LX Food Service BD

LX Food Service BD Digital Content Creator And Food Health Service

আমরা প্রতারনার শিকার হতে হতে এখন আর ভালো জিনিস কেও বিশ্বাস করতে পারিনা,,,আমি সিরাজগঞ্জের  খাঁটি ঘি নিয়ে কাজ করছি, আলহামদ...
01/05/2024

আমরা প্রতারনার শিকার হতে হতে এখন আর ভালো জিনিস কেও বিশ্বাস করতে পারিনা,,,
আমি সিরাজগঞ্জের খাঁটি ঘি নিয়ে কাজ করছি,
আলহামদুলিল্লাহ আমাদের পণ্য ১০০% পিওর,
দারুন সুগন্ধী এবং দানাদার😊

আমরা কেন ঘি খাবো?

👉Pure Ghee – খাঁটি ঘি উপকারিতা 👈

ঘিয়ের (Ghee) বহু গুণের কথা আমরা শুনে থাকলেও স্বাস্থ্য সচেতন, বলা ভাল ওজন সচেতন বর্তমান প্রজন্মের কাছে ঘি ভিলেন। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। ঘিয়ের বহু উপকারিতা তো রয়েছেই, ঘি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। জেনে নিন কী কী কাজ করে ঘি।

১। স্ফুটনাঙ্ক- ঘি-এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।

২। ঘি সহজে নষ্ট হয় না। প্রায় ১০০ বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।

৩। স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।

৪। ভিটামিন--- ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর।

৫। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।

৬। ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।

৭। হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।

৮। রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৯। খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।

১০। পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।

অর্ডার করতে যোগাযোগ করুন ০১৬১৩৯২৩২৯০ নাম্বারে।

সবাইকে ঈদের শুভেচ্ছা 💕💕
12/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা 💕💕

অফার অফার অফার 🔈🔈🔉🔊প্রচারের জন্য ২০.০৮.২০২৪ থেকে ২০.০৯.২৪ পর্যন্ত এক মাস ব্যাপী১ নং চিয়া বীজ  পাচ্ছেন ১ কেজি মাত্র ৭৭০ ট...
19/10/2023

অফার অফার অফার 🔈🔈🔉🔊
প্রচারের জন্য ২০.০৮.২০২৪ থেকে ২০.০৯.২৪ পর্যন্ত এক মাস ব্যাপী

১ নং চিয়া বীজ পাচ্ছেন ১ কেজি মাত্র ৭৭০ টাকা। সাথে থাকছে দুলাল চন্দ্র ভরের ৫০০ গ্রাম তাল মিশ্রি একদম ফ্রি 🥰
অর্ডারের জন্য যোগাযোগ করুন
01613923290

চিয়া বীজ কেন খাবেন?✅ চিয়া বীজ আপনার স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ?🌿পৃথিবীর সবচেয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য হিসেবে এক নাম্বারে রাখা হয়েছে চিয়া বীজকে।কারণ চিয়া বীজে রয়েছে অবাক করা পুষ্টি গুনতা-💪চিয়া বীজে রয়েছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম।💪সেলমন মাছের থেকে আট গুণ বেশি ওমেগা-৩💪কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি।💪পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন।💪কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম।🌿যার কারণেই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সুপার ফুড বলা হয়েছে চিয়া বীজকে।চিয়া বীজের উপকারিতা-▪️ চিয়া বীজ কর্মক্ষমতা ও শক্তি বাড়ায়।▪️ এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।▪️ চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকর ভূমিকা রাখে।▪️ এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়। কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণের ভূমিকা রাখে।▪️ অধিক ক্যালসিয়াম সম্পন্ন হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে এটির ভূমিকা রয়েছে।▪️ কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া বীজ। ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে।▪️ যে কোন ক্যান্সার প্রতিরোধে চিয়া বীজ বেশ কার্যকর।▪️ ভালো ঘুমের ক্ষেত্রেও এটির উপকার করে।▪️ হজম শক্তি বাড়াতেও চিয়া বীজ বেশ কার্যকর।▪️ হাঁটুর ব্যথা ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করে এই বীজ।▪️ শরীর থেকে বিষাক্ত টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই বীজের ভূমিকা রয়েছে।▪️ ত্বক, চুল ও নাক সুন্দর করতেছে বীজের ভূমিকা রাখে।চিয়া বীজ খাওয়ার নিয়ম-স্থান ভেদে চিয়া বীজ খাবার নিয়ম বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। বিভিন্ন ফলের রসের সাথে বা পানিতে মিশিয়ে সাধারণত চিয়া বীজ খাওয়া হয়ে থাকে। স্বাদ ও ঘ্রাণ হীন হয়ে থাকে বলে অনেক দেশে রুটি বা বিস্কিটের সাথে এটি সেবন করা হয়ে থাকে। তবে এক গ্লাস পানিতে এক চামচ পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে আধাঘন্টা ভিজিয়ে রেখে খালি পেটে খেলে এর ভালো উপকার মিলে।👉বাজারে চিয়া বীজ এবং আমাদের চিয়া বীজের পার্থক্য-বাজারের চিয়া বীজে থাকে প্রচুর পরিমাণে ময়লা ধুলাবালি এবং পাথর যা খাবারের অযোগ্য।✅আর আমাদের চিয়া বীজ একদমই ধুলাবালি মুক্ত ফ্রেশ।বিঃদ্রঃ- আমাদের অফারটি সীমিত সময়ের জন্য।

contact-01613923290

17/08/2023

Welcome to Lx Food service

Address

Madaripur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when LX Food Service BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LX Food Service BD:

Share