Military VS Civil job

Military VS Civil job সামরিক এবং বেসামরিক সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
আমাদের কাছে সকল তথ্য ফ্রি তে পাবেন। ধন্যবাদ
(1)

28/07/2025

আসসালামু আলাইকুম।
আপনি অনলাইনে ইনকাম করার জন্য আগ্রহী । তাহলে আমাদের Group জয়েন্ট করেন বিস্তারিত জানতে পারবেন।

বিস্তারিত জানতে নিচে গুরুপ গুলোতে জয়েন্ট করেন

আমাদের এখানে কাজ করতে কোন টাকা ইনভেস্ট করতে হয় না

Telegram Group: https://t.me/+4DawUJwc6d1jYWNl

Whatapp Group: https://chat.whatsapp.com/CCVIs7r5MjIGQE7GZBoPms?mode=ac_t

website link:
https://watchadsearn.com/user/register

জেনে নিন কে এই ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরা দেখতে সিভিলিয়ানের মতো।অনেক দিন ধরে দেখছি এই সেনা সদস্য কে নিয়ে বিভিন্ন গু...
28/07/2025

জেনে নিন কে এই ব্যক্তি সেনাবাহিনীর পোশাক পরা দেখতে সিভিলিয়ানের মতো।
অনেক দিন ধরে দেখছি এই সেনা সদস্য কে নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে বেড়াচ্ছে একদল মানুষ ।উনার নাম- আছাদ, বাড়ি -চরচৌগাছিয়া, দরিয়াপুর, শ্রীপুর, মাগুরা। উনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ল্যান্স কর্পোরাল, চৌকস গোয়েন্দা সদস্য এবং রক্ত সৈনিক, একজন ভালো মানের মানুষ। সেনাবাহিনীতে সিভিলের মতো অনেকে চুল দাড়ি বড় করে সিভিলের সাথে মিশে যায় তথ্য সংগ্রহ করার জন্য। এই পোস্টের মাধ্যমে হয়তো তার পরিচয় গোপনীয়তা ভঙ্গ হচ্ছে তার পরেও বাধ্য হলাম উনার সম্পর্কে কথা বলতে ‌। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ 🫶

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।ডেংগু বা ...
28/07/2025

📢 ভয়াবহ ভাইরাস জ্বর চলছে — সতর্ক হোন, যত্ন নিন!

এই মুহূর্তে একটা নতুন ধরনের ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে চারদিকে।
ডেংগু বা চিকনগুনিয়া নয়, তবে লক্ষণগুলো ভয়াবহ এবং অনেকেই এতে আক্রান্ত হচ্ছেন।

যাদের বেবিদের এই জ্বরটা হবে , আমি প্রথমেই বলব আপনারা আগে ভেঙ্গে পড়বেন না , আপনারা ভেঙে পড়লে সেবা করতে পারবেন না। কারণ দিনশেষে আপনাদের সুস্থ থাকতে হবে তাহলেই বাচ্চারা ভালো থাকবে 😊

আমার ছেলেটাও এই জ্বরে ভুগছে,
শুধু বলছে মাথা ব্যথা পা ব্যথা হাত ব্যাথা,
মনে রাখবেন যে অসুস্থ হবে
তাকে কিছুক্ষণ পরপর স্বাস্থ্যকর খাবার দিবেন খাবারের উপরে কোন মেডিসিন নাই।
আমি ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে জ্বর হলে এন্টিবায়োটিক দেই না,
ঘরোয়া এন্টিবায়োটিক হলুদের পানি
আমার কাছে মনে হয় এটা সব রোগের জন্য কাজ করে
সকালে খালি পেটে হলুদের পানি খাওয়াই এবং রাতে খাবার আগে,

এইসব রোগীরা খাবার দেখলে মনে করে বি*ষ, অল্প অল্প করে কিছুক্ষণ পরপর খাবার দিবেন
বমি করলে বমির মেডিসিন দিয়ে বমি বন্ধ করবে আগে।

🛑 লক্ষণগুলো:

হঠাৎ করে তীব্র জ্বর (১০৩°–১০৪°F)

শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা (মাসল, জয়েন্ট, চোখ, পিঠ) মাথা ব্যাথা

প্রচণ্ড দুর্বলতা, মাথা ঘোরা

প্রেসার লো হয়ে যেতে পারে

খাবার খেতে না পারা

জ্বর নেমে যাওয়ার পরও শরীরের ব্যথা রয়ে যায় অনেকদিন এবং প্রচুর দুর্বল থাকে।

✅ কী করবেন? চিকিৎসা ও সেরে ওঠার টিপস:

🥣 খাবার:

1. ভিটামিন সি-যুক্ত ফল: মাল্টা, কমলা, লেবু, আমলকি আমড়া,পেয়ারা,

2. জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার: কলা, পাকা পেঁপে, ডিমের কুসুম

3. প্রোটিন: ডিম (সিদ্ধ), চিকেন স্যুপ, ডাল, খিচুড়ি মাছ

4. পানি বেশি করে খান – দিনে অন্তত ৩ লিটার ( স্যালাইন
বা লেবুর শরবত খাওয়া যেতে পারে) তবে চিনি খাওয়া মোটেই ঠিক নয়।

🧊 ব্যথা ও জ্বরের জন্য:

প্যারাসিটামল (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

গরম পানির সেঁক বা হালকা ম্যাসাজ

তুলসি, আদা, মধু দিয়ে ভাপ বা কাশির জন্য পানীয়

💆 জ্বরের পরের শরীর ব্যথা কমানোর ঘরোয়া টিপস:

