লিটল উম্মাহ

লিটল উম্মাহ স্বপ্ন দেখি নতুন দিনের
মানুষ হবো খাঁটি,
সোনালি সেই যুগের মতো
শুদ্ধ পরিপাটি।

স্বপ্ন দেখি আমরা আবার
আঁধার দেবো পাড়ি,
রবের হুকুম মেনে নিয়ে
প্রিয় হবো তাঁরই।

28/10/2025
28/10/2025

লিটল উম্মাহর মুসলিম বিজ্ঞানীদের গল্প সিরিজ নিয়ে কথা বলছেন, উস্তায উসামা খন্দকার।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

সন্তানের পড়াশোনার মনোযোগ ধরে রাখা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। বাচ্চার হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া, এক বিষয়ে ব...
27/10/2025

সন্তানের পড়াশোনার মনোযোগ ধরে রাখা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। বাচ্চার হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া, এক বিষয়ে বেশিক্ষণ মন না দেওয়া বা অল্পতেই হাঁপিয়ে ওঠা খুবই স্বাভাবিক। তবে কিছু সহজ কৌশল আর অভ্যাস আপনার সন্তানের মনোযোগের ক্ষমতা বাড়াতে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে পারে।
মনে রাখবেন, জোর করে পড়ানো নয়, বরং আনন্দের সাথে শেখার অভ্যাস তৈরি করাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

১. নিয়মিত একটি রুটিন তৈরি করুন
শিশুর মনোযোগ বাড়াতে চাইলে, প্রথমে একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করা জরুরি। প্রতিদিন একই সময়ে পড়া, খেলা এবং বিশ্রামের জন্য সময় দিন। এই ধারাবাহিকতা শিশুকে শেখাবে কখন মনোযোগ দিতে হবে, ফলে মনোযোগ স্বাভাবিকভাবেই বাড়বে।
২. ছোট ছোট ভাগে পড়ান ও বিরতি দিন
একটানা অনেকক্ষণ ধরে পড়াশোনা করা শিশুর জন্য খুবই কঠিন। প্রতি ২০-৩০ মিনিট পর পর ছোট একটি বিরতি দিন। এতে শিশু ক্লান্ত হবে না, বরং মনোযোগ দ্রুত ফিরে আসবে এবং পড়াটা তার কাছে মজার মনে হবে।
৩. পরিবেশ শান্ত ও আরামদায়ক রাখুন
যেখানে পড়ানো হচ্ছে, সেই স্থানটি শান্ত এবং গুছানো হওয়া উচিত। টিভি, মোবাইল বা অন্য যে কোনো ধরনের মনযোগ নষ্ট করার জিনিস দূরে রাখুন। পর্যাপ্ত আলো এবং আরামদায়ক চেয়ার-টেবিলের ব্যবস্থা থাকলে পড়াশোনা করা সহজ হয়।
৪. হাতে-কলমে শেখার সুযোগ দিন (সক্রিয় শিক্ষা)
শিশুকে এমনভাবে শেখান যাতে সে তার চোখ, কান এবং হাত ব্যবহার করতে পারে। ছবি, খেলার ছলে শেখা, গল্প বলা বা ছোটখাটো পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শেখালে মনোযোগ বজায় থাকে এবং শেখার আগ্রহ বাড়ে।
৫. প্রশংসা ও উৎসাহ দিন
যখন আপনার শিশু মনোযোগ দিয়ে পড়বে বা ভালো কিছু করবে, তখন তাকে একটু প্রশংসা করুন বা উৎসাহ দিন। বকা না দিয়ে ইতিবাচক মতামত দিলে সে আরও মনোযোগ দিতে উৎসাহিত হবে।
৬. খেলার ছলে পড়া এবং মজার সাথে শেখা
শিশুদের জন্য এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি, কারণ তারা খেলতে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তাদের শেখার পদ্ধতিতে খেলার যোগসূত্র তৈরি করুন। যদি কোনো কঠিন বিষয় থাকে, তবে সেটির ছবি আঁকতে বলুন বা ছোট মডেল বানাতে উৎসাহিত করুন, যা তাদের হাতে-কলমে শিখতে সাহায্য করবে।
৭. শরীর সুস্থ রাখুন
পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার (বিশেষ করে প্রোটিন, ফল ও সবজি) এবং নিয়মিত খেলাধুলা বা ব্যায়াম শিশুর মস্তিষ্ককে সতেজ রাখে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
শেষ কথা:
শিশুর মনোযোগ বাড়ানো রাতারাতি সম্ভব নয়, এটা সময়ের ব্যাপার। ধৈর্য ধরে নিয়মিত রুটিন মানা, খেলার ছলে শেখানো এবং সবসময় ইতিবাচক মনোভাব—এই মূল বিষয়গুলো আপনার সন্তানকে কেবল মনোযোগীই করবে না, বরং পড়াশোনাকে উপভোগ করতে শেখাবে এবং আত্মবিশ্বাসী করে তুলবে।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

আলহামদুলিল্লাহ!আপনাদের কাছ থেকে পাওয়া এরকম রিভিউ আমাদের প্রতিটি কাজের শ্রেষ্ঠ পুরস্কার।আপনাদের এমন ভালোবাসা ও প্রশংসা আম...
26/10/2025

আলহামদুলিল্লাহ!

