The Cityian Nerd

The Cityian Nerd A community for the former and current students of Dhaka City College who are active in ECAs.

02/02/2025

Admission Preparation or Life Endgame?

31/10/2024

কিন্তু কথা হচ্ছে "অভিভাবকদের আর হয়রানি করা হবে না" নোটিসে বলে নিজেরাই স্বীকার করলো যে তাহারা সওয়াবের কাজ করছিল এদ্দিন। 🥴

অবৈধভাবে দায়িত্বে থাকা কারো অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা।তারা আমাদের ৪জন শিক্ষক-ভাইস প্রিন্সিপাল মোশাররফ হো...
30/10/2024

অবৈধভাবে দায়িত্বে থাকা কারো অধীনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা।
তারা আমাদের ৪জন শিক্ষক
-ভাইস প্রিন্সিপাল মোশাররফ হোসেন চৌধুরী
- কায়কোবাদ সরকার
- আল ফয়সাল স্যার
- জাহাঙ্গীর আলম সুমন স্যারকে অন্যায়ভাবে কলেজ থেকে বহিষ্কার করে অবাঞ্ছিত ঘোষণা করতে পারলে আমরাও এই অবৈধ এবং কলেজ দখলকারী শিক্ষকদের কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

কলেজের গভর্ণিং বডি ১ মাসেও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বৈধ অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের ব্যাপারে। বরং তারা তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন না মেনে নিজেরা চলতে চায় তাহলে সে প্রতিষ্ঠান চালানোর কোনো প্রয়োজন নেই।
বানোয়াট ছাত্র সমন্বয়কের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ নিয়োগ হলে সেটাকে শিক্ষা প্রতিষ্ঠান বলা যাবে না।
আজ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা সিটি কলেজের সমস্ত ক্লাস, পরীক্ষা বয়কট ঘোষণা করা হলো।

কলেজের এই নোটিশ প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীবৃন্দ, মোখলেস এর পদত্যাগ দাবি, এবং সুমন স্যারকে কলেজে ফিরিয়ে আনার জন্য আগাম...
29/10/2024

কলেজের এই নোটিশ প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীবৃন্দ,

মোখলেস এর পদত্যাগ দাবি, এবং সুমন স্যারকে কলেজে ফিরিয়ে আনার জন্য আগামীকাল সকাল ১২ টায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হলো।

29/10/2024

!!!জরুরি পোস্ট!!!

নির্মূল মোখলেছ কি আজকে পদত্যাগ করতে হবে
এবং আগামীকাল এর মধ্যে ভাইস প্রিন্সিপাল মোশাররফ স্যারকে যাকে গর্ভনিং বডির চেয়ারম্যান প্রথম মিটিং এ অনুপস্থিত থাকার কারণে চাকুরীচ্যুত করে, তাকে আবারও তার পদে ফিরিয়ে এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিতে হবে।

জাহাঙ্গীর এবং নয়েম কে ৬ মাসের জন্য বহিষ্কার করতে হবে এবং সেটার কাগজ অফিসিয়ালি দিতে হবে আজকের মধ্যে

যেই স্টুডেন্টরা কালকে পরীক্ষায় অংশগ্রহণ করে নাই তাদেরকে কোন প্রকাশ হ্যারাসমেন্ট করা যাবে না, এবং দরকার হলেই পরীক্ষা আবার নিতে হবে

মেইন দাবি এইগুলা

এইগুলা আজকের মধ্যে মানতে হবে
আর নাইলে আগামীকাল থেকে ঢাকা সিটি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ!!!

28/10/2024

শেষ পর্যন্ত ৭ তলার ওয়াশরুম! :/

Get Ready For The Blast 💥-Today Sharp At 10:00 pm
11/10/2024

Get Ready For The Blast 💥
-Today Sharp At 10:00 pm

...
05/10/2024

...

খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বন্যাকবলিত জন্য আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, তা আশানুরূপ ফলাফল দিচ্ছে না এবং পর্যাপ্ত সাহায্যও আসছে না। এই পরিস্থিতিতে আমরা কী করব বুঝতে পারছি না, কারণ এত মানুষ ঘরহীন হয়ে পানিতে জীবনযাপন করছে। এ অবস্থায় মন শান্ত রাখা সম্ভব নয়। তাই, আমরা আশা করি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের জন্য এগিয়ে আসবেন। আর যদি সরাসরি সাহায্য করতে না পারেন, অনুগ্রহ করে এটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন।

আপনার সহযোগিতা খুবই মূল্যবান।
N.B: বিকাশ পার্সোনাল নাম্বার এবং নগদ একই নাম্বার।

11/09/2024

TCN was nearly kind of project for us, the founder nodes and core nodes 1.0!

Here's how:

Firstly, কলেজ এর বেশিরভাগ পেজগুলো meme নিয়েই পড়ে থাকে। আমি আমার entire session এ শুরু থেকেই শুধু The Cityian Nerd এবং Humans of Dhaka City College কে ভিন্ন পথে হাঁটতে দেখেছি। আর বিপ্লব শুরুর পর Dccian Memers কে meme এর বাইরে অনেক পোস্ট দিতে দেখেছি, that's amazing and admirable! সেখানে কেনো যেন সবাই অভ্যস্থ হয়ে গিয়েছে যে কোনো নতুন পেজ মানেই সেইটা meme পেজ হবে! এইটা সত্যিই devastating কোনো কোনো ক্ষেত্রে। ইভেন ২৫ থেকে এডমিন রিক্রুট করে এখন পর্যন্ত ফলাফল শূন্য। কারণটা এইখানেই।

Secondly, the process is way more complicated! কোনো লেখা আমাদের কাছে আসলে আমরা হুট করে একদমই প্রকাশ করতাম না। সেইটার প্রুফরীডিং হতো, দেখা হতো সেইটা প্রকাশ করলে কলেজের ইমেজের বারোটা বাজবে কিনা। Now here's the catch! Everyone in the panel is extremely nerd type students! নিজের পড়াশোনাকে সবাই এই প্রজেক্ট থেকে বেশি গুরুত্ব দিত। ফলাফল: যখন দেখা যাচ্ছে আমার পড়াশোনার প্রেশার বেশি, we've been slow down or sopped committing changes!

