RK Social Recovery Agency

RK Social Recovery Agency Good Services Always �
Believe in You �
In Sha Allah

ইন্টারন্যাশনাল ভিসা কার্ড চাও? এখন খুব সহজ!অনলাইন প্রফেশনালদের জন্য আন্তর্জাতিক লেনদেনের সুবিধা থাকা অনেক গুরুত্বপূর্ণ। ...
06/05/2025

ইন্টারন্যাশনাল ভিসা কার্ড চাও? এখন খুব সহজ!

অনলাইন প্রফেশনালদের জন্য আন্তর্জাতিক লেনদেনের সুবিধা থাকা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশি কার্ড দিয়ে Apple Pay, Google Pay বা সহজে ডলার খরচ করা বেশ ঝামেলার।

RedotPay নিয়ে এলো অসাধারণ সমাধান!

এখান থেকে খুব সহজে একটা ইন্টারন্যাশনাল ভিসা মাস্টারকার্ড নিতে পারো – যা দিয়ে Google, Facebook Ads, LinkedIn Premium সহ বিভিন্ন সাবস্ক্রিপশন বা ট্রায়াল নিতে পারবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো, Binance দিয়ে সরাসরি ফান্ড লোড করা যাবে!

কীভাবে নেবে?

১. ফ্রি RedotPay অ্যাকাউন্টে সাইন আপ করো – রেফারেল লিঙ্ক কমেন্টে। সাইন আপ করলে $5 বোনাস পাবে।
২. আইডি দিয়ে একাউন্ট ভেরিফাই করো, 2FA চালু করো।
৩. Binance থেকে ~১৫০০ টাকা RedotPay-তে পাঠাও।
৪. কার্ড সেকশনে গিয়ে ভিসা কার্ড অর্ডার করো।
৫. এখনই প্রথম ট্রানজেকশন করে ফেলো – আমার পোস্টে Star বাটনে ক্লিক করে ১০০ স্টার কিনে ফেলো!

এবার তোমার হাতেই সব কন্ট্রোল। কোনো সাবস্ক্রিপশনের জন্য আর ঝামেলা না!
রেফারেল লিংক কমেন্টে – ইউজ করো এবং শুরু করো আজই!

Posted by

03/05/2025

মাত্র ৫টি AI টুলেই বানিয়ে ফেলুন ইউটিউব চ্যানেলের জন্য ঝকঝকে ভিডিও কনটেন্ট!
_________🔴
ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু কনটেন্ট বানানো কঠিন? না, এখন আর নয়! AI দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারেন একদম প্রফেশনাল লেভেলের ভিডিও, সেটাও কোনো ভিডিও এডিটিং জ্ঞান ছাড়াই! চলুন জেনে নেই ৫টি দুর্দান্ত ফ্রি AI টুল—

১. Pictory.ai – শুধু স্ক্রিপ্ট দিলেই অটো ভিডিও বানিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল—সবই পায়।

২. Invideo.io – রেডি টেমপ্লেট, AI ভয়েসওভার আর স্ক্রিপ্ট থেকে ভিডিও বানানোর সুবিধা একসাথে।

৩. Descript – ভয়েস রেকর্ড করে অটো ট্রান্সক্রিপশন, এডিটিং আর ভিডিও কাটিং এক ক্লিকে।

৪. Lumen5 – ব্লগ বা আর্টিকেল থেকে ভিডিও বানিয়ে ফেলে নিজে থেকেই, একদম স্মার্টলি।

৫. HeyGen.com – AI অ্যাভাটার দিয়ে ভিডিও বানান, যেখানে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্র কথা বলবে।

এই টুলগুলো আপনার ইউটিউব ভিডিও তৈরির পুরো প্রক্রিয়াটাকেই সহজ, দ্রুত এবং প্রফেশনাল করে তুলবে।

#বাংলায়টেকনোলজি

এতো দিন যা সত্য বলে বিশ্বাস করছিলেন, সেটা যদি আসলে মিথ্যা হয়? ফেইক নিউজ এখন এতটাই ভয়ঙ্করভাবে ছড়িয়ে যায় (ফেসবুক, ইউটিউব, ...
03/05/2025

এতো দিন যা সত্য বলে বিশ্বাস করছিলেন, সেটা যদি আসলে মিথ্যা হয়? ফেইক নিউজ এখন এতটাই ভয়ঙ্করভাবে ছড়িয়ে যায় (ফেসবুক, ইউটিউব, এমনকি টিভিতেও) যে, অনেকসময় AI দিয়েও ধরা কঠিন!

