সোনাইমুড়ীর কাগজ

সোনাইমুড়ীর কাগজ নান্দনিক কোন বাঁকে যে ছবি আঁকে - তাদের ?

25/04/2025

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ
কৃষকের মুখে হাসি ফুটলেই হাসবে দেশের অর্থনীতি।
তাঁর ঘামে ভিজে ওঠে আমাদের প্রতিদিনের আহার।
তাই আসুন, কৃষকের পাশে দাঁড়াই।
কারণ কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

#কৃষক #বাংলারগর্ব #অর্থনীতি #গ্রামবাংলা #কৃষিইভবিষ্যৎ

15/02/2025

সোনাইমুড়ীতে জাতীয়তাবাদের জাগরণ সৃষ্টি হয়েছে - মহিউদ্দিন ভিপি মনির

১৯'ই ফেব্রুয়ারী নোয়াখালী জেলা বিএনপির -সমাবেশ সফল করার লক্ষে সোনাইমুড়ী উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি,উপজেলা ছাত্রদল,পৌর যু...
15/02/2025

১৯'ই ফেব্রুয়ারী নোয়াখালী জেলা বিএনপির -সমাবেশ সফল করার লক্ষে সোনাইমুড়ী উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি,উপজেলা ছাত্রদল,পৌর যুবদল,পৌর সেচ্চাসেবক দল,উপজেলা সেচ্চাসেবক দল,সহযোগী সংগঠনের. পক্ষ থেকে আয়োজিত আজকের প্রস্তুতি সভা।

15/02/2025

১৯ তারিখ নোয়াখালী বিএনপির ঘাটি তার প্রমাণ হবে আবারও - দেলোয়ার হোসেন পিন্টু

বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল অডিশন অনুষ্ঠিত হয়েছে। দিনভর সুরভি ছড়িয়ে ও আনন্দঘন প...
14/02/2025

বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল অডিশন অনুষ্ঠিত হয়েছে।

দিনভর সুরভি ছড়িয়ে ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে সম্পন্ন হলো প্রতিযোগিতাটি।

বিজয়ী তারা:

বিচারক মন্ডলী তাদের চিন্তাশক্তি দিয়ে বিশ্লেষণপূর্বক মোট আট জন বিজয়ী হাফেজের নাম ঘোষণা করেন। এসময় হলজুড়ে স্নিগ্ধ শুভেচ্ছা বৃষ্টি বয়ে যায়। বিজয়ী হাফেজদের ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়। অংশগ্রহণকারী সকল হাফেজদের পুরষ্কৃত করা হয়। বিজয়ী আটজনকে দেয়া হয় নগদ অর্থ পুরষ্কার।

বিজয়ী যারা :

১ম আরেফীন সিদ্দিক
২য় -
জুনায়েদ আল মাহমুদ
৩য় -
তানজিদ হাসান রাসেলসাঈদ আহমদ
৫ম-
রবিউল ইসলাম
৬-
হাফেজ মো, সালমান
৭ ম -
ইসমাইল হোসেন মাহি
৮ম -
হাফেজ মো. মিনহাজুল ইসলাম।

সুরভী ছড়ালো তৈয়ব আলী স্মৃতি হিফজুল কুরআন প্রতিযোগিতা :  ফাইনালে বিজয়ীদের সংবর্ধনা  বিশেষ প্রতিবেদক - বীরমুক্তিযোদ্ধা তৈয়...
14/02/2025

সুরভী ছড়ালো তৈয়ব আলী স্মৃতি হিফজুল কুরআন প্রতিযোগিতা : ফাইনালে বিজয়ীদের সংবর্ধনা

বিশেষ প্রতিবেদক -
বীরমুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ফাইনাল অডিশন অনুষ্ঠিত হয়েছে।

দিনভর সুরভি ছড়িয়ে ও আনন্দঘন পরিবেশের মাধ্যমে সম্পন্ন হলো প্রতিযোগিতাটি। অংশগ্রহণকারী হাফেজরা কয়েকটি পর্বে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে ফাইনাল রাউন্ডের জন্য ইয়েস কার্ড জিতে নেন। বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কবি সালেহীন সাজু বিশেষ তত্ত্বাবধানে এই আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানবিক বন্ধু ইউনিট ও ম্যারাথন ক্লাব, দৈয়ারা।

বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদনকারী হাফেজরা এই প্রতিযোগীতায় অংশ নেয়। কয়েকটি দাপ ফেরিয়ে গতকাল বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে দৈয়ারা তা'লিমুল কুরআন মাদ্রাসায় দিনব্যাপী হিফজুল কুরআনের ফাইনাল অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার পর থেকে একে একে হাফেজরা সুরেলা কন্ঠে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার চেষ্টা করতে থাকেন।

পুরোটা সময়জুড়ে পবিত্র কুরআন তেলাওয়াতে অনুপম সৌন্দর্য ফুটে ওঠে। কন্ঠের মাধুর্যতায় হলজুড়ে তখন অনাবিল এক প্রশান্তি নেমে আসে।

এসময় উপস্থিত দর্শক ও অতিথিবৃন্দের চোখে মুখে দারুণ এক মুগ্ধতা ছড়িয়ে পড়ে।

আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর উদ্দিন মো.জাহাঙ্গীর, মাকসুদুর রহমান আল মাদানী, আলহাজ্ব আবুল কালাম প্রমুখ।

বিজয়ী তারা:

বিচারক মন্ডলী তাদের চিন্তাশক্তি দিয়ে বিশ্লেষণপূর্বক মোট আট জন বিজয়ী হাফেজের নাম ঘোষণা করেন। এসময় হলজুড়ে স্নিগ্ধ শুভেচ্ছা বৃষ্টি বয়ে যায়। বিজয়ী হাফেজদের ফুলেল শুভেচছায় সিক্ত করা হয়। অংশগ্রহণকারী সকল হাফেজদের পুরষ্কৃত করা হয়। বিজয়ী আটজনকে দেয়া হয় নগদ অর্থ পুরষ্কার তাদের মধ্যে
১ম আরেফীন সিদ্দিক
২য় -
জুনায়েদ আল মাহমুদ
৩য় -
তানজিদ হাসান রাসেলসাঈদ আহমদ
৫ম-
রবিউল ইসলাম
৬-
হাফেজ মো, সালমান
৭ ম -
ইসমাইল হোসেন মাহি
৮ম -
হাফেজ মো. মিনহাজুল ইসলাম।

একটি ডিনার পার্টি তাদের এক করেছে ?  নিজস্ব প্রতিবেদক - রাজপথে আন্দোলন সংগ্রামে না থাকলেও নিয়মিত ব্রেকফাস্ট রাতের ডিনারসহ...
09/02/2025

একটি ডিনার পার্টি তাদের এক করেছে ?

নিজস্ব প্রতিবেদক -
রাজপথে আন্দোলন সংগ্রামে না থাকলেও নিয়মিত ব্রেকফাস্ট রাতের ডিনারসহ নানা পার্টিতে মিলিত হচ্ছেন অনেকেই যারা কঠিন সময়ে ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

ত্যাগী নেতাকর্মীদের সম্মানে শুক্রবার একটি পার্টির আয়োজন করেন যুক্তরাষ্ট্র শাখার বিএনপি নেতা টিপু খান। এই আলোচনা সভা ও ডিনার পার্টিতে অনেকেই উপস্থিত হয়েছেন যারা সংগ্রামের দিনগুলোতে সোনাইমুড়ী আসতেন না। এড়িয়ে চলতেন দায়িত্বশীল নেতাদের। এমন বিপুল সংখ্যক লোকের উপস্থিতি দেখে অনেকেই এ ধরনের প্রশ্ন তুলেছেন।

এছাড়াও বিবদমান মামুনুর রশীদ মামুনের ব্লকের নেতারাও উপস্থিত ছিলেন। যদিও দলের কর্মসূচী গুলোতে তাদের একই কাতারে দেখা যায় না। বিএনপির দলীয় কর্মসূচি, জাতীয় দিবস সমূহ গুলোতে একসাথে পোগ্রাম না করলেও আমেরিকান একটি ডিনার পার্টি তাদের এক করেছে।

শুক্রবার রাত ৮টার সময় সোনাইমুড়ী বাজারে হোটেল তাজমহলের দ্বিতীয় তলায় এই আলোচনা সভা ও পার্টি সম্পন্ন হয়েছে। সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.কুতুব উদ্দিন সানির নেতৃত্বে এই সভায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মহিম। পরিচালনা করেন সোনাইমুড়ী পৌর যুবদলের মো.মোস্তফা মিটন।

এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল আলম, এডভোকেট খলিলুর রহমান,এডভোকেট মোঃ শাকিল,পৌর বিএনপি'র যুগ্ন আহবায়ক মো.ইমাম হোসেন, যুগ্ন আহবায়ক ডাক্তার জালাল,সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল গনি পাটোয়ারী মামুন, সাবেক সভাপতি সোনাইমুড়ী উপজেলা যুবদল আলমগীর হোসেন চিম্পু,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার বাদল মির্জা, ফিলিপাইন শাখা বিএনপি'র সদস্য সচিব হিমু,বিএনপি নেতা আব্দুর রহমান মাস্টার,বিএনপি নেতা নুরুল আলম , সোনাইমুড়ী পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ মারুফুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি ফখরুল আলম চৌধুরী,পৌর কৃষকদলের সভাপতি এম এ মিলন,উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জানে আলম সোহেল ভূঁইয়া,সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা মো.মাসুদ মেম্বার, জাতীয়তাবাদী জাসাস দলের নেতা দিপু,আবুল কালাম ঢালী সাবেক সদস্য সোনাইমুড়ী থানা বিএনপি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন রনি,সাবেক ছাত্রনেতা প্রদীপ দাদা,সোনাইমুড়ী উপজেলা শ্রমিক দলের আহবায়ক পদপ্রার্থী মো.মনির আহমেদ ভূঁইয়া,নদনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নূর মো.মমু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক,লিটন , হানিফ মো.ইসরাফিলসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন ।

কু'খ্যাত সেই এসপি আসাদ যৌথবাহিনীর হাতে আ'টকনিজস্ব প্রতিবেদক - মোঃ আসাদুজ্জামান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নোয়াখালী জ...
08/02/2025

কু'খ্যাত সেই এসপি আসাদ যৌথবাহিনীর হাতে আ'টক

নিজস্ব প্রতিবেদক -
মোঃ আসাদুজ্জামান। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) ছিলেন।

তবে ২৪ এর আন্দোলন চলাকালীন সময়ে বেনজির আহমেদ সহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে তার টেলিফোনে যোগাযোগ হতো। সেই মোতাবেক তিনি অভিযান পরিচালনা করতেন।

বিষয়টি নিয়ে নোয়াখালীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরিফুর রহমান সহ জেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আটকের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোষ্ট করেন।

আন্দোলনকারীদের অনেকেই জানান, কঠিন ওই সময়ে এসপি আসাদুজ্জামান আন্দোলনকারীদের খাবার প্রদান সহ তাদের যাতে কেউ হয়রানি না করে, তাদের উপর অন্যায় ভাবে লাঠিচার্জ না করে সে ব্যাপারে তার পুলিশ বাহিনীকে সতর্ক করে দেন।

ইতিহাস কথা বলে -
07/02/2025

ইতিহাস কথা বলে -

নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক। সদস্য সচিব এর সাথে সোনাইমুড়ী উপজেলা বিএনপি /যুবদল এর শুভেচ্ছা বিনিময় সাথে ছিলেন যুক...
07/02/2025

নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক। সদস্য সচিব এর সাথে সোনাইমুড়ী উপজেলা বিএনপি /যুবদল এর শুভেচ্ছা বিনিময় সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের বিএনপির নেতা জনাব টিপু খান।

06/02/2025

মানবিক আবেদন! একজন মা কিডনি ও ডায়াবেটিস সমস্যায় মাইজদী আলরাজি হাসপাতালে, মায়ের জন্য জরুরি র'ক্তে'র প্রয়োজন, র'ক্তে'র গ্রুপ AB+ র'ক্তে'র পরিমান ৩ বেগ! মানবিক ইউনিটের সকলের সহযোগিতার আবেদন দয়া করে আমাকে হেল্প করেন চিরকৃতজ্ঞ থাকবো। যোগাযোগ ০১৭১৬১৭০১৬০

নবগঠিত নোয়াখালী জেলার আহবায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর...
05/02/2025

নবগঠিত নোয়াখালী জেলার আহবায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনাইমুড়ীর কাগজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোনাইমুড়ীর কাগজ:

Share