Digital Destiny

Digital Destiny We believe in Quality
All kind of graphics designs, logos, illustrations, Logo , calligraphy
(1)

25/10/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, আবারও ফিরে এলো পবিত্র জুমার দিন — রহমত, বরকত ও মাগফিরাতের এক বিশেষ উপহার।

🕌 হাদীস শরীফে এসেছে:
‘জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যে বান্দা সে সময়ে আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ তা কবুল করেন।’
— (বুখারী ও মুসলিম)

🕋 আজকের দিন হোক ইবাদতে ভরপুর,
🕊️ হৃদয় হোক শান্তিতে পরিপূর্ণ,
🤲 আর দোয়াগুলো হোক কবুল।

*🌸 জুমা মুবারক 🌸*
#আল্লাহর_রহমত #ইবাদত #দোয়া

25/10/2025

✍️ নিয়ামতের হিসাব কি আদৌ করা যায়? 🌿
আমরা প্রতিদিন শ্বাস নেই, চোখ খুলে দেখি, হাঁটি, হাসি, ভালোবাসি — অথচ কতবার মনে হয়, এগুলো সবই আল্লাহর উপহার? ✨

আল্লাহ আমাদের যে নিয়ামত দান করেছেন তার সংখ্যা আকাশের তারার মতো, সাগরের পানির মতো অসীম। কখনো পরিবার, কখনো স্বাস্থ্য, কখনো একটু শান্তি আর নিশ্চিন্ত ঘুম — সবই তাঁর রহমত 🙏

যে মুহূর্তে আমরা কৃতজ্ঞ হই, ঠিক সেই মুহূর্তেই আমাদের নিয়ামত আরও বৃদ্ধি পেতে থাকে। কারণ আল্লাহর প্রতিশ্রুতি পরিষ্কার —
“তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও বাড়িয়ে দেব।”

চল আজ একটু থেমে ভাবি…
এই নিঃশ্বাসটাও তাঁর দান,
হাসিটাও তাঁর রহমত,
আর জীবনের প্রতিটি ভালো মুহূর্ত —
আল্লাহর সরল অথচ মহামূল্যবান নিয়ামত।

কৃতজ্ঞ হই ,সুখ বাড়ুক 🙏
#ইবাদত

23/10/2025

"যার হৃদয়ে আল্লাহর প্রতি ভরসা আছে, তার কাছে দুনিয়ার সব কঠিন পথও সহজ মনে হয়।"
* #আল্লাহতে_ভরসা #ইমান #আলহামদুলিল্লাহ*

23/10/2025

আচ্ছালামু আলাইকুম
✍️ আল্লাহর দেওয়া নেয়ামত গুনে শেষ করা যাবে না। নিঃশ্বাস থেকে শুরু করে শান্ত মন, ভালো পরিবার, খাবার, পানি—সবই তাঁর অশেষ দয়া। আমরা অনেক সময় যা নেই তা নিয়ে হতাশ হই, কিন্তু যা আছে, তা যে আল্লাহর অমূল্য উপহার—তা ভুলে যাই। শুকরিয়া আদায় করুন, বরকত বাড়বে।"

* #আল্লাহরনেয়ামত #শুকরিয়া #আলহামদুলিল্লাহ #বরকতেরচাবি*

20/10/2025
20/10/2025

Thanks for your lovely gift 🌺

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Jennifer Pontila, Shamim Hossain Sabbir, Ali Mozahar


18/10/2025

✍️*সকালের আলো মানেই নতুন সম্ভাবনার শুরু।
গতকালের ক্লান্তি মুছে আজ নতুন করে বাঁচার সুযোগ।
আল্লাহর শোকর আদায় করে দিনটা শুরু হোক শান্তি আর সফলতায়।**

#সকাল #নতুনদিন #আল্লাহররহমত #ইনস্পিরেশন #সকালেরআলো

18/10/2025

*জুম্মা স্পেশাল *

আজ জুম্মা—আত্মা বিশ্রামের দিন, অন্তর জাগরণের দিন।
কাজের ব্যস্ততার মাঝে একটু থেমে, সেজদার মাটি ছুঁয়ে নিজের হৃদয়ের ভার আল্লাহর কাছে হালকা করার দিন।

*“হয়তো আজকের জুম্মার দোয়া বদলে দিতে পারে তোমার পুরো জীবন।”*
তাই দোয়া করো—বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে।

#জুম্মার_বিশেষতা
#শান্তির_দিন
#আল্লাহর_ভরসা

18/10/2025

✍️ভাইরাল হওয়ার পেছনে মূল্য যদি হয় সম্মানহানি, তবে সেই জনপ্রিয়তা অভিশাপ।*

আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে গিয়ে ভুলে যাচ্ছে মূল্যবোধ, নৈতিকতা, আর মানবতা।
হাস্যকর কনটেন্ট, ভুল তথ্য, বা অশ্লীল আচরণ—সবই যেন এখন ভাইরাল হবার শর্টকাট!
কিন্তু ভাইরাল হয়ে কী হবে, যদি মানুষ তোমাকে মনে রাখে অবজ্ঞার চোখে?

*নিজেকে এমন কিছুতে ভাইরাল করো, যেটা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, সম্মান করবে, আর মনে রাখবে ভালোবাসা নিয়ে।*

#ভাইরাল_না_ভালো_হও
#সোশ্যাল_মিডিয়া
#মূল্যবোধ
#সম্মান

18/10/2025

✍️সততা, নীরবতা আর ধৈর্য – এই তিনটি গুণ একজন মানুষকে অসাধারণ করে তোলে।"*
জীবনের প্রতিটি পদক্ষেপে সবাই দৌড়ায় সাফল্যের পেছনে, কিন্তু সত্যিকারের সাফল্য আসে তখনই, যখন তুমি নিজেকে হারাও না।

*নিজের মুল্যবোধ ঠিক রেখে এগিয়ে যাও – কারণ সময় বদলালেও, চরিত্রের মূল্য কখনো কমে না।*

#জীবনের_পাঠ
#সততা
#অনুপ্রেরণা
#মানবতা

18/10/2025

✍️মানবতা এমন এক আলো, যা ধর্ম, জাতি বা ভাষা দেখে না।*
কাউকে সাহায্য করতে হলে বড় কিছু লাগেনা, দরকার শুধু একটা ভালো মন।
এই পৃথিবীটা সুন্দর হবে, যদি আমরা মানুষ হতে শিখি — শুধু নামেই নয়, কাজে।

#মানবতা
#ভালোবাসা_বিনামূল্যে
#মানুষ_হও

#ভালো_থাকুক_মানুষ_ভালো_থাকুক_পৃথিবী

14/10/2025

🥚 ডিম এর আত্মকাহিনী 😋🙄

একটি ডিম মানেই ‍প্রোটিন, ভিটামিন, মিনারেল আর শক্তির চমৎকার উৎস।
✔️ প্রোটিন শরীর গঠনে সহায়ক
✔️ ভিটামিন A, D, E, B12
✔️ কোলিন— মস্তিষ্কের জন্য দারুন উপকারী
✔️ চোখের স্বাস্থ্যেও কাজ করে

*প্রতিদিন একটি ডিম, সুস্থ জীবনের গোপন চাবিকাঠি!*

#পুষ্টিকর_খাবার #ডিম #স্বাস্থ্য #সুস্থ_জীবন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Digital Destiny posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Destiny:

Share