Mahfuzur Rahman

Mahfuzur Rahman ইখলাস, ইস্তেকামাত, খুলুসিয়্যাত এবং মেহনত আপনাকে সম্মানের সর্বোচ্চ শিখরে আরোহন করাবে।
~মাহফুজুর রহমান
(5)

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম, হযরতুল আল্লামা হাফেজ মুফতি আ...
14/09/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদিস ও সদরে মুহতামিম, হযরতুল আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ সাহেব (রহ.) রফিকে আলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন।

তিনি একজন বরণ্যে আলেমেদ্বীন, উপমহাদেশের কিংবদন্তী হাদিস বিশারদ, ফকিহ, উম্মাহদরদী রাহবার ছিলেন। উনার শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি হযরতের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ রাব্বুল আলামীনের হযরতকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মকাম দান করুক আমীন।

বিজ্ঞপ্তি আলহামদুলিল্লাহ! আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি সকাল ৮:৩০ থেকে ১০ টা পর্যন্ত দারসুল কুরআন মাদরাসা মিলনায়তনে, সিরা...
12/09/2025

বিজ্ঞপ্তি
আলহামদুলিল্লাহ! আজ ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি সকাল ৮:৩০ থেকে ১০ টা পর্যন্ত দারসুল কুরআন মাদরাসা মিলনায়তনে, সিরাজুল কুরআন ফাউন্ডেশন-এর উদ্যোগে ভোলা জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা–২০২৫ বাস্তবায়ন উপলক্ষে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিযোগিতা বাস্তবায়নের সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ প্রতিযোগিতার কার্যক্রম সফল ও সুন্দরভাবে সম্পাদনের জন্য বিভিন্ন মতামত পেশ করেন।

আলোচনার ধারাবাহিকতায় প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ২৩ নভেম্বর ২০২৫ ইংরেজি নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতার গ্রুপ সমূহ:
ক. ৫ পারা (ধারাবাহিক)
খ. ১৫ পারা (ধারাবাহিক)

সিরাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বাস করে, এ প্রতিযোগিতা ভোলা জেলায় কুরআনের হিফজ ও তিলাওয়াতের চর্চাকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।

বিস্তারিত পরবর্তীতে জানিয়ে দেয়া হবে, ইন শা আল্লাহ।

—প্রচার বিভাগ
সিরাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ

বিশেষ প্রয়োজনে কল করুন।
+880 1727-772948
+880 1731-708417
+880 1796-308230
+880 1307-732282

দোহায় অবস্থিত হা.মাসের রাজনৈতিক কার্যালয়ে ইজ্রা.য়েলের বিমান হাম.লা। সেখানে অবস্থান করছিলেন হা.মাসের রাজনৈতিক দলের প্রধান...
09/09/2025

দোহায় অবস্থিত হা.মাসের রাজনৈতিক কার্যালয়ে ইজ্রা.য়েলের বিমান হাম.লা। সেখানে অবস্থান করছিলেন হা.মাসের রাজনৈতিক দলের প্রধান সারির নেতৃবৃন্দ। সেখানে তারা গুরুত্বপূর্ণ মিটিং করছিলেন। যতটুকু শোনা যাচ্ছে, হাম.লায় সকলেই শহিদ। মূল টার্গেট ছিল হা.মাসের অন্যতম নেতা খলিল হাইয়া।

ইন্না-লিল্লাহ দোহায় অবস্থিত হা.মাসের রাজনৈতিক কার্যালয়ে হাম.লা চালিয়েছে ইজ.রায়েল।অথচ আমে.রিকা পর্যন্ত কাতারে অবস্থিত ছাত...
09/09/2025

ইন্না-লিল্লাহ
দোহায় অবস্থিত হা.মাসের রাজনৈতিক কার্যালয়ে হাম.লা চালিয়েছে ইজ.রায়েল।

অথচ আমে.রিকা পর্যন্ত কাতারে অবস্থিত ছাত্র ভাইদের রাজনৈতিক কার্যালয়ে হাম.লা চালায়নি। ওরা আর কতদূর আগানোর পর মুসলিম বিশ্ব তাদেরকে থামাবে?

আমরা অপেক্ষায় রইলাম কাতারের পদক্ষেপ দেখার।

চেহারার মিল কত পার্সেন্ট?  🫢
09/09/2025

চেহারার মিল কত পার্সেন্ট? 🫢

আল্লাহ কবুল করুন।
07/09/2025

আল্লাহ কবুল করুন।

ইবরাহীম নাখয়ী রহ. ও তার স্ত্রী উভয়ে প্রতি বৃহস্পতিবার একে অন্যের কাছে কেঁদে বলতেন, 'আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ ক...
04/09/2025

ইবরাহীম নাখয়ী রহ. ও তার স্ত্রী উভয়ে প্রতি বৃহস্পতিবার একে অন্যের কাছে কেঁদে বলতেন, 'আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে!

- লাতায়িফুল মাআরিফ : ১২৭

আজ বৃহস্পতিবার! আমাদের পুরো সপ্তাহের আমলগুলো যাচ্ছে আল্লাহ তাআলার কাছে।

03/09/2025
মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরেজীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপন...
02/09/2025

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে ?

হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে
জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর,
কাপড়, চায়ের কাপ-সব কিছুই থাকবে। থাকবে আপনার
স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।

আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক
নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের
গলা-ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি-যেটা আপনি
শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ-"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।

আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন।
বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার
আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন
চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।

হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে
আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে।

একটা নোট-যেখানে লেখা ছিল "ঈদের বাজারেরতালিকা",
কিংবা "মাকে ফোন দিতে হবে।" হয়তো খুঁজে পায়
এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে
চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: "আমি
আসলে খুব একা। ।

আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার
ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে
আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন,
“বাবা, তুমি আমার দুনিয়া।" সে তখন বুঝবে-একটা ফোন
আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা
দলিল।

মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।

তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু
বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী
হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের
কাপড়েই নয়-প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

এডমিন পোস্ট

স্বার্থপর_দুনিয়াযে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থে...
02/09/2025

স্বার্থপর_দুনিয়া
যে নার্স এই ছবিটি তুলেছেন তিনি বলেছেন যে, বয়স্ক ভদ্রলোকটি হাসপাতালে ভর্তি হবার 3 দিন পরও পরিবারের তরফ থেকে একবারের জন্যও কেউ এসে উনার খোঁজ খবর নেয় নি, কিন্তু একটি কবুতর গত 2 দিন ধরে রোজ একবার এসে উনার শরীরের উপর বসে আবার চলে যেত।

পরবর্তী কালে খোঁজ নিয়ে জানা যায় যে, এই হাসপাতালের পাশের এক পার্কে বসে রোজ সকালবেলা উনি এই কবুতরটাকে কিছু খাবার খেতে দিতো!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mahfuzur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahfuzur Rahman:

Share