Unique IDEA

Unique IDEA Online NID Service
NID Correction
E-Passport

ডি এম খালি  ইউনিয়ন.......নতুন ভোটারদের ছবি তোলার তারিখ আগামী ১০ ও ১১ মার্চ সকাল ৯:০০থেকে ৫:০০ পর্যন্ত। যারা ইতিপূর্বে ফর...
11/02/2025

ডি এম খালি ইউনিয়ন.......
নতুন ভোটারদের ছবি তোলার তারিখ আগামী ১০ ও ১১ মার্চ সকাল ৯:০০থেকে ৫:০০ পর্যন্ত। যারা ইতিপূর্বে ফরম পুরন ও রেজিস্ট্রারে নাম অন্তর্ভুক্ত করেছেন তাদের সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। যারা কাগজ পত্র জমা দেন নি তাদের কাগজ নিয়ে আসবেন।

ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সোমবার শেষ হচ্ছে; এরপর শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের...
03/02/2025

ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ সোমবার শেষ হচ্ছে; এরপর শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকবে।

নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ছবি তোলার কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম-২ পূরণ করে ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়া যাবে।

এছাড়া অনলাইনে (www.nidw.gov.bd) ফরম-২ পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়েও ভোটার হওয়া যাবে।

নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে পাওয়া যাবে।

আগামী বছর, অর্থ্যাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স আঠারো বছর হবে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবার।
২০০৮ সালের ১ জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন, তাদের ভোটার তালিকাভুক্তি ও মৃত ভোটারদের তালিকা থেকে বাদ এবং আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তর করার তথ্য থাকবে হালনাগাদে।

গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। সোমবার তথ্য সংগ্রহ শেষে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

নিবন্ধনের জন্য এবার ভোটারযোগ্য প্রায় ১৯ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ হতে পারে বলে মনে করছে ইসি। এজন্য সারাদেশে তথ্যসংগ্রহকারীসহ অন্তত ৬৫ হাজার লোকবল নিয়োজিত রাখা হয়েছে।
চলতি বছরের জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

গত রোববার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন বলেন, “আমরা ছয় মাসের জন্য প্ল্যান করেছি; কিছু কমবেশি হতে পারে। টার্গেট হচ্ছে- ছয় মাসের মধ্যে যাতে শেষ করতে পারি।”

গত ২ জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তাতে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের নাম। সবশেষ গতবছর ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার ছিলেন ১২ কোটি ১৮ লাখের বেশি।

এরপর ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, এ বছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হয়েছে।

নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ২ মার্চ তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

ভোটার তালিকা হালনাগাদ -২০২৫। ডি এম খালী ইউনিয়ন দায়িত্বপ্রাপ্তদের তালিকা। যাদের জন্ম তারিখ  ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে...
19/01/2025

ভোটার তালিকা হালনাগাদ -২০২৫।
ডি এম খালী ইউনিয়ন দায়িত্বপ্রাপ্তদের তালিকা।
যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ বা
তার পূর্বে তারা ভোটার হতে পারবেন।

***NOTICE NOTICE NOTICE... জনস্বার্থে পোস্ট :- ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইংসারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্...
13/01/2025

***NOTICE NOTICE NOTICE...
জনস্বার্থে পোস্ট :-
ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......
০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়),
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique IDEA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share