18/10/2025
এক যুগে সবাই আড়ং বয়কট করেন।
আড়ং ফকিনী মার্কা সব পণ্য নিয়ে যে পরিমাণ বাটপারি করতেছে তা বাংলাদেশের জনগন এখনো বুঝছে না — কেন বুঝে না তাও মাথায় আসে না।
যারা ফুটানি মারাতে আড়ং ঢুকেন তাদের বলছি, আপনাদের রুচি এত বাজে কেন?
আড়ং-এর ড্রেস পরে কোনো দামি ইভেন্টে উপস্থিত হওয়া যাবে বলে আমার মনে হয় না।
কোন কারণে আপনারা ৪/৫ মাসের পুরনো ড্রেসগুলো কিনে আনেন দুই ডবল দাম দিয়ে ? আপনাদের ব্রেন কি ফুটকিতে?
এবার আসেন গোল্ডের জিনিস
গোল্ড কিনবে ১০ মিনিট পরে সে চেন্জ করতে পারবে না, এবং চেন্জ অপশন নাই বুজেন না এখানে ১০০ দুইনাম্বারি আছে।
আমরা কেনাকাটা করবো, ব্যাগ নিয়ে যেতে হবে — আবার বলে ব্যাগ কিনে নিতে হবে।
এটা বলা মাত্র কসাই দুইটা কেউ দিতো; উচিত শিক্ষা হতো।
১০০ টাকায় ১০ টাকা ভ্যাট কোন হিসাব অনুযায়ী আপনি দিয়েছেন — মাথায় কি আসে না?
আপনার ভ্যাট যে কাটছে এবং সরকারকে দিয়েছে — কয়টা রশিদ আপনাদের দিয়েছে প্রমাণ হিসেবে?
আড়ং-এর চেয়ে তো আরো হাজার গুণ ভালো মানের ব্র্যান্ড দেশে আছে; তাদের প্যাকেজিং দেখছেন — মিনিমাম ১০০ টাকা খরচ করে তারা। তারা তো দাম নিলে চিন্তা পর্যন্ত করতে পারে না।
খয়রাতি মার্কা ব্র্যান্ডকে প্রোমোট করছে বাংলাদেশের কিছু কালো টাকার মালিকেরা; তাদের প্রতিটা কাস্টমারে ইনকাম চেক করে দেখেন — ১০০জনের ইনকাম চেক করলে ৯০ জনকে পাবেন কালো টাকার মালিক।
এখন অনেক খয়রাতি ব্যান্ড আড়ং কাস্টমার আমাকে এসে বলবে, ‘আপনি আমাদের বলার কে?’ এজন্য বলছি — কালো টাকার মালিক বলে আপনাদের দেশ-দুনিয়ার খবর নেই। আনতেছেন আর ঢালতেছে গায়ে লাগে না তাই।
যেখানে মানুষ ৩০ হাজারে সংসার টানতে কষ্ট হয়, আপনি আড়ং-এ গিয়ে ৩০ হাজারের শাড়ি কেনেন কিভাবে?
যে শাড়ী লোকাল বাজারে ৩০০ টাকায় কেউ নেবে না আড়ং থেকে ফুটানি মারাইতে কিনেন আপনারা।বাংলাদেশে কিছু পাবলিকের কারনে ভালো জিনিস পমোট হয় না এটায় সত্য।
তারা যদি এসবে মুখ খুলতো আড়ং এত বাটপারি করার সুযোগ পায় না।
আড়ং এর সোসসিং জানেন গ্রামের সহজসরল মহিলাদের ইচ্ছামত খাটিয়ে কাজ করাই তাদের পারিশ্রমিক ঠিকমত দেয় না যে দামের বিক্রি করে তারা। নতুন নতুন ফ্যাশান ডিজাইনার যারা বের হয় তাদের লোভ দেখিয়ে ডিজাইন করে নেয় টিকমত পেমেন্ট দেয় না। ব্যাগের টাকায় নাকি গাছ লাগবে সে গাছ এখনো কেউ দেখেনি, এত ভাবে বাটপারি করতেছে তারা তারপরে সবাই চুপ কেন মাথায় আসে না!!
আপনারা ফুটানি মারাতে মারাতে সাধারণ জনগনকে হুমকির মুখে ফেলছেন — তার কারণ শুনেন।
আড়ং-এর মতো বাটপারি এখন স্বপ্ন সুপারশপ, বেস্ট বাই, আরো কিছু শপিং সেন্টারগুলো এখন নানারকম বাটপারি শুরু করছে, কারণ কেউ তো মুখ খুলছে না।
সবার এক যুগে মুখ খোলা উচিত যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়াতে হবে।
(আজকের পর থেকে আর নয় আড়ং)
আড়ং আমার শত্রু নয় আমি বিবেচনা করে বুজলাম আড়ং বাংলাদেশের একদম বাজে একটা ব্যান্ড।