Inside Of Islam

Inside Of Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Inside Of Islam, Book & Magazine Distributor, Baridhara, Dhaka.

07/08/2024

কিছু লোক যারা ক্ষমতাসীন দলে থাকাবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে সিএনজি অটো রিকশা থেকে চাঁদাবাজি করতো এরা এখন বেকার। কাজ না থাকায় লুটতরাজ করতেছে।

এই ধরনের নেতা থেকে আপনার বাড়ির পাশের মসজিদের ৫ হাজার টাকা বেতনের ইমামের কাছে দেশ সবচে বেশি নিরাপদ। কারন স্বৈরাচারের আমলে জিনিসপত্রের দাম যে হারে বাড়ানো হইছে সে তুলনায় এই বেতন পেয়েও যে আপনার বাসায় চুরি ডাকাতি করে নাই এটাই অনেক বেশি।

(অন্য ধর্মের যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের বেতন কাঠামো সম্পর্কে ধারনা না থাকায় নিজের অপারগতা প্রকাশ করছি)

সুতরাং কারে চাই আর কারে চাইনা সেইটা আপনাকে আল্লাহ মস্তিষ্ক দিয়েছেন সেটা দিয়ে ভেবে তারপর পরবর্তী প্রার্থী নির্বাচনে ভোট দিবেন।

মনে রাখবেন ভোট দেয়া যেমন নাগরিক অধিকার, তেমন ফরজও যদি সেটা একনায়কতন্ত্রমূলক নির্বাচন না হয়। সে সাথে আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সে যদি জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যা, রাহাজানি, অর্থপাচার কিংবা রাস্ট্রীয় কোনো পাপের সাথে জড়িত থাকে সেই পাপের ভাঁড় আপনাকেও বহন করতে হবে, কারন আপনার ভোটেই সে নির্বাচিত।

যারা বিগত চারটি নির্বাচনে স্বৈরাচার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন যাস্ট চিন্তা করেন, কতগুলা গুম, খুন, হত্যা, ন্যায় বিচারে বাঁধা দেয়া এবং জনগণের অর্থ পাঁচারের সাথে আপনার আমলনামা জড়িয়ে আছে; যাস্ট ইমাজিন।

দুইটি ছবি আলাদা কোনো ব্যক্তিত্ব নয়। ভিন্নমতের হওয়ায় প্রায় এক যুগ তাকে স্বৈরাচার হাসিনার "আয়নাঘরে" থাকতে হয়েছিল। চিন্তা ক...
06/08/2024

দুইটি ছবি আলাদা কোনো ব্যক্তিত্ব নয়। ভিন্নমতের হওয়ায় প্রায় এক যুগ তাকে স্বৈরাচার হাসিনার "আয়নাঘরে" থাকতে হয়েছিল। চিন্তা করতে পারেন কি পরিমাণ টর্চার তার উপর করা হয়েছিল!

One of the people in the two pictures, understand how much torture has been done, after almost a century, Sheikh Hasina's "Ayana Ghar' was released from the prison.

02/08/2024

হলে থাকাকালীন আপনি অন্যায়ের প্রতিবাদ করেননি, হলের সিট চলে যাবার ভয়ে!
বেকার থাকাকালীন আপনি অন্যায়ের প্রতিবাদ করেননি, ভেরিফিকেশন আটকে যাবার ভয়ে!
চাকরী পেয়েও এখন আপনি অন্যায়ের প্রতিবাদ করেননা, চাকরী চলে যাওয়ার ভয়ে!
ভবিষ্যতেও আপনি কখনো অন্যায়ের প্রতিবাদ করবেন না, প্রমোশন আটকে যাবার ভয়ে!
আপনি নিজেকে ভীতু মনে করেন।
কিন্তু, বিশ্বাস করেন, আপনি মোটেও ভীতু না।
আপনি সবচেয়ে ধূর্ত, সুবিধাবাদী, বিবেকহীন, মেরুদণ্ডহীন অমানুষ!

