কালান্তর—ইতিহাসের বই

কালান্তর—ইতিহাসের বই বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ ইতিহাস সিলেট বিক্রয়কেন্দ্র :
কালান্তর প্রকাশনী
বশির কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং ১৭-১৮, বন্দরবাজার, সিলেট- 3100
মোবাইল : 01711-984821
(240)

আলহামদুলিল্লাহ, বায়তুল মোকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কালান্তর দৃষ্টিনন্দন স্টলের পুরস্কার অর্জন করেছে।এ সম্মানে আমর...
17/10/2025

আলহামদুলিল্লাহ, বায়তুল মোকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায় কালান্তর দৃষ্টিনন্দন স্টলের পুরস্কার অর্জন করেছে।
এ সম্মানে আমরা আনন্দিত, গর্বিত এবং কৃতজ্ঞ।
বইমেলা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শেষ সময়ের বইমেলা জমে উঠেছে। আসুন আপনিও।কালান্তরে আজ পাচ্ছেন সবগুলো বইয়ে বিশেষ ছাড়।
17/10/2025

শেষ সময়ের বইমেলা জমে উঠেছে। আসুন আপনিও।

কালান্তরে আজ পাচ্ছেন সবগুলো বইয়ে বিশেষ ছাড়।

16/10/2025

📚 বিশেষ ছাড়ের ঘোষণা 📚

আগামীকাল শুক্রবার কালান্তর-এর সব বইয়ে থাকছে বিশেষ ছাড়! এই ছাড় শুধুমাত্র বইমেলার স্টলে প্রযোজ্য।

📍 স্টল নং ১২১-১২২

বইপ্রেমীদের আমন্ত্রণ জানাই—চলে আসুন কালান্তরের স্টলে, পছন্দের বই সংগ্রহ করুন বিশেষ ছাড়ে!

নতুন পাঁচটি বই এবারের মেলায় বের হলো। কেউ কোনোটা পড়া শুরু করলে ভালোমন্দ জানাইয়েন।
14/10/2025

নতুন পাঁচটি বই এবারের মেলায় বের হলো। কেউ কোনোটা পড়া শুরু করলে ভালোমন্দ জানাইয়েন।

নবি জীবনের সাথে একেবারে মিশে আছে যাদের নাম তাঁরা হলেন তাঁর মায়েরা। মায়েরা বলতে জননি তো আছেনই সাথে আছেন যারা তাঁকে দুধ খা...
13/10/2025

নবি জীবনের সাথে একেবারে মিশে আছে যাদের নাম তাঁরা হলেন তাঁর মায়েরা। মায়েরা বলতে জননি তো আছেনই সাথে আছেন যারা তাঁকে দুধ খাইয়েছেন। এমন সম্মানিতা মহিলা হলেন তিন জন। যথাক্রমে তাাঁরা হলেন-
১. আমিনা
২. উম্মু আয়মান রা.
৩. সুয়াইবা রা.
৪. হালিমা সাদিয়া রা.

তাদের পরম আদর-যন্ত্র-স্নেহ ও ভালোবাসায় গড়ে উঠেছিলেন তিনি। নিজ জন্মদাত্রি মা তো শিশু বেলায়ই ইন্তেকাল করেন। আর শেষ পর্যন্ত সাথে ছিলেন উম্ম আয়মান রা.।

সিরাত ও ইতিহাসের গ্রন্থে তাদের সম্পর্কে আলোচনা থাকলেও একই বইয়ে চারজনেরই আলোচনা নিয়ে এই প্রথম বই চোখে পড়ল। হয়তো আর কোনো বই নেইও।

গল্পভাষ্যে না হয়ে পুরোপোরি গবেষণামূলক বইটি পড়ে আলাদা একটি তৃপ্তি পেয়েছি। তাদের সম্পর্কে জানাটাও আমাদের দরকার। বইটি গবেষণামূলক হলেও বিরক্তিকর লাগবে না। অন্তত আমার কাছে লাগেনি।

নানা সময়ে আমিনা ও হালিমা সাদিয়া রা. নিয়ে অনেক আলোচনা হলেও উম্মু আয়মান রা. ও সুয়াইবা রা. দের নিয়ে তেমন আলোচনা আমরা শুনি না। বইটি এই কমতি দূর করেছে। ফলে সবার জীবনিই তৃপ্তি সহকারে জানা যাবে।

