অস্তির বাঙালি

05/07/2025

বাবা-মায়েদের সহবাসে সচেতনতা

শারিরিক মিলন একটি প্রাকৃতিক চাহিদা। বর্তমান সময়ে ১০ বছরের ছেলে মেয়েদের শারিরিক পরিবর্তন হয়ে যায়।তখন থেকেই তাড়া শারারিক মিলন সম্পকে একটু একটু জানতে পারে এবং উত্তেজনা ফিল করে।

বর্তমান সময়ে এক জরিপে দেখা যায় যে, ৯০% ছেলে মেয়ের প্রথম যৌন অনুভুতি তৈরি হয় তাদের পরিবার থেকে। বাবা মা যখন সহবাস করেন তখন প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা বুঝতে পারেন।

সহবাসের সময় তৃপ্তি জনিত আওয়াজ এবং বাবা মার অসাবধানতার কারনে ছেলে মেয়েরা বুঝে যায় বাবা মা সহবাস করছেন।

তাই বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে, ৭ বছরের উপরের ছেলে মেয়েদের আলাদা রুম দিতে হবে।

বাবা মার রুম গুলো একটু দূরে নিতে হবে যাতে তারা অনাকাঙ্ক্ষিত কোন কিছু বুঝতে না পারে ।

সহবাসের সময় বেছে নিতে হবে ছেলে মেয়েদের ঘুমানোর

পরে।

প্রত্যেক মায়ের উচিত ছেলের সামনে পোশাকে সংযত থাকা পর্দা করা।

বড় ছেলে মেয়েদের সামনে ছোট বাচ্চাদের স্তন দান না করা।

মায়ের কাপড় ( পেট.....কোট....,ব্র....,পেন...,পাজামা) নির্দিষ্ট স্থানে রাখা, যাতে ছেলের নজরে না আসে।

ভালো না লাগলে ইগনোর করুন,, বাজে মন্তব্য করবেন না প্লিজ এটি একটি সচেতনতা মূলক পোস্ট।

05/07/2025

স্বামীর কলার ধরে একদিন স্ত্রী বলে উঠলো ,

যদি পুরুষ হও, তাহলে এখনি আমাকে তা-লাক দিয়ে দাও।

তোমার মত মানুষের সাথে আর সংসার করতে চাই না।

স্বামী অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আচ্ছা। ঠিক আছে। তাহলে কাগজ কলম নিয়ে আসো। লিখে দিচ্ছি।.. স্বামী স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বলল, এই যে লিখে দিলাম। এখন এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও। ব্যাগ গুছিয়ে সন্তানকে কোলে নিয়ে বৌ বাপের বাড়ি চলে গেল।

দশ দিন পার হল। স্বামীর মোবাইল মেসেজ মেসেজ ভরে ওঠতে লাগল। স্বামী নিরুত্তাপ। নিরুত্তর। পনেরতম দিন থেকে শুরু হল কল। কখনো পরিচিত (স্ত্রী শশুর শাশুড়ি শ্যালক শ্যালিকার) নম্বর থেকে, কখনো অপরিচিত নম্বর থেকে। স্বামী কোন ফোনই রিসিভ করে না।.. শেষমেশ বিশ দিনের মাথায় স্বামী ফোন ধরল। স্ত্রী হাউমাউ করে কাঁদছে। ওগো.. লক্ষী.. সোনা.. আল্লাহর দোহাই.. তোমার মরা বাপের কসম সবই আরো কত কি বলছে। স্বামী সব শুনে বলল, কি বলতে চাও? সরাসরি বলো। এত ন্যাকামি শুনতে চাই না।
স্ত্রী: ওগো, আমি তো বুঝতে পারিনি। তুমি ছাড়া আমার কে আছে? তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল!
স্বামী: তুমি ই তো বললে, পুরুষ হলে তালাক দাও।
স্ত্রী: তুমি পুরুষ। আমি তো মহিলা। আকল-বুদ্ধি কম।
স্বামী: আচ্ছা। ভেবে দেখি। এর আগে তোমাকে একটা কাজ করতে হবে
স্ত্রী : যা বলবে তাই করবো। তবুও..
স্বামী: এখন তো এগুলো বলবেই। এত ব্যস্ত হয়ো না। ভেবেচিন্তে কাজ করতে হবে। মাসআলা মাসায়েলের ব্যাপার আছে। আচ্ছা যে কাগজটা তোমাকে দিয়েছিলাম সেটা কি আছে তোমার কাছে?
স্ত্রী: হা। আছে।
স্বামী : ওটা খুলে দেখেছিলে?
স্ত্রী : না।
স্বামী: কী লিখেছিলাম, তাও তো মনে নেই। কাগজটা হাতের কাছে থাকলে একটু পড়ে শুনাও তো।.. স্ত্রী কাগজ খুলে পড়তে শুরু করল,

'আসমান যদি নীচেও নেমে আসে তবুও তোমায় তালাক দিব না আমার প্রেয়সী!'....🖤

~°ভালোবাসা তো এমনি হওয়া উচিত °~❤️

গল্পটা কেমন লাগলো, পড়ার পর সবাই কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ।

🥰🥰🥰

✅ যারা প্রতিদিন এমন সব গল্প পড়তে চান,,তারা পেজটা ফলো করে রাখতে পারেন পারেন 👇👇👇

06/04/2025

😔 ওই তুমি জানো এখনো তোমার অপেক্ষায় আছি 💔💔

20/02/2025

হাসতে হাসতে কিছু হয়ে গেলে আমরা দায়ী না 😆😆

05/09/2024

💔💔💔

19/12/2023

মানুষের জন্য ভালো কিছু ভুল ছিল

11/12/2023

New.movie. Bobby.action 🖤

11/12/2023

লিজেন্ডরা বুঝবে বাকি সবাই খুজবে💐💐🖤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when অস্তির বাঙালি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category