A Glimpse into Mariya's Life

A Glimpse into Mariya's Life আসসালামু আলাইকুম,
আমি মারিয়া।
পাশে থাকবেন পাশে পাবেন ইন শা আল্লাহ
(9)

28/01/2025

স্কুলে পড়াকালিন সবচেয়ে আনন্দের মূহুর্ত ছিলো হুটহাট টিফিন টাইমে ছুটি হওয়ার ঘোষণা শোনা!'🤍

26/01/2025

জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি বুঝবেন যে মানুষকে বেশি গুরুত্ব দিলে নিজেকে গুরুত্বহীন হয়ে পড়তে হয়। বিনয়ী হওয়া দু"র্বল'তা নয়।

25/01/2025

যার পকেট যত খালি তার বন্ধু ততো কম!
বন্ধু আমার অনেক কিন্তু আমি কার বন্ধু):

25/01/2025

একসময় যাদের NID কার্ডের ছবি দেখে হাসাহাসি করছিলাম; তাদের সরি🫣

25/01/2025

সম্পদ থাকা জরুরি নয় জীবনে সুখ শান্তি থাকাটাই জরুরি..😍

23/01/2025

মাত্রই পেইজে ঢুকলাম আর ঢুকেই দেখলাম একদম বর্ষাকাল চলে এসেছে😑 কি দোষ করেছি তার কাছে যারে দেখতে চাই না সেই বারবার চলে আসে🥴

চা খাওয়া মানুষজন খুব মিশুক হয়!  আসেন চা খেতে খেতে গল্প করি!☺️🤍শুভ রাত্রি
23/01/2025

চা খাওয়া মানুষজন খুব মিশুক হয়!
আসেন চা খেতে খেতে গল্প করি!☺️🤍
শুভ রাত্রি

23/01/2025

ছেলের বউরা বেশি খারাপ কারন কি জানেন?

কারন হলো শাশুড়ি বৌয়ের টুকটাক ভুল‌কে নিয়ে সারাদিন চিল্লাচিল্লি করবে পারা প্রতিবেশি শোনাবে তারপর ছেলে আসলে ছেলেকে আরো বাড়িয়ে বলবে। এটা বৌকে সারা জীবন মেনে আসতে হবে,,,আর যখন বৌরা দেখতে দেখতে একদিন স্বামীকে অভিযোগ করবে ,,তখন হলো বড় সমস্যা সারাদিন কি হয়েছে ছেলেকে বলবে কেন?

আসে পাশে লোকজন সবাই একটা কথাই বলবে স্বামীকে ঘরের কথা বলবা না,, কিন্তু এরা প্রতিটা মিনিটের কথা বলবে সমস্যা নেই,,,এটাই হলো সমাজের চোখে বৌদের খারাপ দিক।

আজ অব্দি শাশুড়ির কথায় জবাব দেয়নি ,,তবে ভাত খাইতে বসলেও যেমন আচরন করে 😭ভাত গলা দিয়ে নামে না। এইসব যখন বৌরা ৫/১০ বছর সহ্য করে এরপর নিজেই বাধ্য হয়ে বাঁকা হয়। কারন বৌটা ও মানুষ,,আগে শাশুড়ি কে ভালো হতে হবে কারন সে শাশুড়ি রাতারাতি হয়নি ,, ধৈর্য্য ক্ষমতা জ্ঞান তার বেশি হতে হবে,,বৌরা সংসার করে‌ আসেনি ,,বৌদের সংসার বুঝতে সময় দিতে হবে,,বুঝাতে হবে আমরা তোমার প্রিয়জন,আর এটা তোমারি বাড়ি,,উল্টো বৌকে সারাদিন কাজ করাবে আর বলবে এটা তোমার বাড়ি না, এটা করোনা ওটা করোনা ,,তখনি বৌ নিজেকে বাড়ির কাজের লোক ভাবে তাদের উপর বিরক্ত হয়।

23/01/2025

আমি তো কিছুই পাওয়ার যোগ্য নয়, তবুও আমার আল্লাহ আমাকে কত নেয়া'মত দিয়েছেন।

আলহামদুলিল্লাহ ❤️‍🩹

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Glimpse into Mariya's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category