ত্রিভুজ প্রেম

ত্রিভুজ প্রেম আমি পরিপূর্ণ নই, আমি সামান্য সাধারণ একজন, তা সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয়, মূল্য দেয়, পাশে থাকে, তাদের আমি মন থেকে ভালোবাসি..🌸
(2)

২২ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা-মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম," আমি সত্যি...
05/12/2025

২২ বছর বয়সে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য আমার বাবা-মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলেছিলাম," আমি সত্যি ওকে অনেক ভালোবাসি, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার অল্প বয়স নিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে রিং পরিয়ে রেখে আসেন ২ বছর পর বিয়ে করবো তারপরও আমি ওরেই চাই। কিন্তু কোনো ভাবেই আমি পরিবারকে রাজি করাইতে পারি নাই।

এখন ২৭ বছর বয়সে আমার বাবা-মা আমারে ধরে কান্না কাটি করছে আর বলছে "কেনো আমি বিয়ে করছি না,আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করছে।

হয়তো তার সাথে আমার কোনো যোগাযোগ নেই,কথা হয় না, দেখ হয় না কিন্তু আজও আমি তাকে আগের মতোই ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারি না।

ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু প্রকাশ করা বন্ধ হয়ে যায়!

04/12/2025

প্রিয় মহারানী.... 🥹🫶

আপনার প্রতি ভালোবাসা কখনো শেষ হবে না
ভালোবাসি আপনাকে অনেক। না বোঝেই অনেক কিছু বলে ফেলি আপনাকে। আপনাকে কষ্ট দেই।
কিন্তু বিশ্বাস করেন আপনাকে অসম্ভব ভালোবাসি।
আপনি এমন একজন মানুষ যার সাথে কথা বললে পৃথিবীর সব দুঃখ শেষ হয়ে যায়। আপনার সাথে হাসতে হাসতে কথা বলার মুহূর্তগুলো আমার জীবনের সেরা সুখের মুহূর্ত 🌸🫶

04/12/2025

ভূমিকম্প (সকাল ৬:১৫ আনুমানিক)

আমি ভূমিকম্প নিয়ে পোস্ট করি না। প্রয়োজন ও মনে করি না। আমার পোস্ট করার কারণ ভিন্ন।

মসজিদে ফজরের জামায়াত, হাদীস পাঠ ও মোনাজাত শেষ হয়েছে প্রায় সকাল ৬:১০ মিনিটে। মসজিদে বসে কুরআন তিলাওয়াত করতেছিলাম এমন সময় আমি হালকা ভূমিকম্প অনুভব করছিলাম। শিউর হওয়ার জন্য কাচের দরজার দিকে তাকাইলাম। দেখলাম স্পষ্ট কাপতেঁছে। আমি নিশ্চিত এইটা ভূমিকম্প। পাশে একজনকে বললাম উনি পাত্তা ই দিলেন না। তার চেয়ে মজার ব্যাপার হলো মসজিদে তখন প্রায় ২৫-৩০ জন মুসল্লি বিভিন্ন ইবাদাতে মগ্ন। তাদের কারো বিন্দুমাত্র অনুভব হয় নি ভূমিকম্প হচ্ছে কি না! কাউকে সন্দেহ করতেও দেখি নাই। কারো মনে হলেও বিন্দুমাত্র পাত্তা দেওয়ার চেয়ে হয়তো ইবাদাতে ই বেশি স্বাদ পাচ্ছিলেন।

যেখানে ঢাকা শহরের মানুষ ভূমিকম্প হলে চিল্লানো শুরু করে দেয় সেখানে ২৫-৩০ জন মুসল্লির কেউ এইটাকে পাত্তা ই দিলো না।

শিক্ষা:

যারা রবকে ভয় পায় তারা ভূমিকম্পের মত জিনিসকে নিয়ে পড়ে থাকে না। তারা জানে ভূমিকম্প থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ।

I will always love you, my baby.💗
04/12/2025

I will always love you, my baby.💗

তোমার ওপর অ'ধিকার দেখিয়ে কথা বলতে গেলে যখন শূন্য হাতে ফিরতে হয় তখন নিজের উপর ঘৃ'না হয়। 💔
03/12/2025

