্য নিম্নে গুরুত্বপূর্ণ কিছু কারণ উল্লেখ করছি—যা মুমিনের নেক আমল ধ্বংস করে। যথা—
এক. আল্লাহর সাথে শিরক করা
দুই. কুফর
তিন. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাকে অগ্রাহ্য করা অথবা নিজের ফয়সালাকে রাসুলের ওপর প্রাধান্য দেওয়া
চার. খোদ-পসন্তি
পাঁচ. অহংকার
বই: তাওবা ও তাকওয়া (পাপমুক্ত আদর্শ জীবন গঠনের নসিহা)
লেখক: শাইখ আবু শুরাহবিল আদ-দারাবি
অনুবাদক: জুবায়ের রশীদ
মুদ্রিত মুল্য: ৩৬০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
কভার ধরণ: হার্ডকভার

Address

34 Northbrook Hall, Madrasha Market (2nd Floor) BanglaBazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when আয়াত প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়াত প্রকাশন:

Share

Category