ANQAA Publishers

ANQAA Publishers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ANQAA Publishers, Publisher, Dhaka.

10/12/2024
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি-----আপনি কি আরবি পড়ে মোটামুটি সহজে বুঝতে পারেন?আপনি কি সহনশীল, উদার ও কর্মমুখী?আপনি কি আল্লাহ-রাসূ...
21/06/2023

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
-----
আপনি কি আরবি পড়ে মোটামুটি সহজে বুঝতে পারেন?
আপনি কি সহনশীল, উদার ও কর্মমুখী?
আপনি কি আল্লাহ-রাসূল-আহলুল বাইত- আসহাবে কিরাম ও আউলিয়ায়ে কিরামের প্রতি আন্তরিক?

আমাদের একজন ফুলটাইম তরুণ সহকর্মী প্রয়োজন।
আপনার কাজ হবেঃ
* বাংলা ও আরবিতে সার্চ করা,
* তথ্য একত্র ও পুনর্বিন্যস্ত করা,
* লেখালেখি ও গবেষণাকাজে সহযোগী গবেষক হওয়া,
* অনুবাদক হওয়া,
* প্রকাশনীর সহকর্মী হওয়া।।

উল্লেখ্য, বেতনভুক্ত হওয়া সত্ত্বেও অনুবাদক, গবেষক হিসাবে সংশ্লিষ্ট বইয়ে যথাযথ ক্রেডিট যাবে।

কর্মস্থলঃ ঢাকা মহানগর।
অফিস সময়ঃ সকাল থেকে বিকাল, স্বাভাবিক অফিস সময়।

মেহেরবানি করে ইনবক্সে যোগাযোগ করুন। মেসেজের প্রথমেই জানাবেন যে,
আপনি কাজের জন্য আগ্রহী।
অনুগ্রহ পূর্বক সম্ভাব্য আগ্রহীদের কাছে পোস্টটি শেয়ার করুন এবং মেনশন করুন।

30/05/2023

নবীপ্রেমই ঈমান।
নবীপ্রেম নেই ঈমান নেই, যতই হোক আমলের পাহাড়।
সেই নবীপ্রেম নিয়ে এতবড় বই বাংলা ভাষায় আসেনি। আসেনি এত তথ্য।
এত বিশ্লেষণ।
শত ঘটনা, সহস্র নিদর্শন, দু’হাজার রেফারেন্স, সাতশো পৃষ্ঠা।
পুরো বইয়ের বিষয় একটাই, নবীপ্রেম।

14/03/2023

সবগুলো বইয়ের সূচিপত্র এবং একটু পড়ে দেখার pdf, কমেন্টের দুটি ভিন্ন লিংকে (দুটাই স্লো হতে পারে, মন্তব্য শুনতে আগ্রহী)।

আলহামদুলিল্লাহ! আনকা সেবা’র পক্ষ থেকে ৩০ টি বঞ্চিত পরিবারে পৌঁছে গেছে রমযান উপহার।
27/04/2022

আলহামদুলিল্লাহ! আনকা সেবা’র পক্ষ থেকে ৩০ টি বঞ্চিত পরিবারে পৌঁছে গেছে রমযান উপহার।

আনকা সেবা’র তৃতীয় উদ্যোগ। আজকে ছিল ইফতারের আয়োজন। কাজটা করেছে শিশু-কিশোর-তরুণরা। রান্না করেছে তারা, বেড়েছে তারা, বিলিয়েছ...
16/04/2022

আনকা সেবা’র তৃতীয় উদ্যোগ। আজকে ছিল ইফতারের আয়োজন। কাজটা করেছে শিশু-কিশোর-তরুণরা। রান্না করেছে তারা, বেড়েছে তারা, বিলিয়েছে তারা। শেষতক দিতে দিতে নিজেদের প্যাকেটগুলোও দিয়ে ফেলল। ওদের কথা হল, মানুষকে খাওয়ানোর এত তৃপ্তি, নিজে খেয়ে আর কী হবে!

