Naila Islam

Naila Islam Mother of Students.

23/07/2025

শয়তানী বুদ্ধিতে কেউ আপনাকে নাস্তানাবুদ করলে, পেরে উঠার চেষ্টা না করে আল্লাহর হাতে ছেড়ে দিন। আল্লাহর শাস্তি আপনার কল্পনার চেয়েও ভয়াবহ।

কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয় , আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করিনা। আল্লাহ সকল ক্ষেত্রে আমার...
21/07/2025

কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয় , আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করিনা। আল্লাহ সকল ক্ষেত্রে আমার পাশে থাকেন। তাই আমি একজন সুখী মানুষ - আলহামদুলিল্লাহ ।
বৃষ্টির সময় নাকি আল্লাহ দোয়া কবুল করেন - তাই বৃষ্টিতে ভিজেই আল্লাহর কাছে হাত তুলেছি।

With Rafsanzani Prottoy – I just got recognized as one of their top fans! 🎉
20/07/2025

With Rafsanzani Prottoy – I just got recognized as one of their top fans! 🎉

16/07/2025

" জুলাই শহীদ দিবস " উপলক্ষে আলোচনা সভায় - ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজে আমার বক্তব্য।

শিক্ষকতা পেশাটা অসাধারণ ভালো লাগে - কারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরম ভালোবাসা ও মমত্ববোধ পাই , তা হয়তো অন্য কোনো কর্ম...
15/07/2025

শিক্ষকতা পেশাটা অসাধারণ ভালো লাগে - কারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে যে পরম ভালোবাসা ও মমত্ববোধ পাই , তা হয়তো অন্য কোনো কর্মস্হলে বিরল।

আমার চারপাশে অনেক এতিম ও সহায়হীন। ইয়া আল্লাহ , আমাকে এই এতিম ও অসহায়দের পাশে থাকার তৌফিক দিন।
06/07/2025

আমার চারপাশে অনেক এতিম ও সহায়হীন। ইয়া আল্লাহ , আমাকে এই এতিম ও অসহায়দের পাশে থাকার তৌফিক দিন।

ভয়ানক দুশ্চিন্তার বিষয় ঃ আজ ছিল ৮ টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের Recruitment Test , Post : Officer General ( ১০ ম গ...
04/07/2025

ভয়ানক দুশ্চিন্তার বিষয় ঃ আজ ছিল ৮ টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের Recruitment Test , Post : Officer General ( ১০ ম গ্রেড )।
Invigilator হিসেবে খাতায় সই করতে গিয়ে দেখি - পরীক্ষার্থীর মোট সংখ্যার ৩৮% হিন্দু। জানতে চাইলাম - এই সার্কোলারটা কবের , ওরা জানালো ২০২২ সনে ওরা দরখাস্ত করেছিল।
বুঝলাম
এইজন্যই তো প্রশাসনের সকল স্তরে এভাবে গত দেড়যুগ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠভাবে হিন্দুরা এগিয়ে আছে। এভাবেই মোট জনসংখ্যার ৯০% মুসলমানদের সরকারী সকল চাকুরী থেকে বঞ্চিত করে একটা বিশেষ গোষ্ঠীকে দেশের সকল বড় বড় পদবীতে সমাসীন করে আমাদের দেশের মেধাসম্পন্ন লাখ লাখ ছেলেমেয়েদের জীবন ধ্বংস করে ঝুঁকিতে ফেলে দিয়েছে। নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের সকল জনগণের সাথে প্রতারণা করে - ঐ গোষ্ঠীটাকে মজবুত করেছে, সাথে ক্ষমতা দীর্ঘয়িত করতে এরা বেড়ার মতো ক্ষেতকে পাহাড়া দেয়।
আর কয়েকটা প্রজন্মের ছেলেমেয়েরা ভোটাধিকার , চাকুরির অধিকারসহ সকল ক্ষেত্রে নিদারুন বঞ্চনার শিকার হয়ে কেউ কেউ আত্মহত্যা করেছে , কেউ প্রবাসে চলে গেছে , কেউ রিক্সা চালাচ্ছে।
রাষ্ট্রের এ কেমন অবিচার - সাধারণ জনগণের প্রতি !!!

মনস্তাত্ত্বিকদের মতে - একজন নারী তার স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর তার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া হয় , তা একটা মা...
27/06/2025

মনস্তাত্ত্বিকদের মতে - একজন নারী তার স্বামীর কাছ থেকে কষ্ট পাওয়ার পর তার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া হয় , তা একটা মানবদেহের দশটা হাঁড় ভাঙ্গার সমান। তাই স্ত্রীকে কষ্ট দেয়ার আগে - চিন্তা করে দেখুন, তার মনোবেদনা যেন সহ্যশক্তির বাইরে না যায়।

সকলের দোয়া কামনা করছি। আমাদের এই ছাত্রীটি HSC পরীক্ষা দিচ্ছে। কিন্ত সড়ক দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। এ অবস্থা...
26/06/2025

সকলের দোয়া কামনা করছি।
আমাদের এই ছাত্রীটি HSC পরীক্ষা দিচ্ছে। কিন্ত সড়ক দুর্ঘটনায় তার একটি পায়ের হাড় ভেঙে গেছে। এ অবস্থায়ও আজ থেকে সে পরীক্ষায় অংশ নিয়েছে। বাকী পরীক্ষাগুলো যেন সুন্দরভাবে দিতে পারে এই আশাবাদ ও দোয়া রইলো।

23/06/2025

প্রশ্নঃ-
কত সনে বঙ্গভঙ্গ হয় ?
কত সনে বঙ্গভঙ্গ রদ বা বাতিল ঘোষণা করা হয় ?

টাঙ্গুয়ার হাওরে - কন্যা পুষ্পিতা মির্জা। মাতাপিতা , শিক্ষক , পরিবার ও আত্মীয়স্বজনের সাথে যেমন আচরণ করবে - আল্লাহ তেমন কর...
21/06/2025

টাঙ্গুয়ার হাওরে - কন্যা পুষ্পিতা মির্জা।
মাতাপিতা , শিক্ষক , পরিবার ও আত্মীয়স্বজনের সাথে যেমন আচরণ করবে - আল্লাহ তেমন করেই তোমার রিজিক ও সম্মান বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ ।

Address

Konapara
Dhaka
1362

Telephone

+8801814397533

Website

https://www.facebook.com/nailaiofficial

Alerts

Be the first to know and let us send you an email when Naila Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naila Islam:

Share

Category