তোমার ওপর অ'ধিকার দেখিয়ে কথা বলতে গেলে যখন শূন্য হাতে ফিরতে হয় তখন নিজের উপর ঘৃ'না হয়। 💔

স্ত্রীর দু*ধ খাওয়ার হক আপনার বাচ্চার। আর, টিপা*টিপি করার হক আপনার। লিমিট টা বুঝুন©🥱
03/12/2025

স্ত্রীর দু*ধ খাওয়ার হক আপনার বাচ্চার। আর, টিপা*টিপি করার হক আপনার। লিমিট টা বুঝুন©🥱

03/12/2025

একই পথে তোমার সাথে
দুপা আমার চলবে না
তপ্ত কোন ভরদুপুরে
চাঁদ কখনো জ্বলবে না
তেমন তোমার জন‍্য আমার
মন কখনো গলবে না

03/12/2025

ছোটো ছোটো চার হাত পা
মায়ের আদরের আটটি কুকুরছানা
ভাবছিলি কেন তোদের
দম বন্ধ হয়ে আসছে?
ডাকছিলি নিশ্চয়ই “মা…মা…” বলে
চোখ ভরা জল নিয়ে,
কাঁদছিলি মা কেন আসছেনা ভেবে?

তোরা কি জানিস?
মা তোদেরই খুঁজে ফিরছিল
এদিক ওদিক হন্য হয়ে ।
তোদের মা ও বুঝতে পারেনি
কিছু মানুষরা কত অমানুষ
দিয়েছে তোদের
বস্তায় ভরে পানিতে ফেলে ।

দেখে নিস তোরা,
যে দিয়েছে তোদের এই যন্ত্রণা
শাস্তি দিবে রব তাকে ।

ভালো থাক, আদরে থাক
আকাশের ওই মেঘের দেশে
ব্যথাহীন, শান্তির ঘরে
সৃষ্টিকর্তার আশীর্বাদে ।

সাদিয়া আয়মান
৩ ডিসেম্বর, ২০২৫

03/12/2025

যা বুঝলাম, আমার আসল প্রেমিক হইলো টাকা। থাকলে মন ভালো থাকে, না থাকলে কান্দন আসে

03/12/2025

সৌন্দর্যের দিক থেকে আমারে হা'রাতে পারবা.
কিন্তু loyalty দিক দিয়া আমাকে হা'রা'নো অসম্ভব!🤍🥰

আজকাল আমি সব চুপচাপ মেনে নেই।  যা হচ্ছে সব মেনে নেই। কোথাও একটুও কথা বলি না। আমার কষ্ট হলেও কাউকে বুঝতে দেইনা। কেউ আমার ...
02/12/2025

আজকাল আমি সব চুপচাপ মেনে নেই।
যা হচ্ছে সব মেনে নেই। কোথাও একটুও কথা বলি না। আমার কষ্ট হলেও কাউকে বুঝতে দেইনা। কেউ আমার সাথে বাজে কিছু করলেও তার কাছে জানতেও চাইনা সে কেনো এমন করলো?

আজকাল আমি অন্য কে না বুঝিয়ে নিজেকে বোঝাচ্ছি। অনেক কিছু বলতে চেয়েও নীরব থেকে যাচ্ছি প্রতিবার। ভাবছি, কী হবে বলে?

এতে আমার ক্ষতি হচ্ছে না লাভ বুঝতে পারছি না।
তবে এটুকু বুঝতে শিখছি যে আমি আস্তে আস্তে মানুষের উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলেছি!

02/12/2025

Dear 2026,

বেশি কিছু চাই না, শুধু বেকারদের জন্য একটা চাকরি, অসহায় মানুষদের মাথার ছাদ, আর সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য একটা প্রাণোচ্ছোল বছর নিয়ে এসো।

আর সব মানুষদের স্বপ্ন পূরণ করো।❤️

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when ত্রিভুজ প্রেম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share