Nationalist TV

Nationalist TV দেশ বিদেশের জাতীয়তাবাদী প্রতিদিনের

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী👇লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৫ ...
06/10/2025

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী
👇

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার, অক্টোবর ৬, ২০২৫, দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন তারা।

ছাত্রদলে যোগদান করায় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

ছাত্রদলে যোগদান করা শিক্ষার্থী শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের সময় আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। আর সেজন্যই আজ আমরা ছাত্রদলে যোগদান করেছি।

03/10/2025
25/09/2025

নিউইয়র্কে হোটেলে ঢুকার চেষ্টা কালে যুবলীগ নেতাকে আটক।

নিউইয়র্কে যুবলীগের বট বাহিনীর ক্যাডার নিউইয়র্ক যুবদল নেতা জাহিদ হাসান সুমন এর হাতে কট।
অনেক উত্তম মধ্যম দিয়ে পুলিশে প্রেরণ।

পিআর এর কুফল নেপালে ১৭ বছরে ১৩ বার সরকার গঠন এই হলো PR এর খেলা। PR (Proportional Representation)বাংলাদেশের মতো দেশে জনগণ...
17/09/2025

পিআর এর কুফল নেপালে ১৭ বছরে ১৩ বার সরকার গঠন এই হলো PR এর খেলা।
PR (Proportional Representation)

বাংলাদেশের মতো দেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি বেশি কার্যকর। এতে স্থানীয় জনগণ সরাসরি তাদের প্রার্থীকে জবাবদিহিতার আওতায় রাখতে পারে।

PR সিস্টেম কাগজে সুন্দর শোনালেও বাংলাদেশের বাস্তবতায় এটি শুধু অরাজকতা ও দলীয় নিয়ন্ত্রণ বাড়াবে।
বাংলাদেশে PR সিস্টেম কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলে আমার ধারণা। কারণ:

- PR সিস্টেম কার্যকর হতে হলে শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি, সমঝোতার মানসিকতা এবং দায়িত্বশীলতা দরকার। কিন্তু বাংলাদেশের রাজনীতি মূলত বিরোধিতানির্ভর। এখানে দলগুলো পরস্পরের সাথে সমঝোতা নয়, বরং একে অপরকে ধ্বংস করার মানসিকতায় চলে। PR এলে সরকার গঠন বা নীতি নির্ধারণে অচলাবস্থা তৈরি হবে।

- PR সিস্টেমে ছোট ছোট দলও সংসদে ঢুকে যায়। এতে নীতিনির্ধারণে অস্থিরতা, জোট ভাঙা-গড়া, ঘন ঘন সরকার পতনের মতো ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে; তাই আরও টুকরো টুকরো রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হবে।

- PR সাধারণত দলীয় লিস্ট-ভিত্তিক হয়। এতে স্থানীয় জনগণের সাথে সরাসরি দায়বদ্ধতা থাকে না। শুধু কেন্দ্রীয় নেতারা কাকে তালিকায় রাখবেন সেটাই আসল ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে স্থানীয় জনগণ তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে, আর দলীয় নেতৃত্ব আরও একচেটিয়া হয়ে উঠবে।

- বাংলাদেশের নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক সংস্কৃতি এখনো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার মতো শক্তিশালী নয়। এমন পরিস্থিতিতে PR সিস্টেম চালু হলে আসল প্রতিনিধিত্ব নয়, বরং দলীয় কারচুপি আরও সহজ হয়ে যাবে।

- PR সিস্টেম ছোট ছোট স্বার্থান্বেষী দলকে সংসদে জায়গা করে দেয়। এতে বিদেশি স্বার্থে কাজ করা বা টাকার বিনিময়ে প্রভাব খাটানো দলও সংসদে ঢুকে পড়তে পারে। এতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়বে।

তাই, আমাদের সকলের উচিৎ ব্যাপারটা একটু ভালোভাবে স্টাডি করা।

আল্লাহ ভালো জানেন

15/09/2025

আমরা যারা বিএনপিকে ভালোবাসি সবাই এক জুগে পিনাকি ও ইলিয়াস কে রিপোর্ট শুরু করতে হবে।
অদের দুজনের ফেইসবুক আইডি তে সবাই মিলে রিপোর্ট করুন।

10/09/2025

আমরা ত কিছু্ই করিনি, তারা তো দেশের জন্য অনেক কিছুই করছে।
জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে আমার একটা অনুরোধ, এখন যদি আওয়ামীলীগ রাস্তায় নামে আমরা চুপ করে বসে থাকতে হবে। তখন দেশবাসী দেখবে কে কি করেছিল।

10/09/2025

শিবির প্যানেলের সর্বোচ্চ ভোট পেয়েছে ভিপি ১৪০৪২, সর্বনিম্ন ভোট পেয়েছেন সদস্য ৪৩৯০ ভোট

তার মানে প্রকৃত শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩৯০ জন। কারন, শিবির তাদের উচ্চ পদস্থ নেতার কথা এক চুলও এদিক সেদিক করে না। অর্থাৎ, ভিপি ১৪০৪২-৪৩৯০ = ৯৬৫২ টা সুইং ভোট পেয়েছে।

কাল ভোট দিয়েছে ৩১,১১৫ জন শিক্ষার্থী, এর মধ্যে ভিপি পদে ভোট দিয়েছে ২৯১৯০ জন শিক্ষার্থী। এই দুইয়ের ব্যবধান ১৯২৫, তারা কেউ ভিপি পদে ভোট দেয়নি কিংবা ভোট বাতিল হয়েছে।
১৯২৫ টা ভোট তাইলে গেলো কোথায়??

মোট ভোটের ৩২.২৭% সুইং ভোট শিবিরের ভিপি পেয়েছে।

একজন সুস্থ মানুষ হিশেবে যদি মনে করেন ভোট জালিয়াতি হয়নি, আপনাকে অভিনন্দন। আপনার জীবনের লাভ লস নাই। কারন, আপনি ম্যাথে দুর্বল।

03/09/2025

ছাত্রলীগ নেতা ফরহাদ পরিচয়ে যে ছেলে লাইভে আসলো সে গুপ্ত সংগঠনের কোন পদে আছে? যেখানে ছাত্রলীগের কর্মীরা নিজেদের পরিচয় এড়িয়ে চলতেছে সেখানে হঠাৎ করে শিবির নেতা ফরহাদ কে রক্ষা করতে সে এগিয়ে আসলো! বিষয়টা কেমন না! আর যদি আমি ধরেও নিলাম এই ফরহাদ আসল ফরহাদ তাহলে সে শিবিরকে রক্ষা করতে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এগিয়ে আসলো কেন? গতকাল বক্তব্যে বলেছিলাম ৭১ ও ২৪ এর পরাজিত শক্তিরা একে অপরে ভাই-ভাই। তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছে। তাহলে এই বক্তব্যের জ্বলন্ত প্রমাণ হিসেবে এটাকে ধরে নেওয়া যায়। ভাইয়ের বিপদে ভাই এগিয়ে এসেছে।

Address

28, 1 VIP Road
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nationalist TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

জিয়া পরিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র শক্তিশালী মিডিয়া হিসেবে কাজ করতে আগ্রহী আমরা