Mahfuzur Rahman

Mahfuzur Rahman ইখলাস, ইস্তেকামাত, খুলুসিয়্যাত এবং মেহনত আপনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহন করাবে।
~মাহফুজুর রহমান
(5)

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমদ্রু নি‌ক্ষেপ কর‌ছে। আর দ...
24/07/2025

লি‌বিয়া ও মিশ‌রের কিছু মুসলমান ভাই গাজাবাসীর জন‌্য প্লা‌স্টি‌কের বোত‌লে ভ‌রে বি‌ভিন্ন খাবার সমদ্রু নি‌ক্ষেপ কর‌ছে। আর দুআ কর‌ছে সমু‌দ্রের ঢেউ যেন এ গু‌লে‌া‌কে গাজা উপকূ‌লে পৌঁ‌ছে দেয়। আল্লাহ তাআলার প‌ক্ষে তা ক‌ঠিন কিছু নয়। তি‌নি শিশু মূসা‌কে ফেরাউনের ঘা‌টে পৌঁ‌ছে‌ দি‌য়ে‌ছি‌লেন।
আল্লাহ তাআলা ভাইদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

23/07/2025
23/07/2025

তার উপর আল্লাহ, সমস্ত রাসুল, সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষের লা'নত বর্ষিত হোক।

#সাহাবী #ভিডিওシ

উস্তায জ্বী দার্সে এসে দেখেন বিড়ালটি তার বসার স্থানে ঘুমিয়ে আছে, তখন তিনি আর তার ঘুম নষ্ট না করে নিজেই দূরে বসে  দার্স দ...
23/07/2025

উস্তায জ্বী দার্সে এসে দেখেন বিড়ালটি তার বসার স্থানে ঘুমিয়ে আছে, তখন তিনি আর তার ঘুম নষ্ট না করে নিজেই দূরে বসে দার্স দিতে শুরু করেন। আসলে ইসলামের প্রকৃত তা'লীম বড় আজীব! সুবহানাল্লাহ! এটাই ইসলামি শিক্ষার সৌন্দর্য—দয়ামায়া, আদব ও মানবতার হক আদায়ের দৃষ্টান্ত। যারা রাসূলুল্লাহ ﷺ-কে অন্তর থেকে ভালোবাসে, তারাই এমন হয়। পেশাওয়ার, পাকিস্তান।

صلى الله على نبينا محمد وسلم

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ভোলা জেলার যে ভাই ও বোন প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থা...
22/07/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভোলা জেলার যে ভাই ও বোন প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন বোন ইন্তেকাল করেন ভোর ৫ টায়,আজ রাত ১২:২০ মিনিটের সময় দুঃখজনকভাবে ভাইটিও ইন্তেকাল করেছেন।

এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের রূহের মাগফিরাত কামনা করছি।
আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

আমার বড় চাচাতো ভাইয়ের শ্যালক আফফান উত্তরার মাইলস্টোন কলেজে ক্লাস এইটে পড়ে। আরো খবর হলো, এদিন মানে আজ (২১.০৭.২৫) সে ঐ কলে...
21/07/2025

আমার বড় চাচাতো ভাইয়ের শ্যালক আফফান উত্তরার মাইলস্টোন কলেজে ক্লাস এইটে পড়ে। আরো খবর হলো, এদিন মানে আজ (২১.০৭.২৫) সে ঐ কলেজেই ছিল। এমনকি যেখানে বিমান বিধ্বস্ত হলো সেই সংলগ্ন হোস্টেলেই ছিল। আমার বড় চাচী তার বিয়েনকে (আফফানের আম্মা) নিয়ে এদিন আফফানকে আনতে গেছিলেন।
বড় কাকী স্কুলটিতে ঢোকার মূহুর্তে কী মনে করে একটা বাচ্চার সাথে খানিক কথোপকথন করছিলেন। কোন ক্লাসে পড়ে, বাসা কোথায় ইত্যাদি ইত্যাদি...
একই সময়ে আফফানের বন্ধুরা সব হোস্টেলে খাবার খেতে বসেছে। আফফানের ও বসার কথা ছিল, কিন্তু মা আসবে জেনে সে আর খেতে বসেনি, হোস্টেল থেকে মায়ের খোঁজে বেরিয়ে পড়ে।

আল্লাহর রহমত বোঝা বড় দায়! মাত্র দু মিনিটের ব্যবধান। ঠিক যেখানে বিমানটি বিধ্বস্ত হলো, দু মিনিট আগে আফফান ঠিক সেখানেই ছিল, ওদিকে আফফানকে না পেলে দু মিনিটের মাথায় বড় কাকীর বিয়েনকে নিয়ে হয়তো সেখানে থাকার কথা ছিল!

