
19/08/2025
শ্বাশুড়ি আম্মুর হাতের মজাদার হালিম ❤️। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হইসে 😋। আমার দুই টা আম্মু। নিজের আম্মু আর শ্বাশুড়ি আম্মু বলতে কিছু নেই। আমার দুইটা মা কে আমি সমান ভাবে ভালবাসি ❤️। আমার দুই মা যখন রেসিপি এইটা সেইটা রান্না করে, তারা অনেক ভালোবাসা দিয়ে মন দিয়ে সন্তান দের জন্য রান্না করে। আর রান্না শেষে যখন মা দের আমরা রিভিও দেই। তখন তাদের চোখে মুখে যেই মুচকি হাসি টা দেখি আহাহা....!! তাদের মুখে যেনো শান্তি দেখতে পাই। আর এটাই আমাদের মনেও শান্তি দেয়। আমার দুইটা মা ই আলহামদুলিল্লাহ অনেক অনেক দারুন সুস্বাদু রান্না করতে পারে। জীবনের এই কিছু মুহূর্ত আজ শেয়ার করলাম। পৃথিবীর সকল মা অনেক অনেক বছর বেঁচে থাকুক। (রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি ছগীরা ) আমিন🤲 ।
(আউযু বিকালীমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি সায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লী আইনীন লাম্মাতিন )