রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh আপনার অব্যক্ত কথাগুলো প্রাণ পায় আমার কলমে

08/12/2025

রাতের শুভেচ্ছা 🌼🌹

মানুষের মতো বহুরূপী প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, মানুষ এমন এক প্রজাতির প্রাণী যারা কিনা নিজ স্বার্থে গি'র'গি'টির থ...
08/12/2025

মানুষের মতো বহুরূপী প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, মানুষ এমন এক প্রজাতির প্রাণী যারা কিনা নিজ স্বার্থে গি'র'গি'টির থেকেও বেশি রং বদলায়, প্রয়োজনে অচেনা মানুষকে যেমন আত্নার আত্নীয় বানিয়ে নেয় আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তেমন আপনজনকেও অচেনা বানিয়ে দেয়।

মানুষকে চেনার মতো শ'ক্ত কাজ আর দ্বিতীয়টি হয় না, আপনি সব কিছু চিনতে, জানতে ও বুঝতে পারলেও, সারাজীবন একটি মানুষের সাথে থাকার পরেও তাকে পুরোপুরি ভাবে চিনতে পারবেন না, একজন মানুষকে আপনি ঠিক ততটুকুই চিনবেন যতটুকু সে আপনার কাছে নিজেকে প্রকাশ করবে, মনে রাখবেন! মানুষ সর্বদা মু'খো'শ পড়ে থাকা প্রাণী, সে নিজের যখন যে মুখোশটা আপনার সামনে উন্মোচন করবে, আপনি তার সে রূপটা তখন দেখতে পারবেন, মানুষের আসল রূপ দেখা প্রায় অসম্ভব একটি ব্যাপার, কেননা সে সময়ে সময়ে নিজের খেয়াল - খুশি ও প্রয়োজন অনুযায়ী আদল বদলায়।

এই ২১শ শতাব্দীতে এসে আপনি নব্বই শতাংশ মানুষকে যাকে যত কাছ থেকে দেখবেন তার কাছ থেকে ততই দূরে সরে যাবেন, আর এটাই বাস্তবতা! মানুষ এখন মানুষকে যতটা ভ'য় পায় ততটা ভ'য় হয়তো
হিং'স্র জা'নো'য়া'রকেও পায় না, মানুষ মানুষের থেকে যতটা দূরত্ব বজায় রেখে চলে ততটা দূরত্ব বনের পশুরাও নিজেদের মধ্যে রাখে না, আজকাল ল'জ্জা লাগলেও বলতে দ্বিধা হয় না, সৃষ্টির সেরা জীব মানুষকে আখ্যায়িত না করে কুকুরকে করা উচিত ছিলো, কারণ! কুকুর একবার যার নুন খায় সারাজীবন তার গুণ গায়, আর মানুষ একবার যার উপকার পায় পরের বার তাকেই বাঁশ দেয়, তাই মানুষ হতে-ই সাবধানে থাকুন, যতই ক'ষ্ট হোক কখনো কারো কাছে নিজের একান্ত দুঃ'খ - ক'ষ্ট গুলো প্রকাশ করে হালকা হতে যাবেন না, মনে রাখবেন যাকে দুঃ'খের গল্প বলবেন সে-ই আপনার দুঃখের গল্পকে উপন্যাস বানাবে।

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

ক্ষমার মাহাত্ম্য বুঝতে হলেমানুষ হতে হয়,অ'মা'নু'ষে'রা ক্ষমা করাকেদুর্বলতা ভেবে রয়।কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh  ...
08/12/2025

ক্ষমার মাহাত্ম্য বুঝতে হলে
মানুষ হতে হয়,
অ'মা'নু'ষে'রা ক্ষমা করাকে
দুর্বলতা ভেবে রয়।

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

স্নিগ্ধ প্রভাতের শুভেচ্ছা🌼
08/12/2025

স্নিগ্ধ প্রভাতের শুভেচ্ছা🌼

শান্ত রাতের শুভেচ্ছা 🌼
07/12/2025

শান্ত রাতের শুভেচ্ছা 🌼

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,যার কাছে নিজের একান্ত বলে কোন কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁত ভাবে প্রকা...
07/12/2025

