স্বাধীনতা প্রতিদিন

স্বাধীনতা প্রতিদিন নিয়মিত সংবাদ পেতে এবং দিতে আমাদের সাথে যুক্ত থাকুন

08/08/2025

নিরাপত্তারক্ষীদের বেঁধে চিনিকলে ডাকাতির সিসিটিভি ক্যামেরার ফুটেজ

08/08/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্!
ঘুমের চেয়ে নামাজ উত্তম আসুন মুসলমান ভাই-বোনেরা ফজরের নামাজ আদায় করি
❤️🤲 আমিন 🤲❤️

🗣️১চামচ প্যারাসিটামল ই কেড়ে নিল বিয়ের ১০বছর পর অজস্র নির্ঘুম রাতের কান্নার ফসল ১বছরের একমাত্র ছোট্ট সোনামণি কে। 🎴পৃথিবী ...
09/05/2025

🗣️১চামচ প্যারাসিটামল ই কেড়ে নিল বিয়ের ১০বছর পর অজস্র নির্ঘুম রাতের কান্নার ফসল ১বছরের একমাত্র ছোট্ট সোনামণি কে।

🎴পৃথিবী কতো নিষ্ঠুর❗

🔴ভাবতে পারেন,
কতো দোয়া,দয়া আর আবেগের ধন।
খবর শোনার সাথে সাথে চোখের কোনে পানি জমে গেল।
নির্বাক,স্তব্ধ মা-বাবা। চোখে পানি নাই।শুধু হাউমাউ করে মা।পৃথিবীর সব জ্ঞান,ডিগ্রী, টাকা,যোগ্যতা সব কিছু তার কাছে অর্থহীন।বাচ্চার প্রত্যেকটা কাশি মায়ের কলিজায় গিয়ে লাগে।বার বার আয়নায় তাকানো সেই মা কবে দর্পনে নিজের চেহারা দেখেছে তা মনে পড়েনা।সন্তানের কান্না থামাতে না পেরে মা বেপরোয়া হয়ে মাঝেমধ্যে ফুপিয়ে কাদতে শুরু করে।মায়ের কাছে সন্তানের চেয়ে দামি কিচ্ছু নাই।নাই নাই।

✅বলছিলাম চিকিৎসক মায়ের সন্তান হারানোর বেদনার কথা।অসুস্থ সন্তানের জ্বর।বুকের সাথে জুড়ানো সন্তানের গায়ের তাপে মা উদ্ধিগ্ন। জ্বর কমানোর জন্য ১ চামচ প্যারাসিটামল খাওয়াতে গিয়ে তা দুর্ভাগ্যক্রমে ডুকে যায় ফুসফুসে।
তারপর কাশি,শ্বাসকষ্ট, জ্বর, আইসিইউ.......
সব শেষে সাদা কাপড়ে মোড়ানো কফিনে❗

🟥বাচ্চাদের সিরাপ খাওয়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন-
১)ঘুমের মধ্যে ওষুধ খাওয়াবেন না।
২)বেশি পরিমাণ ওষুধ এক সাথে মুখে দিবেন না।
৩)অনেকগুলো ওষুধ এক সাথে পর পর দিবেন না।
৪)কাশি দেওয়া অবস্থায় ওষুধ খাওয়াবেন না।
৫)অতিরিক্ত কান্নাকাটির সময় ওষুধ দিবেন না।

(ছবি প্রতিকীরূপে)

09/05/2025

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা. আইভী গ্রে'ফতার

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, বাবা ভাই-বোনসহ নি/হ/ত ৪ মুন্সীগঞ্জ ও সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :- ম...
08/05/2025