Thirdly, সত্যিকার অর্থে এই runtime প্রজেক্ট এ আমাদের প্ল্যান যা ছিল, একটা কমিউনিটি গড়া যেখানে সবাই এক্সট্রা একাডেমী নিয়ে কথা বলবে (কারণ আমাদের একাডেমি তো জগাখিচুড়ী) এবং নিজের দক্ষতার জায়গাগুলো nourish করবে, সেখানে আমরা মাঝ পথে আবিষ্কার করলাম যে আমাদের চিন্তাধারা হয়তো বেশিই অপরিপক্ক। None were too interested to the concept.

Fourthly, mismanagement! Our mismanagement was at peak! আগেই বলেছি, nerd হিসেবে সবাই নিজের পড়াশোনাকে গুরুত্ব দিত, যে কারণে কমিউনিটি ম্যানেজমেন্ট আমরা তেমন গুরুত্বের সাথে নেইনি, যেটা অবশ্যই আমাদের ভুল, ব্যর্থতা এবং অপরিণামদর্শীতা।

Now what? End of the project?
Um, আমার প্ল্যান, একটা অটোমেটেড সিস্টেম রেডি করে দেওয়া, যেখানে যারা কনসেপ্টের সাথে একাত্মতা প্রকাশ করে, তারা নিজেদের সাথে ইন্টারেকশন করতে পারবে : একটা complete website রেডি করা।

Then?
ওয়েবসাইট ম্যানেজমেন্ট সহজ, কমপক্ষে পেজে নিয়মিত পোস্ট করার থেকে! যদিও বিল্ড করা নিয়ে প্যারা খেতে হবে। Once the website is ready, we can get a relief maybe!

~ প্রভাত প্রান্তর

10/09/2024

কখন থেমে যেতে হয় সেটা জানতে হয়।

মানুষের মনে তোমাদের জন্য অনেক আবেগ আর আদর রয়েছে ভাইয়ারা। কিন্তু মানুষ কখনো উশৃঙ্খলতা পছন্দ করে না।

যখন সরকারটা ইন্ডিয়ার ছিল। তখন এর হিসাব আলাদ্যা যখন সরকারটা তোমাদের নিজেদের, তখন নিজেদেরও সংযত হয়ে চলা উচিত। এবং এবং সরকারটাকেও বিব্রতকর অবস্থায় না ফেলা উচিত। এখন সরকার যদি তোমাদেরকে কিছু না বলে অনারা বলবে যে ছাত্রদের সরকার ছাত্রদের কিছু বলে না। আবার সরকার যদি আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে তোমাদের পেটায়, তখন আবার তোমাদের এগুলো ভালো লাগবে না।
আমাদের কাছেও খুব খারাপ লাগবে।

সুতরাং অমন পরিস্থিতি কোন ভাবেই তৈরি হইতে দিও না। নিজেরা একটা সরকার এনেছ। নিজেরা দেশটাকে সুন্দর করে সাজাও। সাইন্সল্যাবের আশেপাশে তোমাদের যে পাঁচটা কলেজ। সে পাঁচটা কলেজের একত্র শক্তি যে কত বড় শক্তি, ছাত্র আন্দোলনের দিনগুলোতে তোমরা সেটা টের পেয়ে গেছো। সেই শক্তিটা ধরে রাখো। অনেক লাভ হবে তোমাদের।

~ From A Respective Senior

Send a message to learn more

09/09/2024

HSC পরীক্ষা, এডমিশান ইত্যাদি কারণে আমরা তো নাই একেবারে -_- মৃতপ্রায় এডমিন প্যানেল!

আল্লাহর রহমতে আরমিশন শেষ করে নিই, ইনশাল্লাহ সিটিয়ান দের জন্য একটা ওয়েবসাইট নিয়ে আসবো যেখানে তারা যেকোনো সময় তাদের লেখাগুলো (আপাতত শুধু লেখা!) পোস্ট করতে পারবে।
দোয়া কইরেন সবাই। আমার জন্যও কইরেন, সবার জন্যই কইরেন, দেশের জন্যও কইরেন। ইনশাল্লাহ সামনে ভালো কিছুই হবে।

~ প্রভাত (২০২২-২০২৩)

Our Cityian brother 'Sami' is missing🚨HM Shofi Sami Section: BDHRoll: 4075 HSC 2024গতকাল রাত থেকে ওকে পাওয়া যাইতেছে না।...
09/09/2024

Our Cityian brother 'Sami' is missing🚨

HM Shofi Sami
Section: BDH
Roll: 4075
HSC 2024

গতকাল রাত থেকে ওকে পাওয়া যাইতেছে না। ফোন বাসায় রেখে গেছে। ফোনেই পাওয়া যাইতেছে না। কেউ যদি ওর কোনো খোঁজ খবর পেয়ে থাকেন বা জানেন কই থাকতে পারে kindly জানাবেন। এবং ওর ক্লোজ ফ্রেন্ডরা প্লীজ নক দিবেন। ও নিখোঁজ থাকায় ওর মাও অসুস্থ হয়ে গেছে।
ছেলেটি ফরিদাবাদ, ঢাকা - ১২০৪(পুরান ঢাকা) এর বাসিন্দা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Cityian Nerd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cityian Nerd:

Share

Category