রেমিটেন্স বয়কট এর বিধান : ইয়ামামাবাসীদের সরদার ছুমামা ইবনে উছাল রা.-কে গ্রেফতার করে নিয়ে আসার কয়েকদিন পর রাসূলুল্লাহ ﷺ ত...
29/07/2024

রেমিটেন্স বয়কট এর বিধান :
ইয়ামামাবাসীদের সরদার ছুমামা ইবনে উছাল রা.-কে গ্রেফতার করে নিয়ে আসার কয়েকদিন পর রাসূলুল্লাহ ﷺ তাকে মুক্ত করে দিলে তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর উমরা আদায়ের জন্য মক্কায় গমন করেন। মক্কার কাফেররা তাকে উত্ত্যক্ত করে।
এর জবাবে তিনি তাদেরকে বলেন-
وَلاَ وَاللهِ، لاَ يَأْتِيكُمْ مِنَ اليَمَامَةِ حَبَّةُ حِنْطَةٍ، حَتَّى يَأْذَنَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আল্লাহর কসম! রাসূল ﷺ এর অনুমতি ছাড়া ইয়ামামা থেকে আর একটা শস্যদানাও তোমাদের কাছে আসবে না। -সহীহ বুখারী, হাদীস ৪৩৭২
হযরত ছুমামা রা. নিজ শহরে ফিরে গেলেন এবং মক্কায় শস্য রফতানী বন্ধ করে দিলেন। মক্কার সকল খাদ্যশস্যের যোগান হতো ইয়ামামা থেকে। ফলে কুরাইশরা দুর্ভিক্ষে আক্রান্ত হল।
তখন তারা রাসূলুল্লাহ ﷺ এর কাছে চিঠি লিখল। ছুমামা কর্তৃক খাদ্যশস্য বন্ধ করে দেওয়ার কারণে তাদের উপর নেমে আসা কষ্টের কথা জানাল। আত্মীয়তার দোহাই দিয়ে ছুমামাকে খাদ্য সরবরাহের জন্য চিঠি লিখতে অনুরোধ করল।
রাসূলুল্লাহ ﷺ ছুমামাকে চিঠি লিখলেন- তিনি যেন মক্কায় খাদ্য রফতানি জারি করে দেন। (দ্রষ্টব্য : মুসনাদে আহমাদ, হাদীস ৭৩৬১; সুনানে কুবরা, বায়হাক, হাদীস ১৮০৩১)
শায়েখ হুসামুদ্দীন আফফানা বলেন-
وما قام به ثمامة بن أثال رضي الله عنه يعتبر نوعاً من المقاطعة الاقتصادية وقد أقره النبي صلى الله عليه وسلم على تلك المقاطعة الاقتصادية واستمرت تلك المقاطعة إلى أن طلب الرسول صلى الله عليه وسلم من ثمامة بن أثال وقفها.
ছুমামা রা. যা করেছেন তা এক প্রকার অর্থনৈতিক বয়কট। রাসূলুল্লাহ ﷺ তার এ পদক্ষেপে বাধা দেননি। তার উপর কোনো আপত্তি করেননি। এ বয়কট অব্যাহত ছিল- রাসূলুল্লাহ ﷺ তা উঠিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে চিঠি লেখা পর্যন্ত। (ফাতাওয়া ইয়াসআলুনাক ১১/২৪)
সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ হতে পারে অর্থনৈতিক, সামাজিক বা অন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
ইবনুল কায়্যিম রাহ. বলেন-
فالطرق التي تتضمن نفع المسلمين والذب عن الدين ونصر المظلومين وإغاثة الملهوفين ومعارضة المحتالين بالباطل ليدحضوا به الحق من أنفع الطرق وأجلها.
যত পন্থা ও পদক্ষেপ (অর্থনৈতিক, সামাজিক বা অন্য যে কোনো ধরনের পদক্ষেপ যা) মুসলমানদের উপকারে আসে, দ্বীন ও শরীয়তের উপর আগত যে কোনো আক্রমণ প্রতিহত করে, মজলুম ও বিপদগ্রস্তদের সাহায্য করে এবং বাতিলপন্থীদের হক-বিরুদ্ধ ষড়যন্ত্র নস্যাতের কাজ দেয়- তা উত্তম ও মর্যাদাশীল পদক্ষেপের অন্তর্ভুক্ত।
(ইগাছাতুল লাহফান ২/৭৬৫)

রেমিট্যান্স পাঠান তাড়াতাড়ি, বু*লেট শেষ রিজার্ভও শেষ, বু*লেট কেনা লাগবে। কি পাঠাবেন তো.?নাকি মাতৃভূমি রক্ষায় প্রবাস থেকে...
29/07/2024

রেমিট্যান্স পাঠান তাড়াতাড়ি, বু*লেট শেষ রিজার্ভও শেষ, বু*লেট কেনা লাগবে।
কি পাঠাবেন তো.?
নাকি মাতৃভূমি রক্ষায় প্রবাস থেকে প্রতিবাদ করবেন?

