21/07/2025
ছোট্ট একটা জীবনের গল্প ,,,,,,, আমি শেয়ার করতেছি,,,,,
আসলে কিভাবে শুরু করব বুঝতে পারতেছি না,,,,,
তবে যেভাবেই হোক শুরু করলাম,,, জানিনা কতটুকু তুলে ধরতে পারবো তবে আমি যতটুকু পারবো সর্বোচ্চ চেষ্টা করব,,,,,, আমার খুব কাছের একজন মানুষ,, যখন থেকে বুঝতে শুরু করছি দেখতাম অনেক হ্যাপি থাকে,,,,, আমরা বড় হওয়ার সাথে সাথে হয়তো দূরত্বটা বেড়ে যায়,,, যোগাযোগটা আগের মত থাকে না
তাই তার জীবনে ঘটে যাওয়া যে কাহিনী গুলো এগুলো বুঝতে পারিনি,,,,, সবার মত আমিও এটাই মনে করতাম যে হয়তো ভালো নেই। বা ভালো থাকা ট্রাই করে,,,,, ব্যস্ততাময়ী এই শহরে কে রাখি কার খোঁজ,, তাই আপনজনদের কষ্ট কখনো কাছ থেকে উপলব্ধি করা হয় না,,, আসলে একটা মানুষ তার প্রিয় মানুষের কাছে কতটা ইম্পরট্যান্ট হয় সেটা হয়তো তাকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না😢, আমি শুনছি সবাই বলে একা নাকি থাকা যায় না একা থাকা নাকি কষ্টকর হয়ে যায় কিন্তু তাকে দেখে যা মনে হচ্ছে আসলেই একা থাকা পসিবল, যদি মনের ভিতর অদম্য একটি শক্তি থাকে,,, আজ থেকে পাঁচ বছর আগে তিনি একা হয়ে গেছেন,, চাইলেই তিনি তার জীবনে অন্য একজনকে জড়াইতে পারতেন অনেক সহজে,, কিন্তু তাকে দেখলাম সে তার লাইফে কাউকে জড়াইনি আর জড়াতেও আগ্রহী না,,, আজ থেকে পাঁচ বছর আগে যখন তিনি একা হয়ে যান তখন তার সাথে তার প্রিয় মানুষের রেখে যাওয়া দুইটা স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে আগলে রেখে তিনি সংগ্রাম করতেছে সামনের পথে ,,, জানিনা তার মনের ভিতর কি চলতেছে তবুও তিনি বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে এর মাঝেই অনেকে অনেক রকম কথা বলে গেছে কিন্তু তিনি কারো কথাই মন দেয়নি,, তিনি তার বিশ্বাসের উপর অটুট ,,, আমি আসলে এত কিছু লিখতে বসতাম না কিন্তু লিখতে বসার আর একটা মেইন মেইন কারণ হচ্ছে,,, তাকে খুব কাছ থেকেই বুঝতে পারছি এখনো তাদের স্মৃতি গুলো এভাবেই যে আগলে রাখবে আমি কখনো ভাবতে পারিনি,,, আমি দেখে অবাক চোখে তাকিয়ে ছিলাম😢😢😢😢😢 কিছু বলতে পারলাম না শুধু দেখেই থাকলাম,,,, বেঁচে থাকার জন্য এই স্মৃতিগুলাই যে যথেষ্ট হবে,,,,, তা বোঝার বাকি থাকল না,,,,,,,,,, পৃথিবীতে এভাবেই বেঁচে থাকে হাজারো প্রিয় মানুষ ও তাদের ভালোবাসা,,,,,,, পরিশেষে এটাই বলতে চাই ভালবাসলে এভাবেই ভালোবাসো যেন মানুষটা না থাকলেও তার স্মৃতিগুলো নিয়ে বাকিটা জীবন এভাবেই একা কেটে দেওয়া যায়,,, এমন একজন মানুষ সবার জীবনেই আসুক এই কামনা করি 🥰🥰❤️❤️,,,,,,,,,,,,,,,,
গল্পটা একটা বাস্তব জীবনের সাথে জড়িয়ে আছে
গল্পটার লেখক আমি নিজে,,,,,,,,,,,,,