ASAD KHAN

ASAD KHAN I'm a digital marketer, graphics designer, and web developer.

এক লাইন বলে জান আই প্লটি মুরগি কে নিয়ে
14/04/2025

এক লাইন বলে জান আই প্লটি মুরগি কে নিয়ে

11/04/2025
07/04/2025

আমি চিন্তা করি যদি Israel বাংলাদেশের পাশে হইতো তাহলে কি হতো

07/04/2025

একটি শোক সংবাদ,
আরব বিশ্বের সরকার প্রধানরা ইন্তেকাল করেছেন😭

06/04/2025

আল্লাহ মুসলিমদের হেফাজত করো।😭

 #জরুরী_বন্যা_তহবিলhttps://assunnahfoundation.org/donate/floodপ্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার...
23/08/2024

#জরুরী_বন্যা_তহবিল
https://assunnahfoundation.org/donate/flood
প্রতিবছর বর্ষাকালে বাংলাদেশের প্রায় ২৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা (১৮%) বন্যায় প্লাবিত হয়। এ সময় বিশেষ ভাবে দেশের উত্তর অঞ্চলের বানভাসি মানুষ চরম দুর্ভোগের শিকার হয়। আস সুন্নাহ্ ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত জেলাগুলিতে প্রতিবছরই ত্রাণ কার্যক্রম ও দুর্দশাগ্রস্ত-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে থাকে।

06/08/2024

#ভুলে যাবেন না আমরা সাধারণ মানুষ কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজপথে নামিনি। আমরা আমাদের বাক স্বাধীনতার জন্য রাজপথে ছিলাম। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসেন না কেন ভুলে যাবেন না আপনারা জনগণের গোলাম। আপনারা আমাদের বলার অধিকার কেড়ে নিতে চাইলে আমরা আপনাদের গদিটাই কেড়ে নিবো।

# সবাইকে একটা অনুরোধ এতদিন আওমীলীগ ক্ষমতা থাকার কারণে অনেকেই ব্যবসায়িক খাতিরে বা ফ্রেন্ড অথবা বড় ভাই খাতিরে ছাত্রলীগ , আওমীলীগ এর সাথে অনেকেই চলাফেরা করেছে তাই এইমুহূর্তে ছাত্রলীগ আওমীলীগ পেটানোর নামে যেন একটাও নিরীহ জীবন না যায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একদল সুবিধা পার্টি আপনার আমার ভাই অথবা বন্ধু কেই হয়তো আঘাত করবে , আগে যায় হয়েছে এখন দয়া করে কেউ আগুনে ঘি ঢালবেন না।
এই আন্দোলন ছাত্রলীগ আওমীলীগ পেটানোর আন্দোলন ছিল না এই আন্দোলন একটা সিস্টেমের বিরুদ্দে ছিল। এখন ছাত্রলীগ এর যারা রাস্তায় রয়েছে অথবা এলাকায় রয়েছে তারা কেবলি নিরীহ কর্মী ছিল রাঘব বোয়াল আগেই পালিয়েছে , যায় করেন নিজের বিবেককে কাজে লাগান কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে ছাত্রলীগের মতো নিজেদের কুলাঙ্কার প্রমান কইরেন না।
যদি এমন কিছু ঘটে তাহলে আওমীলীগ গুন্ডা বাহিনী আর আমাদের মাঝে কোন পার্থক্য থাকবে না।
সবচেয়ে বড় কথা ক্ষমা মহৎ গুন্। ...............................................................................................................................

#আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না।
প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
লুটপাট ও ভাঙচুর হতে দিবেন না।
সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।

সর্বোপরি বলতে চাই এইদেশ আমার আপনার আমাদের সবার দেশের সকল সম্পদ আমাদের এইগুলো কোন রাজনৈতিক দলের না।তাই দয়া করে রাষ্টের সম্পদ ধ্বংস করবেন না। রাষ্টের সকল সম্পদ আমার আপনার টাকায় হয়েছে, তাই রাষ্টের সম্পদ ধ্বংস করে নিজের ক্ষতি দেশ ও মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকি।

নেদারল্যান্ড বনাম সাউথ আফ্রিকার খেলায় কী হতে পারে নেদারল্যান্ড কী চমক দেখাবে
08/06/2024

নেদারল্যান্ড বনাম সাউথ আফ্রিকার খেলায় কী হতে পারে
নেদারল্যান্ড কী চমক দেখাবে

11/05/2024

কী করলাম এইটা?

Address

Chalaband Vai Vai Market, Sha Kabir Mazar Raod. Dakkhin Khan
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASAD KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASAD KHAN:

Share