22/08/2025
কেউ কোথাও নিরাপদ নয়। পুরো দেশ টাই একটা মরণফাঁদ।
আজ শুক্রবার ২২ আগস্ট ২০২৫, কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্ন (পল্লীবিদ্যুৎ এর সামনে) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়।
এই সড়ক দুর্ঘটনার পিছনে সম্পূর্ণ দায়ভার হানিফ পরিবহনের একটি বাস। সিসিটিভি ফুটেজে দেখা যায় উল্টাপথে আসা হানিফ পরিবহনের একটি গাড়ির কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি ও একটি প্রাইভেটকারের উপর পরে ঘটাস্থলে প্রাইভেটকারে থাকা ৪ জন নিহত হয় এবং সিএনজি থেকে সবাই গুরুতর আহত হয়।
ঘটনা -২
সেন্টমার্টিন পরিবহনে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয়।
এই ঘটানায় কুমিল্লা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্রগ্রাম হাইওয়ে অবরোধ করে।
পরবর্তী কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ১ জন কে গ্রেফতার করে এবং জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে আরেকজন কে গ্রেফতার করে পুলিশ।