বইটি প্রকাশিত হয়েছে কালান্তর—ইতিহাসের বই থেকে এই মেলায়। আর বইটি হাদিয়া দিয়েছেন Ebrahim Kholil
দুই পক্ষকেই জাঝাকাল্লাহ।

✍️ Md Faisal Ahmed

পাঠ-প্রতিক্রিয়াআলহামদুলিল্লাহ "উম্মাহাতুর রাসুল" বইটি  পড়ে শেষ করলাম। বইটি পড়ে দারুণ এক তৃপ্তি অনুভব করছি। এটি কোনো গল্প...
12/10/2025

পাঠ-প্রতিক্রিয়া

আলহামদুলিল্লাহ "উম্মাহাতুর রাসুল" বইটি পড়ে শেষ করলাম। বইটি পড়ে দারুণ এক তৃপ্তি অনুভব করছি। এটি কোনো গল্পভাষ্য নয়; বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়েদের নিয়ে তথ্যভিত্তিক জীবনী। অনেক কিছুই নতুন জানা হয়েছে। অনেক কিছু আগে ভাসাভাসা জানতাম, কিন্তু বইটি পড়ে আরও ভালোভাবে জানা হয়েছে। এখানে ৪জন মায়ের কথা আলোচনা করা হয়েছে। জন্মদায়িনী হিসেবে মা আমেনা, লালনপালনের দিক থেকে বারাকাহ উম্মে আয়মান রা., দুধ মা হিসেবে সুওয়াইবা ও হালিমা সাদিয়া রা.।
শেষ দুজন শেষপর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন কি না, এ আলোচনায় যথেষ্ট বিতর্ক আছে। আমরা তো ধারণা করি এবং দিলের তামান্না তাঁরা ঈমানের ওপর থাকবেন। কিন্তু ইতিহাসে বা সিরাতের কিতাবাদিতে মনকে প্রশান্ত করার পর্যাপ্ত তথ্য-উপাত্ত সম্ভবত নেই, তাই একটু হাহাকার অনুভব করছি!

দুই.
সিরাতের কমবেশি সব প্রসঙ্গেই বই-পুস্তক রচনা হয়েছে। কিন্তু নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়েদের নিয়ে তথ্যভিত্তিক কোনো বই বাংলা ভাষায় সম্ভবত নেই, এমনকি অন্যভাষায়ও তেমন নেই। অথচ সকলের কাছেই সিরাতের এটি একটি মনোযোগ আকর্ষণকারী দিক। লেখক হাবিবুল্লাহ আখতার ইতিহাসের পাতায় ও সিরাতের গ্রন্থাদিতে ছড়ানো-ছিটানো তথ্যগুলোকে যাচাই-বাছাই পূর্বক একত্রিত করে পূর্ণাঙ্গ একটি বইয়ের রূপ দান করেছেন। এখানে আবেগনির্ভর কোনো বক্তব্য জায়গা দেননি। অহেতুক দীর্ঘতা এড়িয়ে তাহকিককৃত মূল কথাটিই বলার চেষ্টা করেছেন। বইটিতে নবীজির মায়েদের সম্পর্কে এবং প্রসঙ্গক্রমে মায়েদের স্বামীদের সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা সহজে অন্যত্র পাওয়া দুষ্কর।
#যারা একটু অনুসন্ধানী পাঠক, যারা একটু যাচাই-বাছাই করে বই পড়েন এবং যারা বিষয়ভিত্তিক গভীরতায় পৌঁছতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট রিকমন্ডেড একটি বই "উম্মাহাতুল রাসুল" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

তিন.
দুইটা তথ্য বিরোধপূর্ণ মনে হয়েছে।

১. ১৯ নং পৃষ্ঠায় বলা হয়ে "নবীজির আপন কোনো মামা-খালা ছিলেন না। তবে ওয়াহবের (নবীজির নানা) অন্য এক স্ত্রীর গর্ভে আবদু ইয়াগুস ও উবায়েদ ইয়াগুস নামে নবীজির দুই সৎ মামা ছিলেন।"
২৩ নং পৃষ্ঠায় বলা হয়েছে "উহাইবের ভাই ওয়াহবের মেয়ে নবীজির মা আমিনা। তাঁর (আমিনার) ছিল বৈমাত্রেয় এক ভাই। নাম আবদু ইয়াগুস।" এখানে বৈমাত্রেয় দুই ভাইয়ের বিবরণ আসার কথা।

