20/09/2025
পৃথিবীর সবচেয়ে সুদর্শন বা অপরূপা মানুষগুলো—যাদের নাম ইতিহাসে তারার মতো জ্বলজ্বল করে—তাদেরও একদিন বয়স হয়েছে। অ্যাঞ্জেলিনা জোলি, ক্লিওপেট্রা, অড্রে হেপবার্ন, ঐশ্বরিয়া রায়, ব্র্যাড পিট, টম ক্রুজ কিংবা সালমান খান—সবারই যৌবন একসময় ফুরিয়েছে।
কারণ সময় কারো জন্য থেমে থাকে না।
আমাদেরও একদিন বয়স হবে, হচ্ছে-ই।
কিন্তু এটিই আসলে জীবনের সৌন্দর্য।
কারণ আমরা অন্তত এই বয়সটা দেখতে পারছি—যা অনেকেই দেখে যেতে পারেনি। এ ভাবনাটুকুই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর মতো।
জীবন যত ব্যস্তই হোক, আমাদের দায়িত্ব নিজের যত্ন নেওয়া। যারা নিতে পারে না বা সুযোগ পায় না, তাদের সংগ্রাম নিঃসন্দেহে কঠিন। অনেকে হয়তো মোটিভেশন পায় না, সাপোর্ট পায় না। তাদের জন্য ভালোবাসা রইল।
আর যারা নিজের যত্ন নেয়, তাদেরকে সবসময় একটু ভিন্ন, পলিশড এবং আত্মবিশ্বাসী দেখায়। কারণ সেলফ কেয়ার মানে শুধু সৌন্দর্য নয়, বরং বাউন্ডারি সেট করা।
যেই মুহূর্তে আপনি অসম্মান বা অপ্রয়োজনীয় কষ্ট এড়িয়ে চলবেন, তখনই আপনার শরীর-মন হালকা হয়ে যাবে। স্ট্রেস কমবে, ঘুম ভালো হবে, আর সুস্থতা বেড়ে যাবে।
হ্যাঁ, বয়সের সাথে সাথে চামড়া কুঁচকাবে, শরীর বদলাবে। কিন্তু ব্যক্তিত্ব, প্রজ্ঞা আর আত্মসম্মান কখনো বয়সের দাগে ম্লান হয় না। বরং এগুলো মানুষকে ভেতর থেকে আলোকিত করে।
একজন নারী বা পুরুষ—যে নিজের জন্য বাঁচতে শিখেছে, নিজের মতামতকে গুরুত্ব দেয়, অন্যের দেয়া শর্তে নয় বরং নিজের বুদ্ধিতে সিদ্ধান্ত নেয়—তাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।
বয়স, রঙ, শরীরের গঠন—এসবের বাইরে আমাদের আসল পরিচয় হলো আমাদের শিক্ষা, প্রজ্ঞা আর ব্যক্তিত্ব। এগুলো কাউকেই কেড়ে নিতে পারে না।
প্রার্থনা করি—
আমাদের দেশের মেয়েরা যেন আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী আর প্রজ্ঞাবান হয়ে ওঠে।
যেন তারা নিজেদের গল্প নিজেরাই লিখতে পারে।