08/12/2025
মানুষের মতো বহুরূপী প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, মানুষ এমন এক প্রজাতির প্রাণী যারা কিনা নিজ স্বার্থে গি'র'গি'টির থেকেও বেশি রং বদলায়, প্রয়োজনে অচেনা মানুষকে যেমন আত্নার আত্নীয় বানিয়ে নেয় আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তেমন আপনজনকেও অচেনা বানিয়ে দেয়।
মানুষকে চেনার মতো শ'ক্ত কাজ আর দ্বিতীয়টি হয় না, আপনি সব কিছু চিনতে, জানতে ও বুঝতে পারলেও, সারাজীবন একটি মানুষের সাথে থাকার পরেও তাকে পুরোপুরি ভাবে চিনতে পারবেন না, একজন মানুষকে আপনি ঠিক ততটুকুই চিনবেন যতটুকু সে আপনার কাছে নিজেকে প্রকাশ করবে, মনে রাখবেন! মানুষ সর্বদা মু'খো'শ পড়ে থাকা প্রাণী, সে নিজের যখন যে মুখোশটা আপনার সামনে উন্মোচন করবে, আপনি তার সে রূপটা তখন দেখতে পারবেন, মানুষের আসল রূপ দেখা প্রায় অসম্ভব একটি ব্যাপার, কেননা সে সময়ে সময়ে নিজের খেয়াল - খুশি ও প্রয়োজন অনুযায়ী আদল বদলায়।
এই ২১শ শতাব্দীতে এসে আপনি নব্বই শতাংশ মানুষকে যাকে যত কাছ থেকে দেখবেন তার কাছ থেকে ততই দূরে সরে যাবেন, আর এটাই বাস্তবতা! মানুষ এখন মানুষকে যতটা ভ'য় পায় ততটা ভ'য় হয়তো
হিং'স্র জা'নো'য়া'রকেও পায় না, মানুষ মানুষের থেকে যতটা দূরত্ব বজায় রেখে চলে ততটা দূরত্ব বনের পশুরাও নিজেদের মধ্যে রাখে না, আজকাল ল'জ্জা লাগলেও বলতে দ্বিধা হয় না, সৃষ্টির সেরা জীব মানুষকে আখ্যায়িত না করে কুকুরকে করা উচিত ছিলো, কারণ! কুকুর একবার যার নুন খায় সারাজীবন তার গুণ গায়, আর মানুষ একবার যার উপকার পায় পরের বার তাকেই বাঁশ দেয়, তাই মানুষ হতে-ই সাবধানে থাকুন, যতই ক'ষ্ট হোক কখনো কারো কাছে নিজের একান্ত দুঃ'খ - ক'ষ্ট গুলো প্রকাশ করে হালকা হতে যাবেন না, মনে রাখবেন যাকে দুঃ'খের গল্প বলবেন সে-ই আপনার দুঃখের গল্পকে উপন্যাস বানাবে।
কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh