19/09/2025
🎉নৌবাহিনীতে বিভিন্ন ট্রেড এর কাজ জেনে নেই🎉
◼️ সিম্যান- জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে। জাহাজের ডেক অপারেশন, সরঞ্জাম পরিচালনা, এবং সামগ্রিক নৌ অভিযানে সহায়তা করে থাকে। জাহাজ বা ঘাঁটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান, মিসাইল, টর্পেডো ইত্যাদি সফল ভাবে ফায়ারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনে ব্যবহার/প্রয়োগ করে থাকে।
◼️টেকনিক্যাল - জাহাজ / ঘাটির সকল ধরনের ক্ষুদ্রাস্ত্র, কামান,মিসাইল,টার্পেডো ইত্যাদি ফায়ারিং প্রশিক্ষণ গ্রহন, ব্যবহার/ প্রয়োগ করা এবং অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাটির যোগাযোগ রক্ষা করা।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।
◼️কমিউনিকেশন- অত্যাধুনিক যন্ত্রপরিচালনা ও যোগাযোগ যন্ত্ৰ ব্যবহারের মাধ্যমে জাহাজ ও ঘাঁটির যোগাযোগ রক্ষা করা ।জাহাজ বা ঘাটির সশস্ত্র প্রহরীর দায়িত্ব পালন ও এসকল সরকারী সম্পদের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করে।
◼️রাইটার- নৌবাহিনীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন এবং নথি পত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা,অফিসিয়াল ও নাবিকদের এতন ভাতা সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহন করা।
◼️স্টোর- জাহাজ ও ঘাটিতে শান্তিকালিন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুদ সংরক্ষণ নিশ্চিত করা, এবং অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রীর চাহিদা নির্ধারন এবং সুষ্ঠু বন্টন করা, খাদ্য ও পোশাক সামগ্রীর উন্নতমান নিশ্চিত করা।
◼️পেট্রোলম্যান- জাহাজ ও ঘাটির আইন শৃংখলা রক্ষনাবেক্ষনের দ্বায়িত্ব পালন করে। এক কথায় এরা নাবিক পুলিশ।
◼️কুক - জাহাজের ঘাঁটিতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিত করণ। তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত করণ।খাদ্য ও পোষাক সামগ্রীর উন্নত মান নিশ্চিত করা।
◼️স্টুয়ার্ড - জাহাজ এবং ঘাটিতে অফিসারদের খাবার পরিবেশন করা ও অফিসারদের পোশাক প্রস্তুত করা,খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা।
◼️মেডিকেল এসিস্ট্যান্ট - জাহাজ ও ঘাটির নৌ সদস্যদের সাস্থগত সমস্যার জন্
বিস্তারিত জানতে ইনবক্স