19/11/2023
এক বান্দা গুনাহ্ করল। তারপর সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো গুনাহ্ করে ফেলেছি। তাই আমার গুনাহ্ ক্ষমা করে দাও। তার প্রতিপালক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার রয়েছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল কাটাল এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক! আমি তো আবার গুনাহ্ করে বসেছি। আমার এ গুনাহ্ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার আছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল। পরে আবারও সে গুনাহে জড়িয়ে গেল। সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আরো একটি গুনাহ্ করে ফেলেছি। আমার এ গুনাহ্ মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার একজন প্রতিপালক আছেন, যিনি গুনাহ্ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম। এরকম তিনবার বললেন।
রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ৭৫০৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৯৯৮