লাভ তো কখনো করতে দেখি নাই
29/07/2024

লাভ তো কখনো করতে দেখি নাই

দেখলাম পলক সাহেব বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশীদের দেশে টাকা পাঠানোর পরামর্শ দিচ্ছেন। এদিকে আবার খুঁজে বের করা হয়েছে পলক ...
27/07/2024

দেখলাম পলক সাহেব বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশীদের দেশে টাকা পাঠানোর পরামর্শ দিচ্ছেন। এদিকে আবার খুঁজে বের করা হয়েছে পলক সাহেব গত ৯০ দিনে তার ফেইসবুক পেইজের পেছনে কত ডলার খরচ করেছেন। দেখা যাচ্ছে তিনি গত ৩ মাসে ২৫,০৯১ ডলার বা প্রায় ২৫ লক্ষ টাকা ফেসবুক এডের পেছনে খরচ করেছেন। এবং পলকের পরই রয়েছে সরকারের প্রোপাগান্ডা সাইট প্রেস-এক্সপ্রেস, এরা খরচ করেছে ২৫,০৮৫ ডলার যা প্রায় ২৫ লক্ষ টাকার সমান। একটু আপত্তিজনক বিষয় হইলো, ফেসবুক এডের খরচে সালমান সাহেব পলক সাহেবের পেছনে! তিনি খরচ করেছেন ২৪,৭০৪ ডলার!

তাহলে কি দাঁড়ালো? সরকারের দুই খাস লোক এবং প্রোপাগান্ডা আউটলেট গত ৩ মাসে বিদেশে পাঠিয়েছে ৭৪,৮৮০ ডলার যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা।

সামান্য ফেসবুক এডের পেছনেই যারা এতটাকা বিদেশে পাঠাতে পারে, তাহলে অন্যান্য খাতে তারা কত টাকা বিদেশে পাঠিয়ে থাকতে পারেন? আর পলক সাহেবের আয় রোজগার নিশ্চই মন্দ না! তিন মাসে ২৫ লাখ টাকা খালি ফেসবুক এডের পিছেই খরচ! বাহ বাহ, কেয়া বাত!

তাহলে তো প্রবাসীদের আপাতত দেশে টেকাটুকা না পাঠালেও চলবে। দেশেই তো মনে হয় টাকা উড়ছে!

27/07/2024

হালাল ইনকামের টাকা হুন্ডির মাধ্যমে পাঠাবে তাদের পুরা টাকা হারাম হয়ে যাবে!!!
-হুজুর রেমিটেন্সে যে ২.৫% সুদ পাই,তার কি হবে?
-সরকার খুশি হয়ে দিলে তাতে পাপ নেই🫠

মাহফিলে বাঁধা দেয়া পাতি নেতাও এখন পোস্ট করে হুন্ডিতে টাকা পাঠানো হারাম !

27/07/2024

রেমিটেন্স পাঠাচ্ছেন?

আমি যখন দেশে টাকা পাঠাই রেমিটেন্সের মাধ্যমেই পাঠাই। তাতে কিন্তু আমি প্রতি ডলারে কমপক্ষে পাঁচ টাকা করে কম পাই। যেমন ধরুন, কানাডিয়ান এক ডলার সমান যদি বাংলাদেশের টাকা ৯০ টাকা হয় তাহলে রেমিটেন্সের মাধ্যমে মানে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে রেমিটেন্স হয়ে যেটা যাবে সেভাবে পাঠালে পাই ধরেন ৮৫ টাকা। প্রতি ডলারে পাঁচ টাকা কম। আমি যদি দুই হাজার ডলার পাঠাই তাহলে কতো টাকা কম পাচ্ছি বুঝুন।
তারপরেও আমি কিন্তু হুন্ডি করে না পাঠিয়ে ঐ রেমিটেন্সেই পাঠাই। ভাবি যে না আমার দেশের জন্য যেটা ভালো সেটাই করা উচিত। আমি ১৮ বছরে যত ডলার পাঠিয়েছি সবগুলোর দেশে ব্যাংকে রেমিটেন্সের প্রুফ আছে।
তাহলে এই ভালো কার জন্য করি বা করেছি আমি?

যে টাকা নিয়ে, জনগণের ট্যাক্সে বেতন পেয়ে পুলিশ বিশাল বড়ো ধ**নু*ক বহন করার শক্তির জন্য চাল কিনে ভাত খায়। শক্তিশালী হয়ে রাস্তায় নেমে সোনার টুকরো, কলিজার টুকরো ছেলেদের বুক ঝাঁঝরা করে বাড়ি গিয়ে আরাম করে বউয়ের পাশে ঘুমায় সেই ভালোর জন্য রেমিটেন্স পাঠাই?

