The Rifat 2.0

The Rifat 2.0 nothing

আমার আপনার শেষ সম্বল ।ছবিটি প্রচার করুন।😥🥹
01/07/2025

আমার আপনার শেষ সম্বল ।
ছবিটি প্রচার করুন।😥🥹

10/05/2025

জীবনের প্রতিটি ধাপই আমাদের গড়ে তোলে—সাফল্য আমাদের উঁচুতে তোলে, আর ব্যর্থতা শেখায় আরও শক্তভাবে দাঁড়াতে।
শেষ পর্যন্ত সবকিছুই অভিজ্ঞতা, আর সেটাই জীবনের আসল শিক্ষা...

06/05/2025

“যে আল্লাহর উপর ভরসা করে — আল্লাহই তার জন্য যথেষ্ট!”
— সূরা আত-তালাক, আয়াত ৩

এটাই ঈমানের শিখর।
তোমার পরিকল্পনা, তোমার কৌশল, তোমার যোগ্যতা — সবই সীমিত।
কিন্তু আল্লাহর কুদরত সীমাহীন।

তুমি হয়তো নিজের সমস্যার মধ্যেই আটকে আছো। চারপাশ অন্ধকার, দরজা বন্ধ, আশা নিঃশেষ —
তবুও যদি তুমি তাওয়াক্কুল করো — আল্লাহই যথেষ্ট।

তাওয়াক্কুল মানে:
• তুমি চোখে না দেখেও বিশ্বাস করো,
• তুমি হাতে না পেয়েও নির্ভার থাকো,
• তুমি দেরি হলেও হতাশ হও না,
কারণ তুমি জানো — তোমার রব কখনো ভুল করেন না।

আল্লাহর ওয়াদা স্পষ্ট:

“তিনি তার কাজ পূর্ণ করবেন।”
“সব কিছুর জন্য একটি পরিমাণ নির্ধারিত করেছেন।”

তোমার দেরি মানেই ক্ষতি নয়,
তোমার দেরি মানে প্রস্তুতি।
তাওয়াক্কুল করো, কারণ আকাশের নিয়ন্ত্রণ যার হাতে,
সে কখন কীভাবে দেবে — তা জানার দরকার তোমার নয়,
তোমার কাজ শুধু — তাঁর উপর ভরসা রাখা।

বিপদে, অভাবে, ভাঙনে, তলিয়ে যাওয়া মুহূর্তেও
যে “হাসবিয়াল্লাহ” বলতে পারে — সে কখনো ডুববে না।

আল্লাহই যথেষ্ট। সত্যিই যথেষ্ট।

04/05/2025

কষ্ট কখনোই বাধা নয়, বরং তা হয় জীবনের সবচেয়ে শক্তিশালী প্রশিক্ষক—যে শেখায় ধৈর্য, শক্তি আর আশার মূল্য। যাঁরা কষ্টে ভাঙেন না, তাঁরাই সামনে এগিয়ে গিয়ে সত্যিকারের জয়ী হন...?

04/05/2025

সময় নীরব ঘাতক—যখন বুঝি, ততক্ষণে অনেক কিছু পিছনে ফেলে আসা হয়। জীবন তার হিসেব ঠিকই নেয়, শুধু আমাদের উপলব্ধি একটু দেরি করে আসে।

01/05/2025

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।
সবই আল্লাহ নেয়ামত ,রহমত ও বরকতের উপর।
নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, সর্বমহান ও সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ পথে অবিচল থাকলে আল্লাহ আমাদের চলার পথ সহজ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন

Address

Bashundhara
Dhaka

Telephone

+8801770601333

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Rifat 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share