Daily Islam

Daily Islam প্রতিদিন ছোট ছোট ধাপের মাধ্যমে ইসলামকে জানুন

20/05/2024

আনাস রা.-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন।

সহীহ বুখারী, হাদীস ৫২২৯(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ) ৫৬৩১

এক বান্দা গুনাহ্ করল। তারপর সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো গুনাহ্ করে ফেলেছি। তাই আমার গুনাহ্ ক্ষমা করে দাও। তার প্রত...
19/11/2023

এক বান্দা গুনাহ্ করল। তারপর সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো গুনাহ্ করে ফেলেছি। তাই আমার গুনাহ্ ক্ষমা করে দাও। তার প্রতিপালক বললেনঃ আমার বান্দা কি একথা জেনেছে যে, তার রয়েছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছে অনুযায়ী কিছুকাল কাটাল এবং সে আবার গুনাহে জড়িয়ে গেল। বান্দা আবার বলল, হে আমার প্রতিপালক! আমি তো আবার গুনাহ্ করে বসেছি। আমার এ গুনাহ্ তুমি মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার আছে একজন প্রতিপালক, যিনি গুনাহ্ ক্ষমা করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এরপর সে বান্দা আল্লাহর ইচ্ছানুযায়ী কিছুকাল সে অবস্থায় থাকল। পরে আবারও সে গুনাহে জড়িয়ে গেল। সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আরো একটি গুনাহ্ করে ফেলেছি। আমার এ গুনাহ্ মাফ করে দাও। তখন আল্লাহ্ বললেনঃ আমার বান্দা কি জেনেছে যে, তার একজন প্রতিপালক আছেন, যিনি গুনাহ্ মাফ করেন এবং এর কারণে শাস্তিও দেন? আমি আমার এ বান্দাকে মাফ করে দিলাম। এরকম তিনবার বললেন।

রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ৭৫০৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৯৯৮

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃপ্রতিটি নেককাজই...
25/10/2023

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে পানি ঢেলে দেয়াও নেককাজের অন্তর্ভুক্ত।

রেফারেন্সঃ
জামে আত-তিরমিজি ১৯৭৬

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর, যে ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না, অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে উঠে।কিভাবে সে রিজিকে...
01/10/2023

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর, যে ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না, অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে উঠে।

কিভাবে সে রিজিকের জন্য ছুটে যায়, অথচ রিজিকদাতাকে ভুলে থাকে।

ডা.মুহাম্মদ রাতিব নাবলসি (হাফি.)

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃএক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ! মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপে...
11/09/2023

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ

এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ! মানুষের মধ্যে সদ্ব্যবহার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে? তিনি বললেন, তোমার মা। তারপরও তোমার মা। তারপরও তোমার মা। তারপর তোমার পিতা। অতঃপর (ক্রমান্বয়ে) তোমার নিকটবর্তী জন। এরপর তোমার নিকটবর্তী জন।

রেফারেন্সঃ
সহীহ মুসলিম ৬২৭০
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

Daily Islam....
11/09/2023

Daily Islam....

08/06/2023

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ

ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশী। আর লজ্জা ঈমানের একটি শাখা।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৮

21/05/2023

‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

কেউ আমাদের এ শরিয়তে সঙ্গত নয় এমন কিছু অনুপ্রবেশ করালে তা প্রত্যাখ্যান করা হবে।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ২৫১৭

17/05/2023

আবূ সা‘ঈদ খুদরী ও আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তারা উভয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছেন যে,

কোন ঈমানদার ব্যক্তি যে কোনো ব্যথা-ক্লেশ, রোগ-ব্যাধি, দুঃখ ভোগ করে। এমনকি যে দুর্ভাবনায় চিন্তাগ্রস্ত হয়; তার বিনিময়ে তার কোনো গুনাহ মাফ করে দেয়া হয়।

রেফারেন্সঃ
সহীহ মুসলিম ৬৩৩৪

সুমামা ইবনু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃআনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি ...
16/05/2023

সুমামা ইবনু ‘আবদুল্লাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ

আনাস (রাঃ)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। তিনি ধারণা করতেন যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন।

রেফারেন্সঃ
সহিহ বুখারী ৫২২৯
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share