24এসিবি সংবাদ

24এসিবি সংবাদ Humayun Akash Noakhali Bangladesh

মধ্যবিত্ত, নিঃশব্দ কষ্ট! রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির, ত্যাগের, ভালোবাসার, দানশীলতার, দয়া ও করুণার এক প...
17/02/2025

মধ্যবিত্ত, নিঃশব্দ কষ্ট!

রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির, ত্যাগের, ভালোবাসার, দানশীলতার, দয়া ও করুণার এক পরম সুযোগ।

আমাদের ইফতার টেবিলে যখন বাহারি খাবারের আয়োজন থাকে, তখন একবার ভাবুন সেই অসহায় মুখগুলোর কথা, যাদের ঘরে এক টুকরো শুকনো রুটি জোটানোও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ইফতারের পর পরই ঠান্ডা শরবত পান করে প্রশান্তি পাই, কিন্তু সেই মা-বাবার কথা ভাবুন, যারা তাদের ক্ষুধার্ত সন্তানকে খালি পেটে ঘুম পাড়ানোর জন্য রাতভর আল্লাহর দরবারে কান্নাকাটি করছে।

আমরা যারা ভাগ্যবান, তারা ইচ্ছেমতো বাজার করতে পারি। গরিবরা হয়তো মানুষের দয়ার উপর নির্ভরশীল হয়ে কিছুটা সাহায্য পায়। কিন্তু মধ্যবিত্ত?

এই সমাজের সবচেয়ে নিঃশব্দ কষ্ট সহ্য করা শ্রেণি হলো মধ্যবিত্ত পরিবার।
তারা কারো কাছে কিছু চাইতে পারে না, কারণ তাদের আত্মসম্মানবোধ আছে।
তারা না খেয়েও হাসে, যেন সব ঠিক আছে! কিন্তু সত্যিই কি সব ঠিক আছে?

কত শত মা সারারাত না খেয়ে থাকেন, শুধু সন্তান যেন একটুখানি পেট ভরে খেতে পারে।
কত বাবা দিনের পর দিন নিজের জন্য নতুন জামা কেনে না, শুধু সন্তানটাকে ঈদের দিনে নতুন কাপড় পরাতে পারে।
কত সন্তানেরা বুঝতে পারে না কেন তাদের মা-বাবার চোখে কান্না লুকিয়ে রাখা!

কত অসহায় মা-বাবা সারারাত আল্লাহকে ডেকে ডেকে বলেন, “হে আল্লাহ! আমাদের সন্তানদের যেন মানুষের কাছে হাত পাততে না হয়!”
* কিন্তু আমরা কি তাদের জন্য কিছু করছি?
* আসুন, এবার একটু আলাদা কিছু করি!

এই রমজান শুধু নিজের জন্য নয়, বরং সেই মানুষগুলোর জন্য যারা এক চিলতে হাসির জন্য প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে।
যারা মানুষের কাছে কিছু চাইতে পারে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় সারারাত ঘুমাতে পারে না।
যারা হয়তো আমাদেরই পরিচিত, শুধু তাদের কষ্টের কথা আমরা জানতে চাই না!

আমরা কিভাবে সাহায্য করতে পারি?

১. রাতের আঁধারে গোপনে সাহায্য করুন

• এক ব্যাগ চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, দুধ, খেজুর নিয়ে তাদের দরজার সামনে রেখে আসুন।
• কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবেন!
• যে হাত গোপনে দান করে, কিয়ামতের দিন সেই হাত নূরের মতো উজ্জ্বল হবে!

একবার ভাবুন:
আপনার দেওয়া এক ব্যাগ খাবার যখন এক মা হাতে পাবে, তখন সে হয়তো চিৎকার করে কাঁদবে আর আল্লাহকে শুকরিয়া জানাবে!
একজন বাবা যখন রাতের অন্ধকারে সেই খাবার দেখে সন্তানের মুখে হাসি দেখবে, তখন হয়তো আল্লাহর দরবারে আপনার জন্য অজান্তেই হাত তুলে দোয়া করবে!

২. আত্মীয়দের আগে গুরুত্ব দিন

নবীজি (সাঃ) বলেছেন, “তোমার দান প্রথমে তোমার আত্মীয়ের প্রাপ্য।”
• আত্মীয়দের খোঁজ নিন, যদি তাদের কেউ কষ্টে থাকে, গোপনে সাহায্য করুন।
• তারপর প্রতিবেশীদের দিকে নজর দিন।
• এমন কাউকে খুঁজুন, যারা মুখ ফুটে কিছু বলতে পারে না।

একটু ভাবুন:
আপনার এক চাচা বা খালা বা মামা, কেউ হয়তো চরম কষ্টের মধ্যে আছেন, কিন্তু বলতে পারছেন না।
ঐ আত্মীয় যদি একদিন না খেয়ে ঘুমিয়ে যায়, আর আপনি সেই রাতে ইফতারে বিরিয়ানি খান, তাহলে আল্লাহর সামনে কী জবাব দেবেন?

