চেতনা প্রকাশন - Chetona Prokashon

চেতনা প্রকাশন - Chetona Prokashon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চেতনা প্রকাশন - Chetona Prokashon, Publisher, # 20, 1st floor. Islami Tower, Banglabazar, Dhaka.
(1)

চেতনা প্রকাশন।

বিশুদ্ধ দীনি-মেজাজ ও উম্মাহর আত্মমর্যাদা-বোধসম্পন্ন মূল্যবোধ ফিরিয়ে আনার লক্ষে নিরলস স্থির গন্তব্যে ছুটে চলার এক দৃঢ়প্রতিজ্ঞ নাম।

ইসলামের মিষ্ট-স্বচ্ছ উৎসমূল থেকে এ অঞ্চলের পাঠক-সমীপে প্রয়োজনীয় ও প্রজোয্য, ইলম-মারিফাত পরিবেশনার অনন্য উচ্চারণ।

আশা এই, খালাফের কাতারে থেকে সালাফের পথধরে চলা নন্দিত ও গর্বিত পাঠক জানুক, পড়ুক ও জীবন-জগত আলোকিত করুক, আমাদের গৌরবময় ও নান্দনিক ইলমি তুরাস

ও ফাহমুস সালাফের দিগন্ত-প্রসারী রঙে।

এ লক্ষ্যেই আমাদের কাজ হলো, একেবারে আদিকা, তাফসির, হাদিস, ফিকহ, উসুল, তিব, হিকমাহ, তারিখ, তারাজিম, মাওয়ায়েজ, ইতিবার থেকে নিয়ে, জগতের অন্যান্য প্রয়োজনীয় জ্ঞান-বিজ্ঞানের নানা শাখা-প্রশাখায় লিখিত, রচিত, অনূদিত ও সম্পাদিত জ্ঞান-ভান্ডার, কুসুমিত সাহিত্যের কিমিয়াগির ভাষায়, আধুনিক মান ও মর্যাদা, রুচি ও স্বাতন্ত্র্যতা যথাসাধ্য বজায় রেখে, হাজার বছরের অমূল্য সম্পদ পাঠক-সমীপে উপস্থাপন করা।

প্রিয় পাঠক, আপনি কী আমাদের পথচলার গর্বিত সহযাত্রী হবেন?

10/10/2025
"আধুনিক যুগে জিহাদ" বইয়ের বিপুল চাহিদা।
10/10/2025

"আধুনিক যুগে জিহাদ" বইয়ের বিপুল চাহিদা।

10/10/2025

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা চলবে
১৮ অক্টোবর পর্যন্ত।

"আধুনিক যুগে জিহাদ" বইটি মেলায় চলে এসেছে।
10/10/2025

"আধুনিক যুগে জিহাদ" বইটি মেলায় চলে এসেছে।

আসছে আগামীকাল বইমেলায় ইনশাআল্লাহ।
09/10/2025

আসছে আগামীকাল বইমেলায় ইনশাআল্লাহ।

চেতনার স্টলে "মারকাযুস সুন্নাহ ওয়ালইরশাদ" কুমিল্লা এর তালেবে ইলমরা।ইসলামি বইমেলা স্টল: ১১২, ১১৩
09/10/2025

চেতনার স্টলে "মারকাযুস সুন্নাহ ওয়ালইরশাদ" কুমিল্লা এর তালেবে ইলমরা।

ইসলামি বইমেলা
স্টল: ১১২, ১১৩

লি বা রে লি জ ম হলো একটি দাজ্জালি (ধোঁকায় ভরা) মতবাদ। এটি দাজ্জালের ওই সকল অনুসারীর ধর্ম যারা বড় দাজ্জালের জন্য প্রস্তুত...
09/10/2025

লি বা রে লি জ ম হলো একটি দাজ্জালি (ধোঁকায় ভরা) মতবাদ।
এটি দাজ্জালের ওই সকল অনুসারীর ধর্ম যারা বড় দাজ্জালের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। মূল দাজ্জাল আসার আগে তারা ধোঁকায় পুরো পৃথিবী ভরে ফেলবে- ইতর আর দুষ্ট শ্রেণীর মানুষেই হবে তখন কোটিতে। যাতে তারা সহজেই দাজ্জালের আহ্বানে সাড়া দেয়।

