Roksana Ratna

Roksana Ratna Digital Creator

21/12/2025

Today's Dinner
20/12/2025

Today's Dinner

আলহামদুলিল্লাহ,,
11/12/2025

আলহামদুলিল্লাহ,,

☕☕
05/12/2025

☕☕

30/11/2025

17/11/2025

12/11/2025

Marjia nitu

03/08/2025
19/07/2025

আমার আব্বা মৃত্যুর সময় তার সম্পত্তি ভাগ করে আমাদের ভাই-বোনদেরকে দিয়ে গেছেন। আমার মাকেও কিছু টাকা দিয়ে গেছেন। মা সেই টাকাও আমাদের ভাগ করে দিয়েছে। মা একজন মহামানব হয়ে আমাদের মাথার উপর ছাতা হয়ে আছে। এর ভেতরে আমার মা তার পিতার বাড়ি থেকে সম্পত্তি বিক্রির 50 লক্ষ টাকা পেয়েছিল। ব্যাপারটা তখন এমন হয়েছিল মার এই টাকাটা ব্যাংকে রেখে সুদ নিয়ে তার চলতে হবে। আমি মাকে বললাম লাগবেনা তুমি এত নামাজ পড়ো এত ধার্মিক আমরা যেহেতু রোজগার করি তোমার সুদ খাওয়া লাগবেনা। ওই পঞ্চাশ লাখ টাকা দিয়ে আমি তখন মাকে আমার বাবা থেকে আমি যে কয়টি ফ্ল্যাট পেয়েছি তার একটি একটু লস করে তার ওই টাকাতেই তার কাছে বিক্রি করে দিলাম। অর্থাৎ তিনি আমার থেকে কিনে নিল।মা এখন ওই ফ্ল্যাটের ভাড়াটা পায়। টাকাটা ব্যাংকে থাকলে হয়তো আরো বেশি পেত। যাক মার যখন যা লাগে আমরা তা দেখি। মা এখন পর্যন্ত তার সন্তানদের উপর খুশি। মূলত আমার মা থাকে আমার ছোট ভাইয়ের সাথে আমার বাবার অরিজিনাল বাড়িতে। যেটা পৈত্রিক সূত্রে আমার ছোট ভাই পেয়েছে। আর আমার বাসায় বেড়াতে আসে আমার বোনের বাসায় বেড়াতে যায়। তো সেদিন মার সাথে ফোনে কথা হচ্ছিল। মাকে নাকি তার এক ছোটবেলার বান্ধবী গল্প বলছিল যে তার অনেক টাকা আছে কিন্তু থাকে ছেলে বা মেয়ের কাছে। ছেলে বা মেয়ের সাথে তার ঝগড়া হয়েছে। এবং এখনো বাধ্য হয়েই তাদের বাসায় থাকতে হচ্ছে। ওই মহিলা তখন আম্মাকে আফসোস করে বলল ইস আজকে যদি আমার নিজের একটা ফ্ল্যাট থাকতো আমি আমার ছেলে মেয়ে কারো বাসায় থাকতাম না। নিজের মত থাকতাম সবার সাথে সম্পর্ক ভালো থাকতো। আর এখন আমি ফ্ল্যাট কিনে আলাদা হতে চাইলেও পারবো না। আসলে আগে থেকেই আমার নিজের একটা ফ্ল্যাট থাকা দরকার ছিল। নিজের ফ্ল্যাট থাকলে অন্যের বাড়িতে থাকতেও ভেতরে অনেক সাহস থাকে। তার কথা শোনার পর আম্মার মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করেছে। কারণ ঢাকা শহরে আমার আম্মার নিজের একটা ফ্ল্যাট আছে। তার নিজের বাবার টাকায় নিজের স্বামীর ফ্ল্যাট নিজের সন্তানের কাছ থেকে কিনে সে একটা বুদ্ধিমতীর কাজ করেছে। এবং আমাকে বলল তুমি কি যে আমার একটা উপকার করলা কোন বিপদে আমার কারো কাছে থাকতে হবে না। আমার নিজের ফ্ল্যাট আছে। আমার এই কথাটার ভেতর যে প্রশান্তি আমি খুজে পেয়েছি এবং আম্মাকে এই বুদ্ধিটা যে আমি দিতে তখন পেরেছিলাম এজন্য আমার ভিশন আত্ম তৃপ্তি লাগছে। আসলেই জীবনে কিছু জিনিস ব্যবহার না করলেও থাকতে হয় তাহলে মনের সাহস থাকে।গল্পটা শুধু শুধু শেয়ার করিনি। নিশ্চয় এর ভিতরে কিছু শিক্ষামূলক ব্যাপার আছে অথবা কারো কারো চোখে ভুলও আছে। ঘটনাটা শুনে যার যা মনে হয় নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমরা শিখতে থাকি,,,

©

Address

Mirpur 1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Ratna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share