কিন্তু কিছু দারুণ AI টুল আপনাকে অন্তত ব্যাসিক আইডিয়া দিতে পারে যে আপনি এখন যেই ছবিটা বা ভিডিওটা দেখছেন বা যেই নিউজটা দেখছেন, সেটার DeepFake Percentage খুব বেশী নাকি কম! মানে এইটা ফেইক হওয়ার সম্ভবনা কত%?

👉 চলুন দেখি কিভাবে এখন AI-র সাহায্যে ১ মিনিটেই ফেক নিউজ ধরা সম্ভব!

1️⃣ Google Fact Check Explorer (🤖 Free & Trusted)
✅ Google Fact Check Explorer ব্যবহার করে যেকোনো খবরের সত্যতা যাচাই করা যায়!
🔗 লিঙ্কঃ https://toolbox.google.com/factcheck/explorer

2️⃣ Snopes (🕵️‍♂️ Top Fact-Check Website)
✅ "এই AI-পাওয়ারড ওয়েবসাইট দুনিয়ার সব ফেক নিউজ ধরে ফেলে!"
🔗 https://www.snopes.com

3️⃣ AI-Powered Chatbots (🔍 Instant Fact-Check)
✅ Perplexity AI ব্যবহার করে কোনো তথ্যের উৎস যাচাই করা যায়! গুগলের জেমিনি কিনবা ChatGPT Plus ও এইক্ষেত্রে হেল্প করতে পারে অনেকসময়!
🔗 https://www.perplexity.ai

4️⃣ Fake News Detector by Logically (📢 AI-Based News Analysis)
✅ "এটি একটি প্রিমিয়াম AI টুল যা অটোমেটিকভাবে নিউজ বিশ্লেষণ করে সত্য-মিথ্যা বলে দিতে পারে!"
🔗 https://www.logically.ai

🔔 সেইভ এবং শেয়ার :)

posted by — Rifat KhanRifat Khan

26/04/2025

🚨 ফেসবুকের নতুন আপডেট ২০২৫! সতর্ক না থাকলে হারাতে পারেন একাউন্ট বা পেজ!

নতুন ফেসবুক আপডেট অনুযায়ী এখন ভুয়া বা অপ্রাসঙ্গিক কার্যক্রমের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা।
সতর্ক না থাকলে কমে যেতে পারে রিচ, এমনকি একাউন্টও হতে পারে বন্ধ!

⚡ স্প্যাম হিসেবে বিবেচিত কাজগুলো:
✔️ পোস্টের সাথে মেলেনা এমন অতিরিক্ত Hashtag ব্যবহার
✔️ নিজের পোস্ট বারবার অন্য আইডি থেকে শেয়ার করা (পেইড শেয়ারেও সতর্ক হতে হবে)
✔️ অপ্রাসঙ্গিক কমেন্ট যেমন: "ভাই দেখে যান", "সাপোর্ট চাই", "নাইস পিক", "ফলো করো আমি করবো" ইত্যাদি — এগুলো এখন বিপজ্জনক!

🔎 নতুন যুক্ত হয়েছে:
Comment Upvote/Downvote সিস্টেম!
এখন ইউজাররাই ঠিক করবে কোন কমেন্ট মূল্যবান আর কোনটা নয়।

✅ নিরাপদে ফেসবুক ব্যবহারের করণীয়:
🔸 ২-৩টি প্রাসঙ্গিক Hashtag ব্যবহার করুন
🔸 অর্গানিক এনগেজমেন্টে ফোকাস করুন, শেয়ার বাণিজ্য এড়িয়ে চলুন
🔸 কনটেন্টের সাথে মিল রেখে গঠনমূলক কমেন্ট করুন
🔸 ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ কনটেন্ট তৈরি করুন
🔸 "Support me", "Follow me" টাইপ কমেন্ট না করে ভ্যালু দেওয়া শুরু করুন

✨ মনে রাখুন:
স্মার্ট মার্কেটিং মানে হচ্ছে ➡️ ভালো কনটেন্ট + সত্যিকারের এনগেজমেন্ট!