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, বাবা ভাই-বোনসহ নি/হ/ত ৪

মুন্সীগঞ্জ ও সিরাজদীখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :-

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নি'হ'ত হয়েছেন। ঘটনাস্থলে একজন নারী নি'হ'ত হন। আ'শ'ঙ্কা'জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃ'ত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দু'র্ঘট'না ঘটে। দু'র্ঘট'নার তথ্য নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনজনের মৃ'ত্যু'র তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নি'হ'তদের মধ্যে একজন নারী রয়েছেন। তার নাম আফসানা (২০)। অপর নি'হ'তরা হলেন তার বাবা সামাদ ফকির (৬০) ও ভাই হাফেজ বিল্লাল (৪০)। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ তুতখালী গ্রামে। অ্যাম্বুলেন্সের চালকও দুর্ঘটনায় মা'রা গেছেন। তার নাম মাহাবুব সরদার (২৮)।
বাসটি উদ্ধার করা হচ্ছে
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে যায়। নিমতলা তালুকদার পাম্পের সামনে চাকা সচল করার জন্য অ্যাম্বুলেন্সটি থামানো ছিল। পেছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স আরোহীদের চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের মধ্যে ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মা'রা যান। এ সময় আ'হত হন দুই নারী ও তিন পুরুষ।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘ'ট'নাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত চারজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরও চারজন। তারা হলেন সামাদ ফকির, হাফেজ বিল্লাল, আফসানা, মাহাবুব সরদার।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে নি'হ'ত একজনের ম'র'দেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নি'হত নারীর লা'শ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে। আ'হ'ত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করছি, অ্যাম্বুলেন্সটির যাত্রীরা পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ওই সময় অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি থানায় জব্দ করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ম"র'দে'হ ম'য়'নাতদন্তের জন্য হাসপাতালের ম'র্গে রাখা হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হ/.ত্যা/র  প্রতিবাদে চট্টগ্রামের বিভ...
05/05/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হ/.ত্যা/র প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জমা’আত। এসময় আন্দোলনকারীদের সরাতে টিয়ারশেল ছোড়ে ও লা/ঠি/চা/র্জ করে পুলিশ।

গু*লি-বিদ্ধ ভারতীয় নাগরিক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
05/05/2025

গু*লি-বিদ্ধ ভারতীয় নাগরিক ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উঠবেন তার নিজ বাসভবন ফিরোজায়। এজন্য তার ব...
05/05/2025

চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উঠবেন তার নিজ বাসভবন ফিরোজায়। এজন্য তার বাসভবনে চলছে ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। ছবি তুলেছেন মাহবুব আলম

শিক্ষাবিদ ও কলামিস্ট আব্দুল ওয়াদুদের অভিযোগ, গত ২৯ এপ্রিল রাতে তার বাসায় ঢুকে ওই ঘটনা ঘটান পুলিশ সদস্যরা।
05/05/2025

শিক্ষাবিদ ও কলামিস্ট আব্দুল ওয়াদুদের অভিযোগ, গত ২৯ এপ্রিল রাতে তার বাসায় ঢুকে ওই ঘটনা ঘটান পুলিশ সদস্যরা।

স্থানীয়দের মা'রধরের শিকার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলার সংগ...
05/05/2025

স্থানীয়দের মা'রধরের শিকার রাইয়ান কাশেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজার জেলার সংগঠক...

ভালুকায় বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের এডহ্ক কমিটি প্রথম সভা অনুষ্ঠিত ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহ...
27/02/2025

ভালুকায় বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের এডহ্ক কমিটি প্রথম সভা অনুষ্ঠিত

ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের এডহ্ক কমিটি প্রথম সভা শিক্ষক ও স্টাফদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা বিরুনীয়া সদর আলী সরকার
মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে শিক্ষক ও স্টাফদের সাথে শুভেচ্ছা মত বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ এপিপি জজ কোর্ট এডভোকেট ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজের এডহ্ক কমিটির সভাপতি উসমান গণি মল্লিক মাখন,বিরুনীয়া সদর আলী সরকার মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ হোসনে আরা আকন্দ সহ অত্র কলেজের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, হবিরবাড়ী পাড়াঁগাও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও যুবনেতা আসাদ্দুজ্জামান আসাদ মাস্টার,বিরুনীয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ
সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা, জলকামান-সাউন্ড গ্রেনেড ব্যবহার
10/02/2025

শাহবাগে আন্দোলনকারীদের লাঠিপেটা, জলকামান-সাউন্ড গ্রেনেড ব্যবহার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীনতা প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীনতা প্রতিদিন:

Share