গরম পানিতে লবণ দিয়ে গা মুছানো

হালকা স্ট্রেচিং বা ধীরে ধীরে হাঁটা শুরু করা

ম্যাগনেসিয়ামযুক্ত খাবার (পানিতে ভেজানো বাদাম, কলা)

আয়ুর্বেদিক তেল (যেমন নারকেল তেল বা পুদিনার তেল) দিয়ে হালকা মালিশ
⚠️ কখন হাসপাতালে যাবেন:

বারবার জ্বর আসছে

প্রেসার খুব কমে যাচ্ছে

খাওয়া বন্ধ করে দিয়েছে/অজ্ঞান ভাব

রক্তচাপ ও হৃদস্পন্দন অনিয়মিত
🧘‍♀️ মনে রাখবেন:

> জ্বর চলে গেলেও শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়ে।
তাই ধৈর্য ধরে বিশ্রাম, ভালো খাবার, আর পর্যাপ্ত পানি–এগুলোই দ্রুত সেরে ওঠার চাবিকাঠি।

আপনাদের আশেপাশে কেউ আক্রান্ত হলে পোস্টটা শেয়ার করে তাকে জানাও কীভাবে একটু ভালোভাবে যত্ন নিতে পারে।

❤️ সুস্থ থাকুক তোমার পরিবার, বন্ধুবান্ধব, আশপাশের সবাই।

⚔️ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ⚔️✅ বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় সৈনিক পদে যোগ দিন ✅ আবেদন শুরুঃ ২৫ জুলাই শেষ তারিখঃ ০৫ ...
24/07/2025

⚔️ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ⚔️
✅ বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় সৈনিক পদে যোগ দিন
✅ আবেদন শুরুঃ ২৫ জুলাই
শেষ তারিখঃ ০৫ আগস্ট

বিজিবি ১০৪ তম ব্যাচ সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি..! আবেদন :২৩ জুলাই ২০২৫ থেকে ১ আগস্ট ২০২৫ পযর্ন্ত।
23/07/2025

বিজিবি ১০৪ তম ব্যাচ সিপাহি পদে নিয়োগ বিজ্ঞপ্তি..!
আবেদন :২৩ জুলাই ২০২৫ থেকে ১ আগস্ট ২০২৫ পযর্ন্ত।

দুর্ঘটনা কবলিত স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর সমূহ-
21/07/2025

দুর্ঘটনা কবলিত স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর সমূহ-

মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ...
21/07/2025

মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। অনেক হতাহতের আশঙ্কা রয়েছে।

আল্লাহ আমাদের ছোট ভাইবোনদের হেফাজত করুন,
রক্ষা করুন। সবাই দোয়া করুন।

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, উদ্ধার অভিযান চলছে, সবাই দোয়া করেন🤲হতাহতদের উত্তরা আধুনিক...
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, উদ্ধার অভিযান চলছে, সবাই দোয়া করেন🤲

হতাহতদের উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হচ্ছে..

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন (সেনাশিক্ষা কোরে সরাসরি জুনিয়র কমিশন্ড অফিসার) - ২১/০৮
18/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন (সেনাশিক্ষা কোরে সরাসরি জুনিয়র কমিশন্ড অফিসার) - ২১/০৮

15/07/2025
বর্ডার গার্ড বাংলাদেশ এর অসামরিক পদ গুলোতে যারা আবেদন করেছেন,আপনাদের জ্ঞাতার্থে কিছু বিষয়.. ১. সর্ব প্রথম আপনাদের প্রাথম...
15/07/2025

বর্ডার গার্ড বাংলাদেশ এর অসামরিক পদ গুলোতে যারা আবেদন করেছেন,
আপনাদের জ্ঞাতার্থে কিছু বিষয়..

১. সর্ব প্রথম আপনাদের প্রাথমিক মেডিক্যাল হবে।
২. মেডিকেল পরীক্ষার জন্য ঢিলা ঢালা হাফ প্যান্ট নিয়ে যাবেন।
৩. মেডিকেলে এলাও হলে তারপর লিখিত পরীক্ষা হবে।
৪. লিখিত পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়াবলী, জাতীয় দিবস ও বিষয়াবলী,, সাম্প্রতিক বিষয়াবলী, খেলা ধুলা এবং আন্তর্জাতিক এর জন্য বিভিন্ন দেশের মুদ্রা,রাজধানী এবং আন্তর্জাতিক সংস্থা গুলো সম্পর্কে জেনে যাবেন। বিশেষ করে জাতি সংঘ, ওআইসি, আই সি সি ইত্যাদি।
৫. লিখিত তে এলাও হলে তারপর ভাইভা।
৬. পরিপাটি ও পরিচ্ছন্ন ভাবে যাবেন।
৭. হাত পায়ের নখ কেটে পরিস্কার পরিচ্ছন হয়ে যাবেন।
৮. আপনি যে পদে আবেদন করেছেন,সেই সংশ্লিষ্ট বিষয়ে ভালো ভাবে পড়ে যাবেন।
যেমন, ইমাম পদের জন্য কুরআন, হাদীস,ফিক্বহ,তাফসীর,,

ড্রাইভার এর জন্য ট্রাফিক আইন বিষয়,,
ইলেক্ট্রেশিয়ানের জন্য ইলেক্ট্রিক বিষয়,, এরকম।

Address

Dhaka Cantonment
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Military VS Civil job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Military VS Civil job:

Share