Around the World

Around the World Hi! Our page name is Around the World. We're a content creator trying to spread positive vibes on th

Around the World page offer unbiased & comprehensive news and entertainment programs.

14/05/2025

বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী আপনারা ভদ্র সমাজ #অটোরিকশা নামাইছেন লোডশেডিং বাড়াইছেন। পরিশ্রমী মানুষের গায়ে জড়তা সৃষ্টি করছেন এখন আসছেন রিক্সা বন্ধ করতে বাহ👏👏👏 বাঙালী

11/05/2025

Vs
কুকুর Vs কুকুর ঝগড়া 🐕🦮

আহ্ জীবন- আহারে জীবন!!জীবনের শেষ চিঠি----মাথায় পিস্তল ঠেকিয়ে জীবনের চ্যাপ্টার ক্লোজ করলেন ৩৭তম বিসিএস এর এএসপি পলাশ সাহা...
07/05/2025

আহ্ জীবন- আহারে জীবন!!
জীবনের শেষ চিঠি----

মাথায় পিস্তল ঠেকিয়ে জীবনের চ্যাপ্টার ক্লোজ করলেন ৩৭তম বিসিএস এর এএসপি পলাশ সাহা। ছিলেন ঢাবির ছাত্র। টিঠিতে জানান দিলেন- বউ আর মায়ের মুখোমুখি অবস্থানের কথা। এতো ভালো চাকরি কি জীবন বদলাতে পেরেছে তার?

লেখা চিঠির অংশ--- আমার মৃ/ত্যুর জন্য বউ এবং মা কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিনি যেন কো-অর্ডিনেট করে।

মানুষ আসলে বেঁচে থাকে দায়িত্বের জন্য। দায়িত্ব নেওয়ার পরেও তাদের আরেকটা জিনিস নিতে হয়। সহ্য করার ক্ষমতা। যখন তা হারিয়ে ফেলে তখন হয়তো অনেকেই পলাশ সাহা হয়ে যায় অথবা পৃথিবীর এক কোণায় অসহায় হয়ে বসে থাকে মৃ/ত মানুষের মতো।
(জীবন আসলেই মূল্যবান)

06/05/2025

বাংলাদেশ এর সেলিব্রিটি লীগ 🇧🇩

21/04/2025

আজকের গুজরাট, আহমেদাবাদের ঘটনা।
রামনবমী, হনুমান জয়ন্তী, গনেশ চতুর্থীতে মসজিদে হামলা করেই থেমে থাকলোনা RSS এর জ*ঙ্গিরা। আজ খ্রীষ্টানদের ইস্টার উৎসবে পুরো দেশজুড়ে খ্রীস্টানদের চার্চে হামলা করেছে RSS এর জ*ঙ্গিরা। এই ঘটনাটা তাঁর মধ্যেই একটা।

মুসলিম নিধন শেষ করে এখন নতুন প্রোজেক্ট খ্রীস্টান নিধন!

15/04/2025

এই হলো দেশের অবস্থা!
আমি মতিঝিল থানা বিএনপির সভাপতি বলছি
-অফিসে আসো | -কিন্তু কেন? চাঁদা দিতে হবে
না হলে ব্যবসা করতে পারবেনা।

যে লাউ সেই কদু , এক চাঁদাবাজরা গেলো আরেক চাঁদাবাজরা এসে খাচ্ছে এই হলো বাংলাদেশ।

14/04/2025

আমগাছ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা
আর এই দিকে আম গাছে চলছে লংমার্চ😎😎
মার্চ ফর গাজায় আসি বুঝি আম চুরি করলি তোরা ভালো হবি না 🤔🤔

14/04/2025

কোন জমকালো আয়োজন নাই কোটি টাকার বাজেট নাই কেবল দুইশো টাকার গামছার উপর চটের বস্তা বিছিয়ে ২০ টাকার ককশিটে সাল লিখে নববর্ষ উদযাপন করছেন ইউনুস সরকার।

আমরা তো এমন একটা সরকার ব্যাবস্থা চেয়েছি আমরা এমন একজন গুনি দেশপ্রেমিক'ই চেয়েছি।
শুভ নববর্ষ : ১৪৩২

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Around the World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share