দু’বছর পরিশ্রম ও অপেক্ষার পর, আল্লাহর অপার রহমতে বইগুলো আপনার হাতের মুঠোয় পৌঁছে যাবার জন্য এখন অপেক্ষা করছে ডেলিভারি সার...
09/04/2022

দু’বছর পরিশ্রম ও অপেক্ষার পর, আল্লাহর অপার রহমতে বইগুলো আপনার হাতের মুঠোয় পৌঁছে যাবার জন্য এখন অপেক্ষা করছে ডেলিভারি সার্ভিসের অফিসে।
ফর্ম পূরণ করলেই বই রওনা হয়ে যাবে।

https://forms.gle/NQZPJqAKtE1mAh446

বই হাতে নিয়ে পেমেন্ট।
আপনার প্যাকেটে মোট বই ৫ টি বা বেশি হলে, সমস্ত হাদিয়ার উপর ৪০% ছাড়।
প্যাকেটে মোট বই ১-৪ টি হলে, হাদিয়ার উপর ২৫% ছাড়।

যেকোনো প্রয়োজনে পোস্টে মন্তব্য করুন বা মেসেজ করুন এ পেইজে।

আসসালামু আলাইকুম। আমাদের কাছে এ মুহূর্তে থাকা বইগুলোর বুকিং ফর্ম এটি। অনুগ্রহ করে ফর্মটি পূরণ করে নিন, তাহলেই আম.....

চারটি নতুন বই, রমাদান মুবারাক
08/04/2022

চারটি নতুন বই, রমাদান মুবারাক

'আনকা সেবা'র পথচলা শুরু।*সকল স্বপ্ন পূরণ কর-কেমন মালিক তুমি?কোথাও তোমায় পাইনা খুঁজে-সকল ভূমিই চুমি।
31/12/2021

'আনকা সেবা'র পথচলা শুরু।

*
সকল স্বপ্ন পূরণ কর-
কেমন মালিক তুমি?
কোথাও তোমায় পাইনা খুঁজে-
সকল ভূমিই চুমি।

নবীপ্রেমই ঈমান । নবীপ্রেম নেই ঈমান নেই, যতই হোক আমলের পাহাড়। নবীপ্রেমের গভীরতায় যাওয়া সকলেরই একান্ত কর্তব্য ।সেই নবীপ্র...
16/11/2021

নবীপ্রেমই ঈমান ।
নবীপ্রেম নেই ঈমান নেই, যতই হোক আমলের পাহাড়। নবীপ্রেমের গভীরতায় যাওয়া সকলেরই
একান্ত কর্তব্য ।
সেই নবীপ্রেম নিয়ে এতবড় বই বাংলা ভাষায় আসেনি। আসেনি এত তথ্য।
এত বিশ্লেষণ।
শত ঘটনা, সহস্র নিদর্শন, দু’হাজার রেফারেন্স, সাতশো পৃষ্ঠা।
পুরো বইয়ের বিষয় একটাই, নবীপ্রেম।

নবীপ্রেমই ঈমান । নবীপ্রেম নেই ঈমান নেই, যতই হোক আমলের পাহাড়। সেই নবীপ্রেম নিয়ে এতবড় বই বাংলা ভাষায় আসেনি। আসেনি এত তথ্য...
11/11/2021

নবীপ্রেমই ঈমান ।
নবীপ্রেম নেই ঈমান নেই, যতই হোক আমলের পাহাড়। সেই নবীপ্রেম নিয়ে এতবড় বই বাংলা ভাষায় আসেনি। আসেনি এত তথ্য।
এত বিশ্লেষণ।
শত ঘটনা, সহস্র নিদর্শন, দু’হাজার রেফারেন্স, সাতশো পৃষ্ঠা।
পুরো বইয়ের বিষয় একটাই, নবীপ্রেম।

Address

Dhaka

Telephone

+8801930003034

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANQAA Publishers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ANQAA Publishers:

Share

Category