বন্ধুদেরও জানান, যাতে হঠাৎ একদিন লগইন করতে গিয়ে তারা বিপদে না পড়ে!

---

✍️ Rifat KRifat Khan-

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉আ...
26/04/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

আপনাদের জন্য কিছু বাত্রাঃ 🗣️

সাইবার অপরাধীরা কখনও অপেক্ষা করে না—তাই আপনি সচেতন হলেই নিরাপদ থাকবেন।
নিজে নিরাপদ থাকুন, অন্যকেও সতর্ক করুন।

সাইবার সিকিউরিটি ও স্যোশাল রিকভারি সংক্রান্ত যেকোনো সহায়তায় আমাদের পাশে পাবেন।
"RK SOCIAL RECOVERY AGENCY"

🆘 জরুরি সহায়তার জন্য মেসেজ করুন: facebook.com/RifatKhanOfficial

page: facebook.com/RKSOCIALRECOVERYAGENCY

Website: www.rksrahelp.blogspot.com

★ এডমিন পোস্ট ✅




















আপনার TikTok অ্যাকাউন্ট কি এখনও সুরক্ষিত?সম্প্রতি একটি হ্যাকার গ্রুপ “R00TK1T ISC CYBER TEAM” দাবি করেছে যে, তারা ৯ লক্ষ...
26/04/2025

আপনার TikTok অ্যাকাউন্ট কি এখনও সুরক্ষিত?

সম্প্রতি একটি হ্যাকার গ্রুপ “R00TK1T ISC CYBER TEAM” দাবি করেছে যে, তারা ৯ লক্ষ ৭২ হাজারেরও বেশি TikTok অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি করেছে! তাদের হুমকি পরিষ্কার—TikTok কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে যোগাযোগ না করে, তাহলে তারা এই সমস্ত পাসওয়ার্ড পাবলিকলি ফাঁস করে দেবে!

আপনি TikTok ব্যবহার করে থাকলে, এখনই আপনার অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে! এই মুহূর্তে কিছু না করেও আপনি হ্যাকিংয়ের শিকার হতে পারেন!

✅ করণীয়:

🔐 আপনার পাসওয়ার্ড এখনই পরিবর্তন করুন (সুদৃঢ় এবং ইউনিক করুন)
🔐 Two-Factor Authentication (2FA) চালু করুন
🔐 অজানা বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন
(কারণ ফিশিং লিংকের মাধ্যমেই বেশি অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে)

সাইবার অপরাধীরা কখনও অপেক্ষা করে না—তাই আপনি সচেতন হলেই নিরাপদ থাকবেন।
নিজে নিরাপদ থাকুন, অন্যকেও সতর্ক করুন।

সাইবার সিকিউরিটি ও স্যোশাল রিকভারি সংক্রান্ত যেকোনো সহায়তায় আমাদের পাশে পাবেন।
"RK SOCIAL RECOVERY AGENCY"

🆘 জরুরি সহায়তার জন্য মেসেজ করুন: facebook.com/RifatKhanOfficial

page: facebook.com/RKSOCIALRECOVERYAGENCY

Website: www.rksrahelp.blogspot.com

★ এডমিন পোস্ট ✅





















26/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

ফলো করুন Rifat Khan আইডি কে👍

 # # **📢 বড় আপডেট: WhatsApp-এ আসছে স্ক্রিনশট ডিটেকশন ফিচার! 📱✨**Meta সবসময় চেষ্টা করে ইউজারদের জন্য নতুন নতুন সিকিউরিটি ...
17/04/2025

# # **📢 বড় আপডেট: WhatsApp-এ আসছে স্ক্রিনশট ডিটেকশন ফিচার! 📱✨**

Meta সবসময় চেষ্টা করে ইউজারদের জন্য নতুন নতুন সিকিউরিটি ও প্রাইভেসি ফিচার আনতে। তারই ধারাবাহিকতায় এবার তারা নিয়ে আসছে **স্ক্রিনশট ডিটেকশন ফিচার**, যা আগে শুধুমাত্র Snapchat-এ দেখা যেত।