ঘটনা শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। ওপাশ থেকে ফোনে বড় কাকী বলে চলেছেন, জানিনা কার দোয়া ছিল, এজন্য আল্লাহ এতবড় রহম করেছেন।

,ঘটনার পর কাকী যা দেখেছেন—দাউ দাউ আগুন, মানুষের ছুটাছুটি, অভিভাবকদের কান্নার রোল, কিছু বাচ্চার অগ্নিদগ্ধ দেহ,

আমি এপাশ থেকে শুনলাম, বড় কাকী ফোনের ওপাশ থেকে হাউমাউ করে কাঁদছেন!

কিছুটা নিজের বেঁচে ফেরায়, বেশিটা অগ্নিদগ্ধদের কান্নায়!😰

এদিকে আফফান এখনো জানেনা, দুপুরের আহারে সবেমাত্র বসা তার বন্ধুদের কে কে বেঁচে আছে, আর কে কে মারা গেছে...😰😰

(সম্পূর্ণ সত্য ও বাস্তব ঘটনা, ভুক্তভোগী থেকে নিজে কানে শুনে লেখা)

-নিয়াজ বিন হায়দার, খুলনা।

21/07/2025

📢 ব্লাড ডোনার লাগবে 📢

আপনারা প্লিজ উত্তরা বাংলাদেশ মেডিকেল ও ক্রিসেন্ট হাসপাতালের দিকে যান অনেক রক্তের প্রয়োজন।

একের পর এক অ্যাম্বুলেন্স আসছে আশপাশের হাসপাতালগুলোতে। আল্লাহ সহায় হোন।
21/07/2025

একের পর এক অ্যাম্বুলেন্স আসছে আশপাশের হাসপাতালগুলোতে।
আল্লাহ সহায় হোন।

আহ্!  পরিচয় সনাক্ত করার অবস্থাটুকুও নেই।উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো মায়ের সন্তান। আল্লাহ আপনি রহম করু...
21/07/2025

আহ্!
পরিচয় সনাক্ত করার অবস্থাটুকুও নেই।
উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় কোনো মায়ের সন্তান। আল্লাহ আপনি রহম করুন। পরিবারকে ধৈর্য দিন।

21/07/2025

একের পর এক নিথর দেহ বেরিয়ে আসছে মাইলস্টোন থেকে।
আল্লাহ রহম করুন।

সবাই দোয়া করুন। ভয়া*বহ বিমান দুর্ঘটনা ঘটেছে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে।

ছবিতে একটি মানুষের হাত দেখা যাচ্ছে মৃ_ত্যুর পর যা পচনের বিভিন্ন ধাপ অতিক্রম করছে। ছবিতে পচনের কারণে হাতের বিভিন্ন অংশে প...
20/07/2025

ছবিতে একটি মানুষের হাত দেখা যাচ্ছে মৃ_ত্যুর পর যা পচনের বিভিন্ন ধাপ অতিক্রম করছে। ছবিতে পচনের কারণে হাতের বিভিন্ন অংশে পরিবর্তন দেখা যাচ্ছে, যেমন:
ফোলা বা স্ফীত অবস্থা (মৃতদেহ পচনের প্রথম ধাপগুলির একটি)।
দ্বিতীয় ধাপে পচনের ফলে কীটপতঙ্গ আকৃষ্ট হচ্ছে মৃত দেহেতে।
পচনের কারণে টিস্যু এবং চামড়ার ক্ষয় বা বিকৃতি।
কিছু অংশে হাড় বা কঙ্কালের অংশ উন্মুক্ত হয়ে যাওয়া।
এছাড়াও, তীর চিহ্ন দিয়ে পচনের বিভিন্ন পর্যায় বা প্রভাবিত অংশ নির্দেশ করা হয়েছে।
যেখানে একজন মানুষকে মাটি দেওয়ার তিনদিন পর তাকে দেখার সাহস হয় না সেখানে আমরা মানব জাতির কিসের এত অহংকার?

20/07/2025

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কোরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 ❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊আপনিও স্বাধীন মনে আপনার মতামত কমেন্ট করুন।
ডাঃ ফারহানা জামান।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuzur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuzur Rahman:

Share