৩. লজ্জা নিবারণের কৌশল অবলম্বন করুন

• যদি কেউ নিতে সংকোচবোধ করে, তাহলে বলুন: এটা তো সবাইকেই দেওয়া হচ্ছে, শুধু আপনাদের জন্য নয়!
• তাদের সম্মান রক্ষা করুন, যেন তারা কষ্ট না পান।
• ভালো কাজের জন্য একটু অভিনয় করলে ক্ষতি নেই, বরং আল্লাহর সন্তুষ্টি লাভ হবে।

একটু ভাবুন:
কোনো বাবা যদি আপনার সাহায্য নিতে সংকোচবোধ করেন, তাহলে তার সন্তানকে না খেয়ে থাকতে হবে!
আপনি কি পারবেন নিজের চোখের সামনে কাউকে ক্ষুধার্ত রেখে ইফতার করতে?

৪. বিলাসিতা কমিয়ে একটু দান করুন

• আমরা হাজার হাজার টাকা খরচ করি পোশাক, খাবার, মোবাইল বা অপ্রয়োজনীয় জিনিসে।
• শুধু এই এক মাস একটু কম খরচ করলে কি এমন ক্ষতি হবে?
• মনে রাখুন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, সে তার দ্বিগুণ বা তার চেয়েও বেশি ফিরে পাবে!

একটু ভাবুন:
আপনার এক দিনের অপ্রয়োজনীয় খরচ হয়তো কারো পুরো রমজানের খাবারের ব্যবস্থা করতে পারে!
আপনার এক গ্লাস ঠান্ডা শরবতের দাম হয়তো কারো একদিনের সাহরি হতে পারে!
আমরা কি পারি না একটু কম খেয়ে, কম পরিধান করে, কম ব্যয় করে কারো মুখে হাসি ফোটাতে?

আল্লাহর প্রতিশ্রুতি: দান করলে তুমি হারাবে না, বরং আরও বেশি পাবে!

একবার কল্পনা করুন:
আপনি যখন রাতের অন্ধকারে কোনো দরজার সামনে খাবারের ব্যাগ রেখে আসবেন, তখন কেউ দেখবে না।
কিন্তু যখন সেই দরজা খুলবে, যখন সেই অসহায় মা খাবারের ব্যাগ হাতে নিয়ে অঝোরে কাঁদবে, তখন সেই অশ্রু আল্লাহর দরবারে আপনার জন্য রহমতের কারণ হবে!

* এই রমজান হোক আমাদের আত্মশুদ্ধির মাস,
* এই রমজান হোক গরিবের মুখে হাসি ফোটানোর মাস,
* এই রমজান হোক আল্লাহর রহমত পাওয়ার মাস।

আসুন, এবারের রমজান এমন কিছু করি, যা দেখে ফেরেশতারা বলে, “হে আল্লাহ! এই বান্দাকে জান্নাতের সুসংবাদ দাও!”

আসুন, এবারের রমজান নিঃশব্দে, নিঃস্বার্থে, শুধুমাত্র আল্লাহর জন্য কিছু করি!

16/02/2025

আল্লাহর কাছে
অসম্ভব বলে কিছু নেই !
অতি শীঘ্র (কর্মমুক্ত হয়ে তোমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য) আমি তোমাদের প্রতি মনোনিবেশ করব, ... তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়া'মতকে অস্বীকার করবে?
সুরা আর রহমান - ১৪-৭৮

"বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরিস" অথবা ঘরের বউদের এত বেহিসেবী হলে হয়না,এত ঘুরে কি করবা! টাকা জমাও" এই দুই কথার মাঝে ঘুরপাক...
15/02/2025

"বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরিস" অথবা ঘরের বউদের এত বেহিসেবী হলে হয়না,এত ঘুরে কি করবা! টাকা জমাও" এই দুই কথার মাঝে ঘুরপাক খায় কত শত মেয়েদের "ঘুরে বেড়ানোর স্বপ্ন!!

আসলে সব কিছুর একটা আলাদা বয়স থাকে,
যেই বয়সে স্বামী স্ত্রীর একজন আরেকজন কে সময় দেওয়া উচিত, যে বয়সে দুইজনের ঘুরে বেড়ানো উচিত সেই বয়সে আমরা পরিবারের লোক কি বলবে, আশপাশের মানুষ কি বলবে সেই চিন্তায় অস্থির হয়ে থাকি

একটি সত্যি কথা কি জানেন আমাদের হিসেব নিকেষে বেশ ভুল হয় সবসময়।

বার্ধক্যে ব্যাংকে জমে থাকা কোটি টাকার বিনিময়ে সেই কিশোরী মনের পাহাড় দেখার শখ কিংবা বিয়ের পরে নতুন সেই বউটার প্রিয় মানুষটার সাথে সমুদ্রে পা ভেজানোর ইচ্ছে কি কেউ ফিরে পায় সেই কোটি টাকার বিনিময়ে?

