
30/08/2025
লাইভ চলাকালে ইটের আঘাতে আহত
বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার দুর্জয়
কাকরাইলে জাপা কার্যালয় ঘিরে সংঘাতের সংবাদ লাইভ সম্প্রচারের সময় ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগের রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। হামলার সংবাদ সরাসরি সম্প্রচারের সময় ইটের আঘাতে আহত হন তিনি। তার মাথায় ছয়টি সেলাই দেয়া হয়েছে।