06/08/2024
#ভুলে যাবেন না আমরা সাধারণ মানুষ কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাজপথে নামিনি। আমরা আমাদের বাক স্বাধীনতার জন্য রাজপথে ছিলাম। পরবর্তীতে যারাই ক্ষমতায় আসেন না কেন ভুলে যাবেন না আপনারা জনগণের গোলাম। আপনারা আমাদের বলার অধিকার কেড়ে নিতে চাইলে আমরা আপনাদের গদিটাই কেড়ে নিবো।
# সবাইকে একটা অনুরোধ এতদিন আওমীলীগ ক্ষমতা থাকার কারণে অনেকেই ব্যবসায়িক খাতিরে বা ফ্রেন্ড অথবা বড় ভাই খাতিরে ছাত্রলীগ , আওমীলীগ এর সাথে অনেকেই চলাফেরা করেছে তাই এইমুহূর্তে ছাত্রলীগ আওমীলীগ পেটানোর নামে যেন একটাও নিরীহ জীবন না যায় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। একদল সুবিধা পার্টি আপনার আমার ভাই অথবা বন্ধু কেই হয়তো আঘাত করবে , আগে যায় হয়েছে এখন দয়া করে কেউ আগুনে ঘি ঢালবেন না।
এই আন্দোলন ছাত্রলীগ আওমীলীগ পেটানোর আন্দোলন ছিল না এই আন্দোলন একটা সিস্টেমের বিরুদ্দে ছিল। এখন ছাত্রলীগ এর যারা রাস্তায় রয়েছে অথবা এলাকায় রয়েছে তারা কেবলি নিরীহ কর্মী ছিল রাঘব বোয়াল আগেই পালিয়েছে , যায় করেন নিজের বিবেককে কাজে লাগান কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে ছাত্রলীগের মতো নিজেদের কুলাঙ্কার প্রমান কইরেন না।
যদি এমন কিছু ঘটে তাহলে আওমীলীগ গুন্ডা বাহিনী আর আমাদের মাঝে কোন পার্থক্য থাকবে না।
সবচেয়ে বড় কথা ক্ষমা মহৎ গুন্। ...............................................................................................................................
#আইন হাতে তুলে নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না।
প্রতিশোধের নেশায় মত্ত না হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন।
লুটপাট ও ভাঙচুর হতে দিবেন না।
সবাই সংযত আচরণ করি। পরিবেশটা নষ্ট করলে ক্ষতি আমাদেরই।
সর্বোপরি বলতে চাই এইদেশ আমার আপনার আমাদের সবার দেশের সকল সম্পদ আমাদের এইগুলো কোন রাজনৈতিক দলের না।তাই দয়া করে রাষ্টের সম্পদ ধ্বংস করবেন না। রাষ্টের সকল সম্পদ আমার আপনার টাকায় হয়েছে, তাই রাষ্টের সম্পদ ধ্বংস করে নিজের ক্ষতি দেশ ও মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকি।