05/12/2025
২২ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা-মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম," আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন ২ বছর পর বিয়ে করবো তারপরও আমি ওরেই চাই। কিন্তু কোনো ভাবেই আমি পরিবারকে রাজি করাইতে পারি নাই।
এখন ২৭ বছর বয়সে আমার বাবা-মা আমারে ধরে কান্না কাটি করছে আর বলছে "কেনো আমি বিয়ে করছি না,আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করছে।
হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই,কথা হয় না, দেখ হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না।
ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়!