News Information

News Information || অনলাইন পোর্টাল || মাল্টিমিডিয়া || নতুন ইনফরমেশন ||
|| বস্তুনিষ্ঠ সংবাদ || News Informationএর সাথে থাকুন ||

21/08/2025

Dhaka Reporters Club – Membership Invitation

Dhaka Reporters Club is now welcoming applications from professional journalists to join our collective platform.

****Who We Are:*****
We are a capital-based organization of journalists, established to protect the rights, dignity, and safety of news workers. The Club serves as a family for journalists where we work together for:
✅ Professional skill development
✅ Investigative journalism practices
✅ Exchange of experiences & mutual cooperation
✅ Promoting truth, justice, and democratic values
✅ Highlighting human stories, struggles, and hopes

👥 Who Can Apply:

Journalists from reputed TV, print, radio, and online media

Professionals with a proven record of objective and ethical journalism

Reporters, editors, photo/video journalists committed to free journalism

📝 Apply Here:
👉 https://forms.gle/UPZogsy4HLggo5mu5

Be part of a strong, united voice for journalists. Dhaka Reporters Club is not just an organization—it is a family.

18/05/2025

১/ ইঞ্জিনিয়ার ইসরাককে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না এ বিষয়ে আপনার মতামত কি?
২/যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত?
৩/একজন রাজনৈতিক ব্যক্তির আদর্শ কেমন হওয়া উচিত?
৪/আপনি ঢাকা ৭ আসনের মনোনীত প্রার্থী হওয়ার সুযোগ পেলে. ঢাকা ৭ আসনের জন্য কি পরিকল্পনা গ্রহণ করতেন? ৫/বর্তমানে আলোচিত মানবিক করিডরনি আপনার মতামত কি?
৬/তারুণ্যের সমাবেশ নিয়ে আপনার অনুভূতি কি?

মাদক সেবনে বাধা, সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিককে মারধরতিনি ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধির চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব...
17/05/2025

মাদক সেবনে বাধা, সাভারে ৭১ টিভির চিত্র সাংবাদিককে মারধর

তিনি ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধির চিত্র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন— উত্তর চাপাইন এলাকার ওহাব হাজী (৬০), তার ছেলে সাদ্দাম (৩৫), অতনু (২৫), হৃদয় (২০), মৃত মোস্তফার ছেলে ইমন (২৫), রবির ছেলে মিনহাজ (২২), জাহিদের ছেলে অন্তর (২১), আরোত আলীর ছেলে সাইমন (২০), সাব্বির (২২), জনি (২০) ও মুসা (২০)।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বিভিন্ন সময় চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেন এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন।

শুক্রবারও তিনি এসব বিষয়ে প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জেরে পূর্ব পরিকল্পিতভাবে শনিবার দুপুরে উজ্জল হোসেন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
আহত চিত্র সাংবাদিক উজ্জ্বল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় থেকেই অভিযুক্তরা নানা অপরাধের সঙ্গে জড়িত। সরকার পরিবর্তন হলেও তাদের অপকর্ম থেমে নেই।

আমি তাদের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমার ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এই হামলা এবং মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চাই।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। চিত্র সাংবাদিক উজ্জ্বলের অবস্থা বর্তমানে স্থিতিশীল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

17/05/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল তাই পার্বত্য চট্টগ্রাম আছে

‘অন্তর্বর্তী সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন।ব...
17/05/2025

‘অন্তর্বর্তী সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আবারও আহ্বান জানিয়ে বলব, পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।’

তিনি বলেন, ‘লোভ-লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবে—এই আশা করছি।’

গতকাল শনিবার রাজধানীর গুলশানে লেক শোর হোটেলে এনডিএমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বিএনপিসহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোই অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তাদের কর্মপরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। সব কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই, সরকার কিন্তু সেই আহ্বানে সাড়া দেয়নি। সরকার বরং জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার-বেশি সংস্কার—এ রকম অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে।

আমরা প্রতিদিন দেখছি কোনো না কোনো দাবি নিয়ে মানুষ রাস্তায় নামছে।’
তিনি আরো বলেন, ‘মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। সরকার জনগণের ভাষা, আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি অস্থিরতা এভাবে বাড়তে থাকলে এই সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক থাকার আহ্বান জানাই।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানসহ বিদেশি অতিথি ও দলটির নেতাকর্মীরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, এনবিআর সংস্কার নিয়ে তেমন কোনো দ্বিমত নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা না করে তড়িঘড়ি করে সংস্কার শুরু করায় হিতে বিপরীত হয়েছে। নিয়মিত রাজস্ব আদায় কার্যক্রম বন্ধ রয়েছে।

হয় নিরাপত্তা দিন,না হয় পদত্যাগ করুন।যখন সারাদেশে নারী শিশু নির্যাতনের শিকার, ঠিক তখন শহিদ মিনারের চত্বরে দাঁড়িয়ে আছে আমা...
05/04/2025

হয় নিরাপত্তা দিন,না হয় পদত্যাগ করুন।

যখন সারাদেশে নারী শিশু নির্যাতনের শিকার, ঠিক তখন শহিদ মিনারের চত্বরে দাঁড়িয়ে আছে আমাদের বোন আমাদের ভাই।

05/04/2025

আমরা শিক্ষক আমরা কেন রাস্তায়
||আন্দোলন||মিছিল||সমাবেশ||

#এমপিওভুক্ত #বেসরকারি #স্কুল

27/03/2025

Dhaka Bangladesh trafficking.



26/03/2025

আমি প্রতারণা শিকার। পুরুষ নির্যাতন হলে কি কোন বিচার নাই বাংলাদেশে,, আমি জানতে চাই???

25/03/2025

বাংলা চলচ্চিত্রকে তারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে!!

#শাকিব খান
#সিনেমা #নিউজইনফরমেশন

Address

Bangla Motor
Dhaka
1219

Telephone

+8801950146779

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Information:

Share