History of Islam BD

History of Islam BD আলহামদুলিল্লাহ

আবারও আহলেহাদীছ মসজিদ ভাঙচুর, রক্তপাত!বিবাড়িয়ার কওমী হুজুরদের কাছে প্রশাসনও কি অসহায়!....হাইকোর্টের রায় নিয়ে, জেলা প্রশা...
16/04/2025

আবারও আহলেহাদীছ মসজিদ ভাঙচুর, রক্তপাত!

বিবাড়িয়ার কওমী হুজুরদের কাছে প্রশাসনও কি অসহায়!....

হাইকোর্টের রায় নিয়ে, জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সব কাজ নিয়মতান্ত্রিকভাবে শুরু করার পরও এই আক্রমণ, মানুষের জানের উপর হামলা! ...

হেফাযত যুগ্ম-মহাসচিব মাওলানা মামূনুল হককেও আমরা অনুরোধ করেছিলাম বিষয়টি দেখার জন্য। কিন্তু তিনিও সম্ভবত এদের হিংস্রতার কাছে অসহায়। আমরা এই রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বদলীয় ঐক্য সম্মেলন কোন কাজে আসবে না, যদি না এই হিংসা-বিদ্বেষ অব্যাহত থাকে। আমরা আশাবাদি ইসলামী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ঘটনার প্রতিবাদ করবেন এবং আহলেহাদীছদের বিরুদ্ধে এই জিঘাংসা বন্ধে এগিয়ে আসবেন।

উল্লেখ্য যে, মাত্র গতমাসেই (২০ মার্চ ২০২৫) আমি এবং ড. কাবীরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া যেলা সদরের পাঘাচং গ্রামে অবস্থিত বাইতুল মামুর সালাফী জামে মসজিদ পরিদর্শনে যাই। ৬ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত উক্ত মসজিদটি এলাকাবাসী এবং প্রবাসী দ্বীনী ভাইদের সহযোগিতায় ২৪.৯.২০২১ প্রতিষ্ঠা লাভ করে। মুছল্লী বৃদ্ধি পাওয়ায় গত বছর উক্ত এই মসজিদটি তিনতলা বিশিষ্ট করার জন্য কার্যক্রম ভিত্তি দেওয়ার কাজ শুরু হয়। তারপর থেকেই পার্শ্ববর্তী কওমী মাদ্রাসার হুজুররা মসজিদ যেন না হয়, সেজন্য জোর হুমকি-ধামকি দিতে থাকে। অবশেষে হাইকোর্টের রায় এবং প্রশাসনের আন্তরিক সহযোগিতায় সম্প্রতি আবার মসজিদের কার্যক্রম শুরু হয়। কিন্তু হিংস্র হুজুরদের জঘন্য আক্রমণে আবার তছনছ হল অস্থায়ী মসজিদ। লুটপাট হল নতুন মসজিদের মালামাল। বর্তমানে হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আল্লাহ এদের হাত থেকে আমাদের ভাইদের হেফাযত করুন। আমীন!
🖋️ড. আহমদ আব্দুল্লাহ ছাকিব

আল্লাহ তায়ালা  সহায় হোক
15/04/2025

আল্লাহ তায়ালা সহায় হোক

07/02/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষী হীন।
সকলেই তাঁর মুখাপেক্ষী।
(ইখলাস : ১১২/৩))

07/02/2025
29/01/2025

😁 ফাতওয়া ফর হানাফীয়্যাহ🥴🥴
আবু ইউসুফ (রহ:) আবু হানীফা (রহ:) এর বিশ্বস্ত ছাত্র।
আর আবু ইউসুফ রহ: তার বিপরীত ফতওয়া দিত।

28/01/2025
17/01/2025
31/12/2024

দিবস পালন কিভাবে শি*রিক হয়?
🎤আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

27/12/2024
19/12/2024

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when History of Islam BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to History of Islam BD:

Share