বই: ইসলাম ও পশ্চিমা সভ্যতা
লেখক: আব্দুল্লাহ বিন বশির
প্রচ্ছদ মূল্য: ৪৮০৳
অফার মূল্য: ৩৩৬৳

চেতনা প্রকাশন।। স্টল নং: ১১২-১১৩

পশ্চিমা সভ্যতায় অটোগ্রাফ দিচ্ছেন লেখক।
09/10/2025

পশ্চিমা সভ্যতায় অটোগ্রাফ দিচ্ছেন লেখক।

উনার মত আপনিও চেতনার বইগুলো ব্যাগভরে নিতে পারেন।
09/10/2025

উনার মত আপনিও চেতনার বইগুলো ব্যাগভরে নিতে পারেন।

প্রি-অর্ডার!          প্রি-অর্ডার!          প্রি-অর্ডারআজ থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত “কবিরা গুনাহ" বইয়ের প্রি-অর্ডার...
09/10/2025

প্রি-অর্ডার! প্রি-অর্ডার! প্রি-অর্ডার
আজ থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত “কবিরা গুনাহ" বইয়ের প্রি-অর্ডার!

বর্তমানে মুসলিম উম্মাহ যে কঠিন, মর্মান্তিক ও দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কেবল বাহ্যিক উপায়-উপকরণের অভাবজনিত কারণে নয়। এর অন্তরালে রয়েছে এমন এক ব্যাধি, যা আমাদের জীবন, সমাজ ও ভূখণ্ডকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে।

এই ব্যাধি আমাদের জীবন থেকে বরকত ছিনিয়ে নিচ্ছে, ইবাদতের প্রতি আগ্রহ কমিয়ে দিচ্ছে, হালাল রিজিকের পথ রুদ্ধ করছে, অন্তর্দৃষ্টি নিঃশেষ করছে, নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করছে এবং সর্বোপরি—আল্লাহর সাথে বান্দার সম্পর্ককে একেবারে শূন্যের কোটায় নামিয়ে আনছে।

সর্বগ্রাসী এই ব্যাধির নাম—কবিরা গুনাহ।

বক্ষ্যমাণ বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে কবিরা গুনাহের পরিচয়, পরিণাম এবং তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একইসাথে, গুনাহের নিত্যনতুন ও বহুমুখী রূপও উন্মোচন করা হয়েছে—যাতে ধোঁকা ও প্রতারণার এই যুগে কোনো মুসলিম অজ্ঞতাবশত তাতে জড়িয়ে না পড়ে।

বই: কবিরা গুনাহ
লেখক: মুফতি উবাইদুর রহমান মারদান
অনুবাদক: মাওলানা আরিফুল ইসলাম
প্রচ্ছদ মূল্য: ২৬৪৳
অফার মূল্য: ১৮০৳
বধাইয়ের ধরণ: পেপারব্যক
শর্ট পিডিএফ লিংক: https://drive.google.com/file/d/1yuOS0Mkfh6CkvJQPkfsnds6iq21wS6uq/view?usp=drive_link
অর্ডার করতে মেসেজ করুন আমাদের ইনবক্সে।

‘ইসলাম ও পশ্চিমা সভ্যতা’ পড়ছি। তৃতীয় ভূমিকাটা পড়তে গিয়ে মনে হচ্ছে, এটি ভালোভাবে পড়ে, বুঝেশুনে, মুখস্থ করা দরকার। দাগিয়ে ...
09/10/2025

‘ইসলাম ও পশ্চিমা সভ্যতা’ পড়ছি। তৃতীয় ভূমিকাটা পড়তে গিয়ে মনে হচ্ছে, এটি ভালোভাবে পড়ে, বুঝেশুনে, মুখস্থ করা দরকার।

দাগিয়ে দাগিয়ে পড়ছি।

বইটির ভাষাসম্পাদনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। পড়ে আরাম পাচ্ছি।