আপনাদের কাছ থেকে পাওয়া এরকম রিভিউ আমাদের প্রতিটি কাজের শ্রেষ্ঠ পুরস্কার।
আপনাদের এমন ভালোবাসা ও প্রশংসা আমাদের অনুপ্রেরণা। আপনারা পাশে থাকলে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতে পারব ইনশাআল্লাহ।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

আপনার সন্তান কি গল্প শোনার পাশাপাশি রহস্য আর অ্যাডভেঞ্চার ভালোবাসে? তাহলে ছোট্ট বিজ্ঞানী উমার ও তার বন্ধুদের রোমাঞ্চকর স...
25/10/2025

আপনার সন্তান কি গল্প শোনার পাশাপাশি রহস্য আর অ্যাডভেঞ্চার ভালোবাসে? তাহলে ছোট্ট বিজ্ঞানী উমার ও তার বন্ধুদের রোমাঞ্চকর সব গল্পে ভরা ফাইভ পিলারস সিরিজের বইগুলো তার জন্য হতে পারে বেস্ট কিছু বই।
লিটল উম্মাহর 'ফাইভ পিলারস সিরিজ'-এ আছে পাঁচটি দারুণ গল্প। যেখানে ছোট্ট উমার আর তার বন্ধুরা নানান অভিযানে নামে। এই মজাদার অ্যাডভেঞ্চারের মাধ্যমে শিশুরা খেলার ছলেই শিখবে ইসলামের ৫টি রুকন—কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত—ইসলামের পাঁচটি মূল ভিত্তি কী।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের।

আচ্ছা, এবারের ইসলামি বইমেলা থেকে কি আপনারা পড়তে শিখি সিরিজটি সংগ্রহ করেছেন?লিটল উম্মাহস্বপ্ন নতুন দিনের।
23/10/2025

আচ্ছা, এবারের ইসলামি বইমেলা থেকে কি আপনারা পড়তে শিখি সিরিজটি সংগ্রহ করেছেন?
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের।

আপনার আদরের সোনামণির প্রথম শেখাকে আনন্দঘন আর রিঙিন করতে লিটল উম্মাহর নতুন সিরিজ, 'পড়তে শিখি' সংগ্রহ করেছেন কি?লিটল উম্ম...
23/10/2025

আপনার আদরের সোনামণির প্রথম শেখাকে আনন্দঘন আর রিঙিন করতে লিটল উম্মাহর নতুন সিরিজ, 'পড়তে শিখি' সংগ্রহ করেছেন কি?
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

আলহামদুলিল্লাহ!এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলায় দৃষ্টিনন্দন স্টলের সম্মাননা জিতে নিয়েছে আপনাদের প্রিয় লিটল উম্মাহ।এই অর...
22/10/2025

আলহামদুলিল্লাহ!
এবারের আন্তর্জাতিক ইসলামি বইমেলায় দৃষ্টিনন্দন স্টলের সম্মাননা জিতে নিয়েছে আপনাদের প্রিয় লিটল উম্মাহ।
এই অর্জনের জন্য আমাদের সকল পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ।
আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার মূল শক্তি। এই সম্মাননা আমাদের আরও সুন্দর ও মানসম্মত কাজ করার উৎসাহ যোগাবে, ইনশাআল্লাহ।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

21/10/2025

আপনার সন্তানকে দিয়ে নিজের ঘর বা টেবিল পরিষ্কার করান। বলুন, "আল্লাহ পরিচ্ছন্নতা ভালোবাসেন।" বাইরে বা গাড়িতে থাকা অবস্থায় আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার গুরুত্ব বুঝিয়ে দিন। ভুল করলে বকা না দিয়ে শিখিয়ে দিন।
তাদের দিয়ে গাছ লাগান বা প্রতিদিন গাছের যত্নের দায়িত্ব দিন। শেখান, আল্লাহর প্রতিটি সৃষ্টিই সুন্দর এবং তাদের যত্ন নেওয়া ইবাদত।
এভাবেই তাদের মনে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা এবং পরিচ্ছন্নতার প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলুন।
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের

ইসলামী বইমেলা ২০২৫ এর শেষ মুহূর্তে...লিটল উম্মাহস্বপ্ন নতুন দিনের।
18/10/2025

ইসলামী বইমেলা ২০২৫ এর শেষ মুহূর্তে...

লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের।

পাঠকের সংগ্রহ!লিটল উম্মাহস্বপ্ন নতুন দিনের।
18/10/2025

পাঠকের সংগ্রহ!
লিটল উম্মাহ
স্বপ্ন নতুন দিনের।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when লিটল উম্মাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to লিটল উম্মাহ:

Share

Category

ইয়াকিন পাবলিকেশন

ইয়াকিন মানে বিশ্বাস। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে এই বিশ্বাস একটি সেতুবন্ধনের নাম; মেলবন্ধনের মাধ্যম। পৃথিবীকে আমূল বদলে দিতে যে-ঐশী বাণীর আগমন, তার শুরুতেই খুব স্পষ্টভাবে বিশ্বাসের কথা তুলে ধরে মহান আল্লাহ বলেছেন, ‘যারা অদৃশ্যে বিশ্বাস করে...’।

বিশ্বাসের এই অনুপম কথাগুলো যুগে যুগে, কালে কালে, সময়ের পরিক্রমায় নবী-রাসুলগণ বলে গেছেন। মহান স্রষ্টার ঐশী বিধানকে জগৎও ধারণ করেছে বিশ্বাসের পংক্তিমালায়। ধরাকে পাল্টে দেওয়ার নিমিত্তে যে-অনুপম আদর্শের আগমন, সেই আদর্শকে বুকে ধারণ করে, সেই বিশ্বাসকে জনে জনে, প্রাণে প্রাণে, অন্তরে অন্তরে ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াসের নাম ‘ইয়াকিন পাবলিকেশন’।