
09/07/2025
🍛✨ খিচুড়ি আর খাসির মাংস আর এক কাপ চা — বাঙালির স্বাদের পরম বন্ধন! 🐐🌾
মেঘলা দিনের আলসে দুপুর — খিচুড়ি আর খাসির মাংস যেন এক অপূর্ব জুটি!
গরম গরম মুগ ডালের খিচুড়ি, তার সঙ্গে ঝালঝাল নরম খাসির মাংস… একবার মুখে দিলে স্বাদের ঢেউ বইবেই! 🤤
সেই সাথে গরম এক কাপ চা।
বৃষ্টি ভেজা সকাল আর দারুন কম্বিনেশন।
জীবনের সকল পূর্ণতা যেন এক প্লেটই সীমাবদ্ধ।
এই এক প্লেটেই লুকিয়ে আছে শৈশবের স্মৃতি, মায়ের রান্নার গন্ধ আর মাটির দেশের ভালোবাসা।
আজকের দিনে একটুখানি স্বাদে ভেজাও মনটাকে! ❤️
#খিচুড়ি #খাসিরমাংস #বাঙালিয়ানা #মেঘলাদিনেরআয়োজন