মজার ব্যাপার হল, সামনে মাস্টার পিস অনেকগুলো বই। ‘ড্যাবড্যাব’ করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও একসাথে সাতটা বই পড়ার নিয়ত করেছি। এই ভেবে, আগে বইগুলো থেকে স্বাদ নিয়ে নিই, তারপর বুঝেশুনে পড়া যাবে। কিন্তু Abdullah Bin Bashir সাহেবের এই বই তো টেনে ধরে রাখছে আমাকে। সত্যি, মোটেও অতিশয়োক্তি করছি না। এটা ছেড়ে অন্যগুলো ধরতে মনে চাচ্ছে না।

আল্লাহ ভাইয়ের ইলমে বরকত দিন। আমিন।

মুহাম্মদ উমর ফারুক
লেখক। পাঠক। প্রুফ রিডার

হযরত মাওলানা আব্দুল্লাহ বিন বশির  ভাই তার লেখা  ইসলাম ও প্রাচাত্য সভ্যতার সংঘাত বইটি হাদিয়া পাঠিয়েছিলেন । আজ পেলাম। অপ...
08/10/2025

হযরত মাওলানা আব্দুল্লাহ বিন বশির ভাই তার লেখা ইসলাম ও প্রাচাত্য সভ্যতার সংঘাত বইটি হাদিয়া পাঠিয়েছিলেন । আজ পেলাম। অপেক্ষার প্রহর শেষ হলো। বইটির প্রতি আগ্রহী ছিলাম।
সাথে সাথেই খুলে দেখলাম। ভূমিকাটি পড়লাম।
সূচি দেখলাম । মাঝে মাঝে পড়লাম।
বিশেষ করে যে সমস্ত বইয়ের কথা এবং যে সমস্ত বইয়ের উদ্ধৃতি এনেছেন এবং বইগুলোর সারনির্যাস এনেছেন তা দেখলাম।
বইটি পড়ে একটি বোঝা মাথা থেকে হালকা হলো।
আধুনিক জাহিলিয়্যাহ , আধুনিক ফিতনা বরং সহজ করে বললে আধুনিক ফেরকায়ে বাতেলা , আধুনিক বাতিল মতবাদের খন্ডন ,বাতিল মতবাদ এর পরিচয়, উৎপত্তি , ইতিহাস , ঐতিহ্য, ইত্যাদি বিষয়ক একটি বই লেখার একটি সুপ্ত আকাঙ্ক্ষা ছিল।
বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের সামনে পৌঁছানোর জন্য।
এখন আর কাজটি করার দরকার নেই। আল্লাহ তাআলা এই কাজটি ভাইয়ের দ্বারা করিয়ে নিয়েছেন।
ভাইয়ের এই বইটি মাদ্রাসার প্রতিটি ছাত্রের পড়া উচিত।
আধুনিক সভ্যতার আসারতা বুঝতে, তাদের মূল চিন্তায় আঘাত করতে , ঈমান ও কুফর সুস্পষ্ট করতে এবং কুফরের উৎপত্তির জায়গাগুলো বুঝতে এ বইটি খুবই উপকারী হবে ইনশাআল্লাহ।
বইটি হাতে নিলেই পাঠক বুঝবেন বইটিতে লেখক কি পরিমান গভীরে পৌঁছেছেন এবং এই বিষয়গুলোর জন্য লেখকের কি পরিমান কিতাব ঘাটা ঘাটি করতে হয়েছে। এরপরে বিষয়গুলো কতটা সহজ ভাষায় এনেছেন।
মাশা আল্লাহ বড় জরুরি একটি কাজ হয়েছে। এবার সবার মুস্তাফিদ হবার পালা।
বাংলা ভাষায় জরুরি সংযোজন এটি।
আলহামদুলিল্লাহ। জাযাহুল্লাহু খাইরান আন্না ও জামি ইত্তুল্লাব
যাঁরা আলোকিত সুন্দর পৃথিবী গড়তে চান তারা পশ্চিমাদের বস্তা পচা এসব মতবাদ আগে ছুঁড়ে ফেলুন এরপর নববী আদর্শের পৃথিবী গড়ার প্রত্যয় নিন।

Address

# 20, 1st Floor. Islami Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801798947657

Alerts

Be the first to know and let us send you an email when চেতনা প্রকাশন - Chetona Prokashon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চেতনা প্রকাশন - Chetona Prokashon:

Share

Category