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে নিজের একান্ত বলে কোন কিছু লুকাতে হবে না, বরং সব কিছু নিখুঁত ভাবে প্রকাশ করে অভয় পাবো হালকা হবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
প্রচন্ড মন খা'রা'পে যে মজার মজার গল্প শুনিয়ে মন ভালো করার চেষ্টায় মেতে উঠবে, চোখের কোন ঘেঁষে জল বুকের উপর গড়িয়ে পড়ার আগেই হাত পেতে জলের ফোঁটাটা গ্রহণ করে বলবে-- আরে বো'কা আমি তো আছি, কিছুই হয়নি মূল্যবান চোখের জল ন'ষ্ট করার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
কোনো কিছু নিয়ে যখন খুব ডি'প্রে'শ'নে নিজেকে নিঃ'স্ব রি'ক্ত মনে হবে, দি'শে'হা'রা হয়েও কোনো পথ খুঁজে পাওয়া যাবে না, তখন সে ম্যাজিশিয়ান হবে ডি'প্রে'শ'ন কা'টিয়ে তুলবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার,
যার কাছে বিনা সংকোচে নিজেকে খুচরো পয়সার মতো জমানো ও ভাঙ্গানো যায়, যার সাথে সুখ - দুঃ'খ কোনো কিছুই ভা'গা'ভা'গি করতে গিয়ে ভাবতে হবে না
দুইবার।

দিন শেষে একজন গল্প করার মানুষ থাকুক সবার
যে তার ভিতর-বাহির সবটাকে খুব ভালো করে
ক্ষমতা রাখবে বুঝবার।

"দিন শেষে একজন গল্প করার মানুষ থাকা দরকার"

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh



নরম মনের মানুষ গুলোই...
07/12/2025

নরম মনের মানুষ গুলোই...

এ পৃথিবীর খোলা আকাশের নীচে শূন্য হাতে দাঁড়িয়ে থেকেও নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ মনে হয় তখন... যখন শুধুমাত্র "মা" নাম...
07/12/2025

এ পৃথিবীর খোলা আকাশের নীচে শূন্য হাতে দাঁড়িয়ে থেকেও নিজেকে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ মনে হয় তখন... যখন শুধুমাত্র "মা" নামক মানুষটি পাশে থাকে;

হাজার রোদের তাপে দাঁড়িয়ে থাকলেও কোন রোদই পু'ড়াতে পারে না তখন... যখন বাবা নামক বটবৃক্ষটি পাশে থেকে ছায়া দিয়ে যায়;

এই দুটি সম্পদ আমার কাছে মূ'ল্যহী'ন অমূল্য সম্পদ...
তাই পিতা মাতাকে হারিয়ে ফেলে অ'নু'ত'প্ত হওয়া ছেলে- মেয়ে গুলোকে আমি খুব ঘৃ'ণা করি;

তখন বুঝে আর কোনো লাভ নেই... সময় থাকতেই প্রতিটি ছেলে-মেয়ের উচিত বাবা-মা'র মুল্য বুঝা, মূল্যায়ন করা, তাদের সেবা-যত্ন করা, ভালোবাসা, সময় হারিয়ে হাই হু'তা'শ কিংবা আ'ফ'সো'স করে কোনো লাভ নেই;

হাজার হাজার লোকের ভিড়ে দুটি মানুষ শুধুমাত্র নিঃ'স্বা'র্থ ভাবে ভালোবাসেন... আমরাও তাদের ভালোবাসি, আমরা যেন তাদের বৃদ্ধ বয়সে সঙ্গ দেই, যত্ন নিয়ে আগলে রাখি, এটুকুই তো চাওয়া প্রতিটি বাবা-মা'র, তাই সময় থাকতে বাবা-মায়ের যত্ন নিন, ভালোবাসুন যাতে পরে আ'ফ'সো'স করতে না হয় অন্তত;

আর হ্যাঁ! মনে সংকোচ না রেখে মাঝে মধ্যে তাদেরকেও বলুন... অনেক ভালোবাসি বাবা-মা তোমাদের, সন্তানদের মুখ থেকে এই ভালোবাসি বাবা বা ভালোবাসি মা শব্দ গুলো শোনার জন্য তারাও যে মনে মনে মুখিয়ে থাকেন, আমাদের মুখ থেকে ভালোবাসার কথা শুনে, সত্যিকারের ভালোবাসা পেয়ে তারাও যে মনে মনে শান্তি অনুভব করেন, প্রাণ ভরে আমাদের আশির্বাদ করেন, তাই বাবা-মাকে ভালোবাসুন, বাবা-মাকে ভালো রাখুন, দেখবেন আপনার সব ধরনের প্রার্থনার ফল এতেই পেয়ে যাবেন, একমাত্র বাবা-মা'র সেবা করেই আপনি ঈশ্বরের সেবা করতে পারবেন।

"পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা-মা"

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh

সুন্দর সকালের শুভেচ্ছা
07/12/2025

সুন্দর সকালের শুভেচ্ছা

হাজারটা বন্ধু থাকার চেয়ে জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকাই ভালো... যে মানুষটার কাছে 'নিজের একান্ত' নামক খ্যাত দুঃ'খ - ক'ষ্ট...
06/12/2025

হাজারটা বন্ধু থাকার চেয়ে জীবনে একটা বেস্ট ফ্রেন্ড থাকাই ভালো... যে মানুষটার কাছে 'নিজের একান্ত' নামক খ্যাত দুঃ'খ - ক'ষ্ট কিংবা সুখ গুলো লুকাতে হবে না, যে বুঝবে সকলের না বোঝা আমিটাকে, যে জানবে পুরো আমার আমিটাকে;

যার গায়ে অনায়াসে হাত তোলা যায়, যাকে ইচ্ছেমতো মন উজাড় করে ব'কা'ব'কি করা যায়, মজা করতে গিয়ে যার গায়ে পা তুলে দিতে দু'বার ভাবতে হয় না,
যার কাছে দুঃ'খ প্রকাশ করতে গেলে ইতস্তত বোধ হয় না;

বেস্ট ফ্রেন্ড হোক সে মানুষটা... যার সামনে দাঁড়ালে মনে হবে আয়নার সামনে দাঁডিয়েছি, বি'প'দে - আ'প'দে যে এক আকাশ ভরসা হবে, নিজের ভু'ল - ভ্রা'ন্তি'র যে হবে সহজ স'মা'ধা'ন;

বেস্ট ফ্রেন্ড মানে নয়... সারাদিন আড্ডা দেওয়ার নাম, বেস্ট ফ্রেন্ড মানে নয় রংবেরঙের ছবি ছেড়ে টাইমলাইন ভরিয়ে দেওয়ার নাম, বেস্ট ফ্রেন্ড মানে নয় রাত জেগে বারবিকিউ পার্টি আয়োজন, বেস্ট ফ্রেন্ড মানে নয় মেসে রাত ভর ছাই পাস গেলার, মহা আয়োজন, বেস্ট ফ্রেন্ড মানে নয় চাটিং বক্সে তোলা ঝ'ড়, বেস্ট ফ্রেন্ড মানে নয় কি কারণে মন খা'রা'প বল তোর?

বেস্ট ফ্রেন্ড তো সে মানুষটাই.... যার কাছে মন খা'রা'পে'র কারণ ব্যাখ্যা করতে হয় না, সে নিজে থেকে বুঝেই মন ভালো করে দেয়, যার কাছে প্রত্যাশা রাখতে হয় না-- তার মাধ্যমে এমনেতেই প্রত্যাশারা বারবার
পূর্ণতা পায়;

বেস্ট ফ্রেন্ড মানে একটা বন্ধু কিংবা একটা মানুষ নয়...
বেস্ট ফ্রেন্ড মানে নিজের অ'র্ধে'ক'টা, বেস্ট ফ্রেন্ড মানে
সুখ - দুঃ'খে'র পুরোপুরি ভা'গ নেওয়াটা, বেস্ট ফ্রেন্ড মানে চোখের কোনে জল জমতে না দেওয়া, এমন একটা বেস্ট ফ্রেন্ড মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া।

"বেস্ট ফ্রেন্ড"

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh .



জীবনে অনেকেই আসেশেষ পর্যন্ত থাকে কজন?শেষ মূহুর্ত অব্ধি যে থেকে যায়সে-ই তো বন্ধু প্লাস প্রিয়জন।কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma...
06/12/2025

জীবনে অনেকেই আসে
শেষ পর্যন্ত থাকে কজন?
শেষ মূহুর্ত অব্ধি যে থেকে যায়
সে-ই তো বন্ধু প্লাস প্রিয়জন।

কলমেঃ রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh


Address

Motijheel
Dhaka
1203

Telephone

+8801791655612

Website

Alerts

Be the first to know and let us send you an email when রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রুমা রাণী ঘোষ - Ruma Rani Ghosh:

Share