Go With Shamim

Go With Shamim Top Rated Freelancer at Upwork | Digital Marketer & Shopify Expert |Traveller
(5)

জাদুর শহরে আপনাকে স্বাগতম। তিতুমীর কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। রাস্তা ব্লক করে শুয়ে আছে। ভর্তি হয়েছে কলেজে সার্টিফিকেট ...
01/02/2025

জাদুর শহরে আপনাকে স্বাগতম।

তিতুমীর কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। রাস্তা ব্লক করে শুয়ে আছে। ভর্তি হয়েছে কলেজে সার্টিফিকেট চাই বিশ্ববিদ্যালয়ের।

এগুলো ফকিন্নি মার্কা আন্দোলন। বাপের টাকা থাকলে প্রাইভেটে পড়তে পারে না?? এগুলো করার মানে কি??

সাধারন জনগণ কতটা জিম্মি এদের হাতে একবার এসে দেখে যান।

28/12/2024

How to Setup Google ads For Client | Google ads Free Course Part 1.

Follow our page Go With Shamim for More series Video.

Follow our YouTube channel
https://youtube.com/?si=5Vs0Ty22f7njuH_O For tips and tricks about freelancing 🔥🔥

20/12/2024

বাংলাদেশের ব্যাংকগুলো অনেক আগেই দেউলিয়া হয়েছে। হাতে গোনা দু'একটা ব্যাংক ছাড়া সবগুলির অবস্থা করুন তাদের কার্যক্রমে সেটাই প্রকাশ পাচ্ছে।

আজ রাত ১১.৪০ মিনিটে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ইসলামি ব্যাংকের কার্ড সাউথইস্ট ব্যাংকের বুথে পান্স করি। সবকিছু ঠিকঠাক মেশিনে টাকা গোনার শব্দ ও শুনলাম তবে মেশিন থেকে কোন টাকা বের হয়নি। অথচ মেসেজে দেখলাম আমার ইসলামি ব্যাংক থেকে অলরেডি টাকা কেটে নিয়েছে।

সাইউইস্ট ব্যাংকের হেল্পলাইনে কথা বললে তারা ইসলামি ব্যাংকে কথা বলতে বলে।

পরবর্তী কালে ইসলামি ব্যাংকের কল সেন্টারে কল দিলে তারা অভিযোগ রাখছে এমনটা দাবি করছে। এবং এটাও বলে টাকা ব্যাক আসতে নাকি এক মাস সময় লাগবে। দু চার দিন হলেও মানা যেতো তাই বলে এক মাস?? এগুলো তাদের পরিকল্পিত হয়রানি বলে সন্দেহ করছি।

এটা কি মগের মুল্লুক?? তাদের বুথের সমস্যার ভাগীদার আমরা কেনো হবো?? মানুষের টাকা নিয়ে এসব কি ছিনিমিনি শুরু হয়েছে??

ধরুন আমি ১০০০০ টাকা তুলতে চাইলাম এবং সেটা হোল্ড করা হলো। আমার কাছে যদি বাড়তি টাকা না থাকে তবে কেমন খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে ভাবা যায়??

যারা ব্যাংকার আছেন পরিচিত তাদের মতামত জানাবেন?

ব্যাংক গুলো জনগণের টাকা এভাবে চুষে খাইতে চাইবার মানে টাই বা কি???

আমরা স্বাধীন ✊✊
06/08/2024

আমরা স্বাধীন ✊✊

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Go With Shamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share