20/12/2024
বাংলাদেশের ব্যাংকগুলো অনেক আগেই দেউলিয়া হয়েছে। হাতে গোনা দু'একটা ব্যাংক ছাড়া সবগুলির অবস্থা করুন তাদের কার্যক্রমে সেটাই প্রকাশ পাচ্ছে।
আজ রাত ১১.৪০ মিনিটে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ইসলামি ব্যাংকের কার্ড সাউথইস্ট ব্যাংকের বুথে পান্স করি। সবকিছু ঠিকঠাক মেশিনে টাকা গোনার শব্দ ও শুনলাম তবে মেশিন থেকে কোন টাকা বের হয়নি। অথচ মেসেজে দেখলাম আমার ইসলামি ব্যাংক থেকে অলরেডি টাকা কেটে নিয়েছে।
সাইউইস্ট ব্যাংকের হেল্পলাইনে কথা বললে তারা ইসলামি ব্যাংকে কথা বলতে বলে।
পরবর্তী কালে ইসলামি ব্যাংকের কল সেন্টারে কল দিলে তারা অভিযোগ রাখছে এমনটা দাবি করছে। এবং এটাও বলে টাকা ব্যাক আসতে নাকি এক মাস সময় লাগবে। দু চার দিন হলেও মানা যেতো তাই বলে এক মাস?? এগুলো তাদের পরিকল্পিত হয়রানি বলে সন্দেহ করছি।
এটা কি মগের মুল্লুক?? তাদের বুথের সমস্যার ভাগীদার আমরা কেনো হবো?? মানুষের টাকা নিয়ে এসব কি ছিনিমিনি শুরু হয়েছে??
ধরুন আমি ১০০০০ টাকা তুলতে চাইলাম এবং সেটা হোল্ড করা হলো। আমার কাছে যদি বাড়তি টাকা না থাকে তবে কেমন খারাপ অবস্থার সম্মুখীন হতে হবে ভাবা যায়??
যারা ব্যাংকার আছেন পরিচিত তাদের মতামত জানাবেন?
ব্যাংক গুলো জনগণের টাকা এভাবে চুষে খাইতে চাইবার মানে টাই বা কি???