২. ৬৩-৬৪ নং পৃষ্ঠার আলোচনা : নবীজির মা স্বপ্নে মুহাম্মাদ ও আহমদ উভয় নাম রাখার ইশারা পেয়েছিলেন বলে বর্ণনা আছে। এখানে বলা হয়েছে, "নবীজির নামও প্রথমে তাঁর মা রেখেছিলেন। মা আহমদ নাম প্রস্তাব করেছিলেন। তবে দাদা নাম রাখেন মুহাম্মাদ।" একটু এগিয়ে বলা হয়েছে, "তবে প্রসিদ্ধ এটাই, নবীজির নাম মুহাম্মাদ রেখেছিলেন তাঁর দাদা।" এর সপক্ষে কয়েকটি বর্ণনা আনা হয়েছে। এরপর একেবারে শেষে গিয়ে বলা হয়েছে, "এখানে কেবল এ কথা বলাই উদ্দেশ্য যে, নবীজির নাম তাঁর মা রেখেছিলেন এবং তিনি তা গায়িবি ইশারার ভিত্তিতেই রেখেছিলেন।" অথচ পুরো আলোচনাটি পড়লে মুহাম্মাদ নামটি নবীজির মা রেখেছিলেন মনে হয় না, বরং প্রমাণিত হয় দাদা রেখেছিলেন।

চার.
বইটির বিন্যাস ভালো লেগেছে। পাঠ-গতি বাধাগ্রস্থ হয় নি। অনুবাদ যথেষ্ট সাবলীল ও ঝরঝরে। পাকা হাতের অনুবাদ যেকেউ বইটি পড়লে বুঝতে পারবেন। ভাষা-বানানে যথেষ্ট সতর্ক মনে হয়েছে। পুরো বইটিতে মাত্র দুটি প্রুপ মিসটেক চোখে পড়েছে। একটি "প্রভাবে" শব্দে এ-কার ছুটে গেছে। আরেকটি ৫৪ নং পৃষ্ঠায় "গর্ভকালীন সময়ে", এখানে কালীন ও সময়ে একসাথে এসে গেছে।

নাম : উম্মাহাতুর রাসুল
মূল লেখক : হাবিবুল্লাহ আখতার
অনুবাদক : আবদুর রশিদ তারাপাশী
প্রচ্ছদ : খন্দকার যুবাইর
প্রকাশনী : কালান্তর
দাম : ৪১০/-

✍️ Abdul Wadud Noman

 #বুক_রিভিউ ভূমিকা🔹বাঙলা ভাষায় নবিজিকে নিয়ে প্রচুর বই লেখা হয়েছে। সাহাবিদের নিয়েও হয়েছে বিস্তর বই প্রকাশ। কিন্তু সিরাতের...
11/10/2025

#বুক_রিভিউ

ভূমিকা🔹বাঙলা ভাষায় নবিজিকে নিয়ে প্রচুর বই লেখা হয়েছে। সাহাবিদের নিয়েও হয়েছে বিস্তর বই প্রকাশ। কিন্তু সিরাতের একটি আলো ঝলমলে দিক নিয়ে অন্য ভাষায় কাজ হলেও বাঙলা ভাষা সেখানে নীরব। সেটা হল, ‘উম্মাহাতুর রাসুল’ তথা নবিজি ﷺ-এর মায়েদের জীবনালোচনা। প্রত্যেক সিরাত প্রেমীর-ই এ দিকটার প্রতি থাকে আলাদা ঝুক ও দুর্বলতা। তা কেটে ওঠার জন্য ইসলামি অঙ্গনে অভিজাত প্রকাশনী ‘কালান্তর’ নিয়ে এসেছে চমৎকার এক টুকরো আলোর ফোয়ারা।

বিষয়বস্তু🔹গ্রন্থটিতে সাইয়িদা আমিনা, উম্মু আয়মান, সুওয়াইবা এবং হালিমা সায়িদা রা.—যারা প্রিয় নবিজির মা ছিলেন—তাঁদের জীবন বৃত্তান্ত নিয়ে সারগর্ভ আলোচনা করা হয়েছে। লেখক এরজন্য তথ্য-উপাত্ত সংগ্রহে যে কষ্ট স্বীকার করেছেন এবং শব্দচয়নে যে সাবধানতা অবলম্বন করেছেন তা লেখককে মর্যাদা উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। এতে ঝিনুক খুঁজে মুক্তো বের করার মতই পরিশ্রম করেছেন। এজন্য লেখক সত্যিই প্রশংসার দাবিদার। সাথে প্রাসঙ্গিক আলোচনায় ভেসে উঠছে সমকালীন ইতিহাস, সামাজিক চিত্রপট ও চিত্তাকর্ষণ দৃশ্যসমূহ।