আমরা বারবার ভুলে যাই জীবনের জন্য অর্থ,অর্থের জন্য জীবন নয়।

15/02/2025
"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়ে...
15/02/2025

"মেন্টাল সাপোর্ট এর জন্য স্ত্রীর বিকল্প নাই"একজন পুরুষের মানসিক শান্তি ও সমর্থনের ক্ষেত্রে তার স্ত্রীর বিশেষ ভূমিকা রয়েছে।

জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, চাপ ও মানসিক ক্লান্তির সময় একজন স্ত্রী তার সঙ্গীকে যে সমর্থন, সহানুভূতি ও ভালোবাসা দেন, তা অনন্য। স্ত্রী সঙ্গীর মানসিক ও আবেগগত প্রয়োজন গুলো বোঝার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেন, যা জীবনের কঠিন সময়গুলো সহজ করে তোলে।

একজন স্ত্রীর মতো নিঃস্বার্থ মমতা ও মানসিক সমর্থন, আসলে আর কেউ দিতে পারে না। জীবনের প্রতিটি চড়াই -উতরাইয়ে যখন মানসিকভাবে ক্লান্তি অনুভব হয়।

তখন একজন স্ত্রীর স্নেহময় স্পর্শ ও আন্তরিক সহানুভূতি সঙ্গীকে নতুন করে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্ত্রী তার সঙ্গীর অনুভূতি বোঝে।

সব ব্যথা ভাগাভাগি করে নেয়, এমনকি না বললেও অনেক কিছু অনুভব করতে পারে।

জীবনের প্রতিটি ধাপে পাশে থাকা এই মানুষটি যেন এক সজীব ছায়া, যার কোমল ও মায়াবী উপস্থিতি সঙ্গীকে সব বাধা পার করার প্রেরণা জোগায়। যদি পুরুষ বুঝত তাহলে জীবনে একধাপ এগিয়ে যেত।
জীবনে মানসিক শান্তি বলে যদি কিছু তাকে তাও তুমি।
ভালোবাসা সুন্দর যদি জীবন সঙ্গী টা সঠিক হয়।

14/02/2025

বহু বছর ধরে প্রতি চার বছর পর পর লিপ ইয়ারের মাধ্যমে বছর গণনাকে সমন্বয় করায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। সাধারণত এক বছর বলতে ৩৬৫ দিনের হিসাব করা হলেও লিপ ইয়ার বা অধিবর্ষের বছরের গণনা করা হবে ৩৬৬ দিনে।

লিপ ইয়ার হল প্রতি চার বছর পর পর ৩৬৫-দিনের ক্যালেন্ডারে ফেব্রুয়ারির ষে বাড়তি একটি দিন যোগ হওয়া। তাই ২৯ ফেব্রুয়ারি অবশ্যই বিষ একটি দিন।

কিন্তু ইতিহাসে শুধুমাত্র একবার এমন সময় এসেছিল যখন ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যোগ করতে হয়েছিল। সুইডেন একটি ডাবল লিপ ইয়ারের অংশ হিসেবে ১৭১২ সালের ক্যালেন্ডারে ৩০ ফেব্রুয়ারি যুক্ত করেছিল।

তাহলে ভেবে দেখুন, সেই তারিখে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের ভাগ্যে কী হয়েছে? তারা তাদের জীবদ্দশায় কখনই সত্যিকারের জন্মদিন উদযাপন করতে পারেননি।
একটি বাড়তি দিন
কিন্তু এই জুলিয়ান ক্যালেন্ডারও বেশিদিন টেকেনি। ওই ক্যালেন্ডারে কিছু ফাঁক থাকার কারণে ১৫৮২ সাল থেকে ক্রমান্বয়ে জুলিয়ান ক্যালেন্ডারের জায়গা প্রতিস্থাপন করে নেয় আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার। জুলিয়ান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ থেকে।

যেহেতু প্রতি চার বছরে একটি অতিরিক্ত দিনের প্রয়োজন ছিল, তাই রোমানরা সিদ্ধান্ত নিয়েছিল যে এটি ফেব্রুয়ারিতে হবে, যা তখন বছরের ষ মাস ছিল।

লিপ নামটি ল্যাটিন বাক্য থেকে এসেছে। যার অর্থ মার্চ মাস শুরুর ছয় দিন আগে, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি। সেসময় ওই দিনটি লিপ ইয়ার হিসেবে পালন করা হত।

বাক্যটি কিছুটা দীর্ঘ হওয়ায় একে সংক্ষেপে ‘বিস সেক্সটাস’ বলা হয়ে থাকে যার অর্থ লিপ ইয়ার বা বাংলায় অধিবর্ষ।

