Military VS Civil job

Military VS Civil job সামরিক এবং বেসামরিক সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
আমাদের কাছে সকল তথ্য ফ্রি তে পাবেন। ধন্যবাদ
paid promotion and sponsor contact : Inbox now📩
(1)

20/10/2025

৩৪ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা ২০২৫।
১০০ মিটার ব্রেস্ট স্টোক চূড়ান্ত প্রতিযোগিতা-
১ম- সুকুমার রাজবংশী (বাংলাদেশ সেনাবাহিনী)
২য়- ওমর আলী (বাংলাদেশ নৌবাহিনী)
৩য় - হিমেল মিয়া (বাংলাদেশ নৌবাহিনী)
゚viralシfypシ゚

খুবই ব্যস্ততার কারণে অনেকদিন যাবত পোস্ট করতে পারছি না তবে খুব শীঘ্রই ব্যাক করব। ⚔️🙂
18/10/2025

খুবই ব্যস্ততার কারণে অনেকদিন যাবত পোস্ট করতে পারছি না তবে খুব শীঘ্রই ব্যাক করব। ⚔️🙂

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলিঢাকা, ২৪ স...
23/09/2025

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): ‌আজ শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকী। অকুতোভয় এই তরুণ সেনা কর্মকর্তা গত বছরের এই দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সাহসিকতার সঙ্গে অংশ নেন। একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে শহীদ হন। এই আত্মত্যাগের জন্য তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।

হে শাসকেরা শুনতে কি পাও, আ-গু-ন নেভাতে গিয়ে আ-গু-নে জীবন্ত দ-গ্ধ এই ফায়ার কর্মীর আর্তনাদ...? যারা আ-গু-ন নেভানোর কাজে নি...
23/09/2025

হে শাসকেরা শুনতে কি পাও, আ-গু-ন নেভাতে গিয়ে আ-গু-নে জীবন্ত দ-গ্ধ এই ফায়ার কর্মীর আর্তনাদ...? যারা আ-গু-ন নেভানোর কাজে নিজের জীবন ঝুঁকিতে ফেলে আ-গু-ন নেভাতে ঝাপিয়ে পরে, তাদের নিরাপদ অগ্নি নির্বাপক ব্যবস্থা হবে কবে?
খবর: আজ টঙ্গীতে কেমিক্যাল গুদামে আ-গু-ন, নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী দ-গ্ধ

゚viralシfypシ゚

গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান। আজ আনুমানিক বিকাল ৪ টায...
22/09/2025

গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে সেনাবাহিনীর উদ্ধার অভিযান।

আজ আনুমানিক বিকাল ৪ টায় গাজীপুরে অবস্থিত টঙ্গী সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে।

অগ্নিকাণ্ডস্থলে সেনাসদস্যরা ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পাশাপাশি গোডাউন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসমাগম নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রমের গতি বৃদ্ধি করতে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে, ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় আনুমানিক সন্ধ্যা ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুর্যোগ মোকাবেলা, জনগণের জান-মাল রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে সর্বসাধারণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার কি মন্তব্য❓এক হাতে কখনো তালি বাজে না,দোষ কিন্তু কমবেশি দুজনের'ই ছিলো।অথচ একটা ছাপড়ি মেয়ের জন্য আজ আপনারা ছেলেটাকে ...
21/09/2025

আপনার কি মন্তব্য❓

এক হাতে কখনো তালি বাজে না,দোষ কিন্তু কমবেশি দুজনের'ই ছিলো।

অথচ একটা ছাপড়ি মেয়ের জন্য আজ আপনারা ছেলেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত কিছু লিখতেছেন।

কিন্তু আপনারা মেয়েটার বিষয়ে কিছুই exposed করলেন না অথচ আপনারা চুপ করে বসে আছেন মেয়েটার পক্ষ নিয়ে এটা কেন করছেন আপনারা বলেন?

আচ্ছা মানলাম রাব্বির দোষ আছে কিন্তু আপনার কি মনে হয় মেয়েটা সাধু?
যদি তাই হয় তাহলে কিছু বলার নেই।
゚viralシfypシ゚ #আনসার #ব্যাটালিয়ন

__🔰⚔️ "ইনশাআল্লাহ" ডিসেম্বর মাসের প্রথম সাপ্তাহে প্রকাশিত হবে "বাংলাদেশ সেনাবাহিনী" সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি... _...
21/09/2025

__🔰⚔️ "ইনশাআল্লাহ" ডিসেম্বর মাসের প্রথম সাপ্তাহে প্রকাশিত হবে "বাংলাদেশ সেনাবাহিনী" সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি...

