MD.imran.23816

MD.imran.23816 Welcome to my page

21/04/2025

আজও তোমার দেওয়া কথাগুলো মনে আছে

চট্টগ্রামের আজকের ঘটনার পরে এদেশে উগ্র হিন্দুত্ববাদ ইসকন কে সরকার বা প্রশাসন কিংবা যে কোন মিডিয়া যদি সংখ্যালঘু হিসেবে উপ...
29/11/2024

চট্টগ্রামের আজকের ঘটনার পরে এদেশে উগ্র হিন্দুত্ববাদ ইসকন কে সরকার বা প্রশাসন কিংবা যে কোন মিডিয়া যদি সংখ্যালঘু হিসেবে উপস্থাপন করে বা ঘৃণ্য রাজনৈতিক স্বার্থে কোন প্রকার নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করে তাহলে সেই প্রত্যেক মহলের বিরুদ্ধে আওয়াজ উঠবে! যথেষ্ট হয়েছে।

এটা সুস্পষ্ট যে অখন্ড ভারতের উগ্র স্বপ্নদ্রষ্টারা প্রথমত চট্টগ্রামকেই টার্গেট করেছে, এর সাথে চিকেন নেক ও পার্বত্য অঞ্চলগুলোকে। শত্রু, শত্রুতা ও শত্রুরাষ্ট্রের সমস্ত এজেন্ডা ও দোসরেরা জাতির কাছে সুস্পষ্ট হবার পরেও দেশের সরকার, প্রশাসন ও পলিসি মেকারদের এহেন নতজানু রাজনৈতিক অবস্থান সত্যিই লজ্জার!
শুধু তাই নয় উদ্ভুত পরিস্থিতিতে দেশের বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরামের নীরবতা ও অদুরদর্শীতা আমাদের জন্য চরম গায়রতহীনতার পরিচয় বহন করে!

আমাদের অবস্থান স্পষ্ট! আমরা কেউই সাম্প্রদায়িক কোন দাংগা চাই না। কস্মিনকালেও না। সরকারের অভ্যন্তরে যারা রাষ্ট্র পরিচালনাকে কলেজের ক্যান্টিনে বসে কফি খাওয়ার মত বিষয় ভেবে বসে আছেন এবং আমরা যারা তথাকথিত স্বাধীনতার ঢেকুর তুলে ঈদের খুশিতে মত্ত আছি সেই প্রত্যেক উম্মাতে মুহাম্মাদির ঘুম থেকে উঠার সময় হয়েছে!

পাশাপাশি প্রত্যেক জেলা থানা ইউনিয়নসহ তৃণমূল পর্যায়ে বড় বড় ইসলামি দলগুলোর মাঝে ঐক্যবদ্ধ
মুভমেন্ট বাড়াতে হবে। বাংলাদেশে এটা স্পষ্ট যে সবাই একটি প্ল্যাটফর্মে কস্মিনকালেও আসবে না। ইল্লা মা শা আল্লাহ। সেটাও সমস্যা নয়, সেটার জরুরতও নেই।
প্রত্যেক জেলায় জেলায় প্রতিষ্ঠিত ইসলামি সংগঠন গুলোর বাহিরেও ওলামায়ে কেরামের পরামর্শভিত্তিক বিকল্প শত শত ক্ষুদ্র ক্ষুদ্র জামায়াহ গড়ে তুলুন! দেশের প্রশাসন ও সরকার যদি ব্যর্থ হয়, তবে মুসলিমরাও আর এক মূহুর্তও হাত গুটিয়ে বসে থাকবে না! বাক্যটি দিল ও দেমাগে ভাল করে গেথে নেবেন!

এক একজন মুসলিম ভাই ও বোনকে ঈমান,আমল, শিক্ষা আখলাক ও তাজকিয়ার সাথে যে কোন আক্রমণ মোকাবেলার মত যোগ্য করে গড়ে তুলুন। প্রয়োজনে দেশে সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলক প্যারা মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থার দাবি তুলুন!

তাদের পরিকল্পনা অত্যন্ত বিপদজনক ও সুদুরপ্রসারি।
দেশদ্রোহী ও উম্মাহঘাতী! তাই ঘুম, ঈদ আর স্বাধীনতা থেকে জেগে উঠুন! নিশ্চিন্ত থাকুন যে এক আল্লাহ আমাদের সাথে আছেন। কোন মুশরিক কাফেরের সাথে মহাপরাক্রমশালী মাওলা নেই! যদি আসন্ন লড়াই হয় তাদের ইন্ধনে, তবে এটাও সুনিশ্চিত যে আসন্ন বিজয় হবে তাওহীদপন্থীদের তরবারীর ছায়ায়!

লা শাক্কা ফিক! ওয়ালা রইবা!

Abu Taw Haa Muhammad Adnan

28/10/2024

ডিমের বাজার নিয়ে তদন্ত Facebook

I have reached 20K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
23/10/2024

I have reached 20K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

আল্লাহ 😭😭😭🙏🙏🙏🙏🙏জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে!?কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্ল...
14/08/2024

আল্লাহ 😭😭😭🙏🙏🙏🙏🙏
জানেন কালকে ফি'লি'স্তিনে মানুষের গো'শত মাপা হয়েছে!?

কালকে তাবিই'ন নামক স্কুলে ফজরের নামাজ পড়ার সময়ে মুসল্লীদের উপরে দ খ ল দার ই/জরা য়েলির বোম্বিংয়ে ১০০ উপরে নামাজরত মুসল্লী মারা যায়। তাদের অবস্থা এমন হয়েছিল যে লা"শ শনাক্ত করা যাচ্ছিলো না।

প্রতি ৭০ কেজি মাং'স মেপে একজন মৃত মানুষ হিসাবে দা'ফন করা হয়েছে! আল্লাহ তুমি মাজলুমদের মুক্তি দাও 😥😥

05/08/2024
আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার 🤲🏻❤️
05/08/2024

আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার 🤲🏻❤️

ছাত্ররা কোটা সংস্কার করতে মাঠে নেমেছিলো।এখন গোটা দেশ সংস্কার করে ঘরে ফিরবে।ইনশা'আল্লাহ্
05/08/2024

ছাত্ররা কোটা সংস্কার করতে মাঠে নেমেছিলো।
এখন গোটা দেশ সংস্কার করে ঘরে ফিরবে।
ইনশা'আল্লাহ্

একজনের গদির লোভে,একটা দেশের মেধা শেষ,অর্থনীতি শেষ,বিবেক শেষ,শান্তি শেষ, দেশটাই শেষ,সব শেষ !!!!
05/08/2024

একজনের গদির লোভে,একটা দেশের মেধা শেষ,অর্থনীতি শেষ,বিবেক শেষ,শান্তি শেষ, দেশটাই শেষ,সব শেষ !!!!

Address

Dhaka
Dhaka
1212

Telephone

+966534945242

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.imran.23816 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.imran.23816:

Share