এখন থেকে ডলার আর রেমিটেন্সে পাঠাব না, না, না। টাকা মানুষের কাছে যে কোনোভাবে পৌঁছে দিলেই তো হলো। দেই তো মানুষের সাহায্যের জন্য। কুরবানির জন্য। যাকাতের জন্য। যখন যা লাগে সেই জন্য। That's it.

প্রবাসী ভাইবোনদের যদি এতোটুকু বিবেক থাকে তারা কোনো দিন রেমিটেন্সে পাঠাবেন না।

এখন তো অনেকেই গলা উঁচু করে বলবেন, দেশের মানুষের জন্য এই রেমিটেন্স। মানুষের ভালো থাকতে পারবে। মানুষকে কতো যে ভালো রাখা হচ্ছে তা তো গোটা বিশ্ব দেখেছে তাই না?

এখানে কানাডিয়ান মিনিস্ট্রিতে লক্ষ-লক্ষ প্রতিবাদ লেটার সাবমিট করা হয়েছে দেশের ছাত্রদের হ**ত্যা* থেকে রক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। কানাডা কি জানে না তাহলে কি হচ্ছে এগুলো?

আমার এখন পর্যন্ত দম বন্ধ হয়ে আসে প্রতিটা ছাত্রের মুখের ছবি ভেসে আসলে। সেসব কথা চিন্তা করলে। ওয়াশরুমে দরজা বন্ধ করে মুখের ওপরে ঠান্ডা পানি ছিটিয়ে চোখের পানির বাঁধ ঠেকাতে চাই। এসব ছেলেরা তো আমার কেউ না। এমনকি পরিচিতও ছিল না। তারপরেও কেন আমার দম বন্ধ হয়ে এসে চোখ ভিজে যাচ্ছে?
একেকটা কলিজার টুকরোকে যেভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করতে দেখেছি আমি মনে করি এটা সব যুদ্ধ ছাড়িয়ে গেছে। আমরা চিন্তা করছি ফিলি*স্তিনিদের কথা। নিজেরা যে বড়ো ফিলি*স্তিনি হয়ে গেছি সেটা একবার ভাবুন।

কোনো প্রবাসী ভাইবোনেদের শরীরে র**ক্তের মধ্যে এই মানবতার অনুভূতি খেলা না করে তারাই শুধু রেমিটেন্স পাঠাবেন। কিছু বলার নেই।

এদিকে একজন বলবেন, "আপনারা রেমিটেন্স পাঠাবেন। আপনারা যেন রেমিটেন্স পাঠাতে পারেন তাই ইন্টারনেট দিয়েছি তো।" তাহলে ইন্টারনেট কেটেছিলেন কেন? কতো প্রবাসী বাড়ি ফোন করে কথা বলতে পারে নি সে কথা হুঁশ হয় নি?

আল্লাহ আপনাদের সাহায্য করুন।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।

27/07/2024

সেসময় পাকিস্তান সরকার কেনো এদেরকে পূর্ব পাকিস্তানের ক্ষমতায় বসাইতে চায় নাই সেটার কারন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বোঝা হয়ে গেল

শহীদ মুগ্ধর ফ্রিল্যান্সিং প্রোফাইলটাই বলে সে কতোটা ট্যালেন্টেড ফ্রিল্যান্সার ছিলো। তার আইডি দেখে সহজেই ধারণা করা যায় এই ...
27/07/2024

শহীদ মুগ্ধর ফ্রিল্যান্সিং প্রোফাইলটাই বলে সে কতোটা ট্যালেন্টেড ফ্রিল্যান্সার ছিলো।

তার আইডি দেখে সহজেই ধারণা করা যায় এই দেশকে অন্তত ৫০,০০০$-৬০,০০০$ বৈদেশিক মুদ্রা এনে দিয়েছিলো সে। ১০০০+ রিভিউ সাথে এভারেজে ৫★ মেইন্টেইন করা। একজন মুক্তপেশাজীবী হিসাবে সরকারী চাকরীতে কোটার জন্য তাঁর আন্দোলনে যাওয়া লাগে না। তারপরেও এই আন্দোলনে শরিক হয়েছিল, দেশের সকল নাগরিকদের সমমর্যাদার জন্য। ফলাফল হচ্ছে, ঘাতক পুলিশের বুলেট তাঁর জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে।

এতো ছোট বয়সে দেশের অর্থনীতিতে এরকম অবদান কয়জন রাখতে পারে?

Address

Baridhara
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside Of Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share