কয়েক বছর পরে ত্রয়োদশ পোপ গ্রেগরি এক ডিক্রি জারির মাধ্যমে ক্যালেন্ডারটিকে 'নিখুঁত' করার সিদ্ধান্ত নেন। তার আনা পরিবর্তনগুলোর মধ্যে একটি ছিল যে লিপ ইয়ারের অতিরিক্ত দিনটি হবে ২৯ ফেব্রুয়ারি এবং জুলিয়ান ক্যালেন্ডার দ্বারা নির্ধারিত ২৪ তারিখ নয়।

14/02/2025

ভারতের হায়দ্রাবাদ আদালতে এক নারী বিচারককে লক্ষ্য করে জুতা নি'ক্ষে'প করেছে আ'সা'মি ।

14/02/2025
শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্ত...
14/02/2025

শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

বরাত অর্থ নাজাত বা মুক্তি, তাই শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এ মহান রাতে আল্লাহ পাক তার সৃষ্টির সেরা জীব মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আর এ কারণেই এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের প্রত্যাশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করে। নি:সন্দেহে এই রাত ফজিলতপূর্ণ। আল্লাহ পাক এই রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন। সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।

আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

পুরুষদের বলছি: যখন একটা পুরুষের বিয়ের সময় হয়, তখন তারা সুন্দরী, বড় ঘরের  ,অতি শিক্ষিত স্মার্ট মেয়ে পছন্দ করেন। এই অ...
12/02/2025

পুরুষদের বলছি:
যখন একটা পুরুষের বিয়ের সময় হয়, তখন তারা সুন্দরী, বড় ঘরের ,অতি শিক্ষিত স্মার্ট মেয়ে পছন্দ করেন। এই অতি রূপবতী, বড় ঘরের স্মার্ট , শিক্ষিত মেয়েটি এসে আবার সংসারের হাল ধরবে এমন আশা ও করেন।
এটা আশা করা কি ঠিক?
বড় ঘরের অতি সুন্দরী, শিক্ষিত মেয়েটি ,তারও তো একটা আশা থাকতে পারে। আপনি তাদের কাছ থেকে যতটা আশা করবেন, তার চেয়ে বেশি নিরাশ হবেন।

তাই বিয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে ডিসিশন দেন। জীবন তো একটাই, একটা মনের মত যোগ্য নারী জীবনে বেছে নেন। সুন্দর, শিক্ষিত বড় ঘরের স্মার্ট মেয়ের চেয়ে মানবিক গুণাবলী সম্পন্ন যোগ্য নারী খুঁজে বের করুন। তাহলে জীবন সুন্দর হতে বাধ্য।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছেন  অনামিকা আজম ফাউন্ডেশন দেশে করোনা কালীন সময় থেকে , সহস্র পরিবার পেয়েছে এই ফ...
12/02/2025

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছেন অনামিকা আজম ফাউন্ডেশন দেশে করোনা কালীন সময় থেকে , সহস্র পরিবার পেয়েছে এই ফাউন্ডেশনের মানবতার সেবা, ফাউন্ডেশনের চেয়ারম্যান ম্যাডাম অনামিকা আজম নিজের জন্মস্থান সহ নোয়াখালীর গণ্ডি পেরিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়েছে অনামিকা আজম ফাউন্ডেশন এর মানবতার সেবা, সারাদিন ব্যস্ততা থাকার পরেও ভার্চুয়ালি মিটিং করে ফাউন্ডেশন নিয়ে সবসময় চিন্তা ভাবনা ছিল ম্যাডাম অনামিকা আজমের, অনামিকা আজম বলেন মানুষের উপকার যে করে সে হচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষ, তাই সমাজের ধনকূপ ও প্রভাবশালীরা এগিয়ে আসলে সমাজের অসহায় মানুষের প্রতিচ্ছবি আর থাকবে না, তাই যতদিন বেঁচে থাকবো, সমাজের অসহায় মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ
Anamika Azam
Anna Azam

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭০ তলায়।তবে হোটেলের নিয়ম অনুযায়...
12/02/2025

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭০ তলায়।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!
একদিন তারা ঘুরতে বের হল। কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ, তারা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে ৭০ তলায় হেঁটে উঠবে!
পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!
তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !
এরপর আরেক জন
গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !
এখন কি করা যায়?
তারপর তৃতীয় জন, গান , গল্প কিছুই পারেন না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭০ তলায় গিয়ে পৌছে!

তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা গেল ,চাবিটা রিসেপশনে!
তবে এখনকি আর সম্ভব! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?
এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?
তাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি?
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন, (আমিন)

Address

Dhaka

Telephone

+8801633334411

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24এসিবি সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share