16/03/2025
আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার নিশ্চিত এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে ছাত্র ইউনিয়ন এর সভাপতি মাহির শাহরিয়ার এর বক্তব্য।
১৫ মার্চ ২০২৫ শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারের পাদদেশে আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার নিশ্চিত এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন এর সভাপতি মাহির শাহরিয়ার রেজা’র সভাতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ’র সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন।
সমাবেশে বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ই, জাসদ ছাত্রলীগের (বিসিএল) সভাপতি গৌতম শীল, প্রমুখ।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক সংসদ, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), পাহাড়ী ছাত্র পরিষদ এর নেতা-কর্মীরা অংশ নেন।
সমাবেশ থেকে ৭ দফা দাবি জানানো হয়। দাবিসমূহ:
১. আছিয়াসহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে।
২. ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে।
৩. জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে।
৪. মসজিদ, মন্দির, মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে।
৫. চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে।
৬. সাগর-রুনি, তনু, আফসানা, মুনিয়াসহ পতিত স্বৈরাচার আওয়ামীলীগ আমলে সংঘঠিত হত্যার বিচার করতে হবে।
৭. হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, লুটপাটের বিচার করতে হবে।
#মুক্তি #গণ-অভ্যুত্থান #ধর্ষণের_প্রতিবাদ #ছাত্র_ইউনিয়ন #যুব_ইউনিয়ন #ছাত্রফ্রন্ট #উদীচী #টিউসি #সমাবেশ #গণমিছিল
চোখ রাখুন-
নিউজ পোর্টাল- https://www.muktionline.net
ফেসবুক পেজ- https://www.facebook.com/muktionline.net
ফেসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/muktionline
ইন্সটাগ্রাম- https://www.instagram.com/muktionline_net
থ্রেড- https://www.threads.net/
হোয়াটসএ্যাপ চ্যানেল- https://whatsapp.com/channel/0029Vakw0zqJkK7AEpznK72W
টেলিগ্রাম চ্যানেল- https://t.me/muktionline_net
টুইটার (এক্স হ্যান্ডেল)- https://x.com/muktionline_net
ইউটিউব- https://www.youtube.com/
টিকটক- https://www.tiktok.com/
ট্যাগ লাইনঃ
মুক্তি ।। মুক্তি অনলাইন ।। গণ মানুষের কণ্ঠস্বর ।। বাংলাদেশের রাজনীতির খবর ।। ধর্ষণের প্রতিবাদ ।। ছাত্র-জনতার অভ্যুত্থান ।। ছাত্র ইউনিয়ন ।। যুব ইউনিয়ন ।। ছাত্রফ্রন্ট ।। উদীচী ।। টিউসি ।। সমাবেশ ।। গণমিছিল ।। মাহির শাহরিয়ার রেজা ।।
Mukti ।। mukti online ।। peoples voice ।। bangladeshi political news ।। bd politics news update ।। bsu ।। students’ union ।। mahir shariar reza ।।