বিশ্লেষণ🔹দেখা গেছে, এ বিষয়ে সিরাতে যেসব বর্ণনা বিদ্যমান লেখক সেগুলো চোখবুঁজে গ্রহণ করেননি। বরং যথেষ্ট পর্যালোচনা করে বিশুদ্ধ বর্ণনাগুলার স্থান দিয়েছেন। সাথে অধুনা সিরাত রচয়িতাদের ভুলগুলোর সূক্ষ্ম সমালোচনা করেছেন এবং কোথাও জবাবও দিয়েছেন। আর বিজ্ঞ অনুবাদক শুধু অনুবাদকার্যই করেননি। বরং টীকায় তুলে ধরেছেন লেখকের অসাবধানতা। যা গ্রন্থটিকে করেছে আরও শুদ্ধ ও পরিমার্জিত।

মতামত🔹বাঙলা ভাষায় এ অনন্য সংযোজনে ইতিমধ্যে অনেক পাঠকের টেবিলে অকৃত্রিমভাবে আপন জায়গা দখল নিয়েছে গ্রন্থটি। যার জন্য একজন সিরাত প্রেমীর অন্তর এতদিন চাপাগুঞ্জনে গুঞ্জরিত হচ্ছিল। আমি মনে করি, এটি বাঙলায় সিরাত গবেষণার আরেকটি দ্বার উন্মুক্ত করেছে।

উপসংহার🔹পাঠকালে এমনও হয়েছে, সকরুণ অবেগে কোথাও গলা ধার হয়ে আসতো—যেন পরের শব্দ বের হতে যাচ্ছে না। আবার কখনো আনন্দের আতিশয্যে হৃদয় প্রকম্পিত হয়ে লোমকূপ দাঁড়িয়ে যেত—যেন মহীয়সীদের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করতো।
পরিশেষে বলবো, বইটি কৌতুহলী পাঠক থেকে আলেম, শিক্ষার্থী (বলতে, জেনারেলসহ) ও সর্বসাধারণের জন্য ক্ষুধা নিবারক ও জ্ঞানের পরিধি বিস্তারক হয়ে ধরা দিবে। ইনশাআল্লাহ..


বই : উম্মাহাতুর রাসুল ﷺ
লেখক : হাবিবুল্লাহ আখতার
অনুবাদক : আবদুর রশীদ তারাপাশী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
মুদ্রিত মূল্য : ৪১০৳
রিভিউ : আতহার জালালি

ﷺ
10/10/2025

কিছুদিন স্টক আউট থাকার পর আবারও ছেপে এসেছে। আজ থেকে অনলাইন, আউটলেট এবং বইমেলায় পাবেন বইটি।বইমেলায় কালান্তরের স্টল নং ১২১...
09/10/2025

কিছুদিন স্টক আউট থাকার পর আবারও ছেপে এসেছে। আজ থেকে অনলাইন, আউটলেট এবং বইমেলায় পাবেন বইটি।

বইমেলায় কালান্তরের স্টল নং ১২১-১২২।

09/10/2025

আলহামদুলিল্লাহ!
আন্তর্জাতিক ইসলামি বইমেলা—১৮ অক্টোবর রোজ শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশেষ ছাড়ে কালান্তরের বইগুলো পাবেন আরও কিছুদিন। কালান্তর স্টল নং ১২১-১২২।

আজকের ইসলামি বইমেলা।কালান্তরের স্টল নং ১২১-১২২
09/10/2025

আজকের ইসলামি বইমেলা।

কালান্তরের স্টল নং ১২১-১২২

Address

ISLAMI TOWER, 1ST FLOOR, 11/1 BANGLABAZAR, KOTWALI
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801312103590

Website

https://www.rokomari.com/book/publisher/6071/kalantor-prokashani-sylhet

Alerts

Be the first to know and let us send you an email when কালান্তর—ইতিহাসের বই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কালান্তর—ইতিহাসের বই:

Share

Category