__🔰⚔️ এসএসসি ব্যাচ ২০২৫ " তোমরা নতুন'রা প্রস্তুত আছো তো নাকি 🙋‍♂️🙋‍♀️

゚viralシfypシ゚

Well played Bangladesh✊Congratulations🇧🇩🇧🇩
20/09/2025

Well played Bangladesh✊
Congratulations🇧🇩🇧🇩

🎉নৌবাহিনীতে বিভিন্ন ট্রেড এর কাজ জেনে নেই🎉◼️ সিম্যান- জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন  ও এসকল সরকারী সম্পদে...
19/09/2025

🎉নৌবাহিনীতে বিভিন্ন ট্রেড এর কাজ জেনে নেই🎉

◼️ সিম্যান- জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে। জাহাজের ডেক অপারেশন, সরঞ্জাম পরিচালনা, এবং সামগ্রিক নৌ অভিযানে সহায়তা করে থাকে। জাহাজ বা ঘাঁটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান, মিসাইল, টর্পেডো ইত্যাদি সফল ভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার/প্রয়োগ করে থাকে।

◼️টেকনিক্যাল - জাহাজ / ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান,মিসাইল,টার্পেডো ইত্যাদি ফায়ারিং প্রশিক্ষণ গ্রহন, ব্যবহার/ প্রয়োগ করা এবং অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটির যোগাযোগ রক্ষা করা।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।

◼️কমিউনিকেশন- অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও যোগাযোগ যন্ত্ৰ ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাঁটির যোগাযোগ রক্ষা করা ।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।

◼️রাইটার- নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নথি পত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা,অফিসিয়াল ও নাবিকদের এতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহন করা।

◼️স্টোর- জাহাজ ও ঘাটিতে শান্তিকালিন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা, এবং অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রীর চাহিদা নির্ধারন এবং সুষ্ঠু বন্টন করা, খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নতমান নিশ্চিত করা।

◼️পেট্রোলম্যান- জাহাজ ও ঘাটির আইন শৃংখলা রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব পালন করে। এক কথায় এরা নাবিক পুলিশ।

◼️কুক - জাহাজের ঘাঁটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিত করণ। তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করণ।খাদ্য ও পোষাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা।

◼️স্টুয়ার্ড - জাহাজ এবং ঘাটিতে অফিসারদের খাবার পরিবেশন করা ও অফিসারদের পোশাক প্রস্তুত করা,খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা।

◼️মেডিকেল এসিস্ট্যান্ট - জাহাজ ও ঘাটির নৌ সদস্যদের সাস্থগত সমস্যার জন্

বিস্তারিত জানতে ইনবক্স

বিজিবিতে চাকরি পেলেন বিএসএফের গু'লিতে নি'হত হওয়া 'ফেলানী'র ছোটভাই আরফান!২০১১ সালের জানুয়ারিতে ভারতীয় বিএসএফের গুলিতে নি...
18/09/2025

বিজিবিতে চাকরি পেলেন বিএসএফের গু'লিতে নি'হত হওয়া 'ফেলানী'র ছোটভাই আরফান!

২০১১ সালের জানুয়ারিতে ভারতীয় বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন এবার বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিচ্ছেন। গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ১৫ বিজিবির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পেয়েছেন তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তিনি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন।

ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ যেন দীর্ঘদিনের এক চাপা বেদনার মাঝে আশার দীপ্তি এনে দিয়েছে। পরিবার ও স্থানীয়দের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করে যাওয়া বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে।
Follow: Military VS Civil job for more updates.

"চোখে স্বপ্ন, হাতে দায়িত্ব!""সীমান্তে আছি, নির্ভয়ে থাকো!" #বিজিবি  #বর্ডারগার্ডবাংলাদেশ  #বর্ডার  #সীমান্ত  #বর্ডারগার্ড...
17/09/2025

"চোখে স্বপ্ন, হাতে দায়িত্ব!"
"সীমান্তে আছি, নির্ভয়ে থাকো!"
#বিজিবি #বর্ডারগার্ডবাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বর্ডারগার্ড

শোক সংবাদ:আজ ১৬/০৯/২০২৫ তারিখে,প্রমোশন আইপিএফটি করার সময় সার্জেন্ট মাহাবুব ৮  ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান (bsm) ২ মাইল করা...
16/09/2025

শোক সংবাদ:
আজ ১৬/০৯/২০২৫ তারিখে,
প্রমোশন আইপিএফটি করার সময় সার্জেন্ট মাহাবুব ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান (bsm) ২ মাইল করার সময় হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তৎক্ষণাৎ তাঁকে সাভার সিএমএইচে নেওয়া হয়, পরবর্তীতে ০৬.৫৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সবাই তার মাগফিরাত কামনা করে দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আমিন
Follow 👉 Military VS Civil jobfor daily updates

Address

Dhaka Cantonment
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Military VS Civil job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Military VS Civil job:

Share