অর্থাৎ, এখন থেকে কেউ যদি আপনার WhatsApp Story বা Status-এর স্ক্রিনশট নেয়, তাহলে আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন।

**📌 এই ফিচারটি কীভাবে কাজ করবে?**
* যখনই কেউ **আপনার WhatsApp Story-এর স্ক্রিনশট** নেবে, সাথে সাথে আপনার ফোনে **নোটিফিকেশন চলে আসবে।**
* নোটিফিকেশনে লেখা থাকবে — **"Someone took a screenshot of your story"**
* কারা স্ক্রিনশট নিলো, তা সরাসরি জানাবে না, তবে ভবিষ্যতে সেটাও যুক্ত হতে পারে বলে শোনা যাচ্ছে।

**📌 কেন এই ফিচার আনা হচ্ছে?**

Meta জানিয়েছে —
👉 **ইউজার প্রাইভেসি আরও সুরক্ষিত রাখা।**
👉 **ব্যক্তিগত কনটেন্ট যেন অন্য কেউ তার অনুমতি ছাড়া সেভ না করতে পারে।**
👉 **Story-এর কন্টেন্ট শেয়ারিং-এর উপর কন্ট্রোল বাড়ানো।**
👉 ইউজাররা যাতে বুঝতে পারে, কে বা কারা তার ব্যক্তিগত কনটেন্ট সেভ করার চেষ্টা করছে।

**📌 বর্তমানে এই ফিচার কোথায় চালু?**
1. আপাতত এটি **বেটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।**
2. বেটা ভার্সনে থাকা কিছু ইউজার এই ফিচার পাচ্ছেন।
3. খুব শিগগিরই **২০২৫ সালের মধ্যেই** এই ফিচার **গ্লোবালি রোলআউট হবে।**

**📌 এই ফিচার চালু হলে কী কী সুবিধা হবে?**

✅ ব্যক্তিগত প্রাইভেসি বাড়বে।
✅ হিডেন স্ক্রিনশট নেওয়া যাবে না।
✅ কে আপনার Story-এর কন্টেন্ট সেভ করার চেষ্টা করছে, তা জানা যাবে।
✅ অনাকাঙ্ক্ষিত কন্টেন্ট শেয়ারিং কমবে।
✅ সোশ্যাল মিডিয়া ইউজ করতে আরও সিকিউর অনুভব করবেন।

28/01/2025

১ মাসে ২০ টা ফেসবুক Reels ও ১০ টা ইন্সটাগ্রাম Reels Video বানালেই Meta থেকে পেতে পারেন 5000$ বা ৬ লক্ষ টাকা!!

ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার পরে দোয়া ❤️সবাই শেয়ার দিয়ে সবার টাইমলাইনে রেখে দিন।
28/01/2025

ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে উঠার পরে দোয়া ❤️
সবাই শেয়ার দিয়ে সবার টাইমলাইনে রেখে দিন।


16/10/2024

হুটহাট আপনার এডমিন একাউন্ট হ্যাক হওয়া ছাড়াই কেও কি আপনার পেইজ/বিজনেস ম্যানেজার হ্যাক করে নিতে পারে?
উত্তর - হ্যা পারে!!!
"মেটা" এর বহুবিধ সিকিউরিটি ত্রুটির মধ্যে এটাও একটা সমস্যা!
আর যতদিন না মেটার এই টেকনিক্যাল ইস্যু সলভ হবে না আপনি যতই সিকিউর করুন কোনো লাভ হবে না এটাই রিয়েলিটি মেনে নিতে হবে, সোশ্যাল মিডিয়াতে কেউ ১০০% সিকিউর না এমনো হতে পারে আপনার নিজের ব্যক্তিগত আইডিতে অন্যজনের মেইল যুক্ত অস্বাভাবিক কিছু না|

Posted by — RK Social Recovery Agency





#অনলাইন_সতর্কতা

24/09/2024

Update : Facebook 🇧🇩
ফেসবুকের নিয়ম অনুযায়ী পে আউট ১০০ ডলার হলে ক্রিয়েটরদের পেমেন্ট রিলিজ হতো কিন্তু যাদের মনিটাইজেশন ক্রিয়েটর টুলস সেট-আপ অপশন আসছে তারা ২৫ ডলার হলে পেমেন্ট পাবে।





Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when RK Social Recovery Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share