11/09/2024
TCN was nearly kind of project for us, the founder nodes and core nodes 1.0!
Here's how:
Firstly, কলেজ এর বেশিরভাগ পেজগুলো meme নিয়েই পড়ে থাকে। আমি আমার entire session এ শুরু থেকেই শুধু The Cityian Nerd এবং Humans of Dhaka City College কে ভিন্ন পথে হাঁটতে দেখেছি। আর বিপ্লব শুরুর পর Dccian Memers কে meme এর বাইরে অনেক পোস্ট দিতে দেখেছি, that's amazing and admirable! সেখানে কেনো যেন সবাই অভ্যস্থ হয়ে গিয়েছে যে কোনো নতুন পেজ মানেই সেইটা meme পেজ হবে! এইটা সত্যিই devastating কোনো কোনো ক্ষেত্রে। ইভেন ২৫ থেকে এডমিন রিক্রুট করে এখন পর্যন্ত ফলাফল শূন্য। কারণটা এইখানেই।
Secondly, the process is way more complicated! কোনো লেখা আমাদের কাছে আসলে আমরা হুট করে একদমই প্রকাশ করতাম না। সেইটার প্রুফরীডিং হতো, দেখা হতো সেইটা প্রকাশ করলে কলেজের ইমেজের বারোটা বাজবে কিনা। Now here's the catch! Everyone in the panel is extremely nerd type students! নিজের পড়াশোনাকে সবাই এই প্রজেক্ট থেকে বেশি গুরুত্ব দিত। ফলাফল: যখন দেখা যাচ্ছে আমার পড়াশোনার প্রেশার বেশি, we've been slow down or sopped committing changes!
Thirdly, সত্যিকার অর্থে এই runtime প্রজেক্ট এ আমাদের প্ল্যান যা ছিল, একটা কমিউনিটি গড়া যেখানে সবাই এক্সট্রা একাডেমী নিয়ে কথা বলবে (কারণ আমাদের একাডেমি তো জগাখিচুড়ী) এবং নিজের দক্ষতার জায়গাগুলো nourish করবে, সেখানে আমরা মাঝ পথে আবিষ্কার করলাম যে আমাদের চিন্তাধারা হয়তো বেশিই অপরিপক্ক। None were too interested to the concept.
Fourthly, mismanagement! Our mismanagement was at peak! আগেই বলেছি, nerd হিসেবে সবাই নিজের পড়াশোনাকে গুরুত্ব দিত, যে কারণে কমিউনিটি ম্যানেজমেন্ট আমরা তেমন গুরুত্বের সাথে নেইনি, যেটা অবশ্যই আমাদের ভুল, ব্যর্থতা এবং অপরিণামদর্শীতা।
Now what? End of the project?
Um, আমার প্ল্যান, একটা অটোমেটেড সিস্টেম রেডি করে দেওয়া, যেখানে যারা কনসেপ্টের সাথে একাত্মতা প্রকাশ করে, তারা নিজেদের সাথে ইন্টারেকশন করতে পারবে : একটা complete website রেডি করা।
Then?
ওয়েবসাইট ম্যানেজমেন্ট সহজ, কমপক্ষে পেজে নিয়মিত পোস্ট করার থেকে! যদিও বিল্ড করা নিয়ে প্যারা খেতে হবে। Once the website is ready, we can get a relief maybe!
~ প্রভাত প্রান্তর